Tollywood actress found dead: পল্লবীর পর বিদিশা, এবার নাগেরবাজারে রহস্যমৃত্যু টলি-অভিনেত্রীর - অভিনেত্রীর রহস্যমৃত্যু

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 26, 2022, 10:22 AM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

অভিনেত্রী পল্লবী দে'র (Pallavi Dey death) রহস্যমৃত্যুর ঘোর কাটতে না কাটতেই টলিউডে আরও এক মডেল-অভিনেত্রীর মৃত্যুর খবর ৷ এ বার উদ্ধার হল 21 বছরের অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ (Tollywood actress found dead)৷ দমদম নাগেরবাজার থানা এলাকার রামগড় কলোনিতে মাস দেড়েক আগে বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি ৷ বুধবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ (Bidisha De Majumdar death)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে । অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে নাকি পেশাগত কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে ৷ সেখানে তাঁর মৃত্যুর জন্য কারওকে দায়ী করেননি বিদিশা ৷ তবে তাঁর পরিবার নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিনেত্রীর বান্ধবীদের অভিযোগ, বিদিশার সঙ্গে ঝাড়গ্রামের এক যুবকের বিগত চার মাস ধরে প্রণয়ের সম্পর্ক ছিল । অনুভব বেরা নামে সেই যুবকের অন্য আরও বান্ধবী থাকায় সবসময় মানসিক ভাবে বিপর্যস্ত থাকতেন বিদিশা । সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.