Boy Fell into Borewell: 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে গেল শিশু, 5 ঘণ্টা পর উদ্ধার করল এনডিআরএফ

By

Published : Jan 10, 2023, 10:05 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

উত্তরপ্রদেশের হাপুর জেলার ফুলগারহি এলাকায় পরিত্যক্ত এক 40 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় চার বছরের এক মূক ও বধির শিশু (6 Years Old Boy Fell into Borewell) ৷ মঙ্গলবার বিকেলে খেলতে খেলতে বোরওয়েলে পড়ে যায় সে ৷ স্থানীয় সূত্রে খবর, 35 বছর আগে পৌরসভা একটি কূপ খনন করেছিল। তা 10 ​​বছর ধরে ব্যবহার করা হয়নি। যে ঘরে বোরওয়েলটি রয়েছে তার দরজাও ভাঙা ৷ পাশাপাশি ওই বোরওয়েলের ঢাকনাটিও খোলা ছিল ৷ তাতেই এই বিপত্তি ! শিশিটির নাম মাভিয়ান ৷ তার পরিবারের লোক সেখানে আসার আগেই প্রশাসন সেখানে পৌঁছে যায়। শিশুটি পড়ে যাওয়ার প্রায় 5 ঘণ্টা পর তাকে নিরাপদে বের করে আনে এনডিআরএফ দল। এনডিআরএফের ডেপুটি কমান্ড্যান্ট দীপক তলওয়ার জানান, তাঁদের কাছে বোরওয়েলে পড়ে যাওয়া ওই শিশুটিকে উদ্ধার করা কঠিন চ্যালেঞ্জের ছিল। কারণ সে মূক ও বধির ৷ কথা না-বলতে পারায় যোগাযোগে অসুবিধা হচ্ছিল ৷ তবে সে মুখে আওয়াজ করে সাড়া দিচ্ছিল। মাভিয়ান এখন সুস্থ ও হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে ৷

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.