Agnipath Scheme protest : দুর্গাপুর স্টেশনে অগ্নিপথ-বিক্ষোভে ডিওয়াইএফআই - অগ্নিপথ বিক্ষোভ দুর্গাপুর স্টেশনে ডিওয়াইএফআই এর
🎬 Watch Now: Feature Video
অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে শনিবার ডিওআইএফআই মিছিল করল দুর্গাপুর স্টেশন চত্বরে । এ দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ এসএফআই-এর জেলা সম্পাদক-সহ ডিওআইএফআই-এর জেলা নেতৃত্বরা প্ল্যাকার্ড হাতে স্টেশন চত্বরে প্রতিবাদ মিছিল করেন (Agnipath Scheme protest of DYFI in Durgapur)। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে অগ্নিপথ প্রকল্প বন্ধ করে স্থায়ী ভাবে সেনাবাহিনীতে জওয়ানদের নিয়োগ করতে হবে । চার বছরের জন্য সেনাতে জওয়ান মোতায়েন করা হবে, সেখানে গুপ্তচর ঢুকে সেনাবাহিনীর সব বিষয় জেনে বাইরে প্রকাশ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে । এছাড়াও ওই চার বছরের জন্য মোতায়েন করা সেনা জওয়ানরা সীমান্তে যুদ্ধ করতে দক্ষ হবেন না ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST