Selim On Pegasus: পেগাসাস কিনেছেন মমতা, অভিযোগ মহম্মদ সেলিমের - Pegasus bought by Mamata
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14766481-thumbnail-3x2-mdselim.jpg)
পেগাসাস ক্রেতার তালিকায় এই রাজ্যের সরকার রয়েছে (Pegasus bought by Mamata)। সদ্য রাজ্য সিপিএমের সম্পাদকের চেয়ারে বসা মহম্মদ সেলিম এই দাবি করেছেন। তিনি বলেন, "আজ নয়, 4 বছর ধরে বলছি। হোয়াটঅ্য়াপ নিয়ে যখন আমেরিকায় মামলা হয়েছিল তখন ঘটনাক্রমে পেগাসাস চলে এসেছিল। মামলায় যে তথ্য দিয়েছিল, তাতে সরকার এবং সরকারি এজেন্সি ছাড়া বিক্রি না করার কথা বলা হয়েছিল। ভারতে চার-পাচটি সংস্থাকে দেওয়ার কথা বলা হয়েছিল। একটি কেন্দ্রীয় সরকার, বাকিরা হল রাজ্য সরকার বা তার মনোনীত এজেন্সি। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে।’’ তিনি আরও বলেন, "মমতা কিংবা মোদির আমলে সবাই নজরদারির মধ্যে রয়েছেন। আমিও নজরদারির মধ্যে রয়েছি। বিরোধী দলনেত্রী থাকার সময় তো মমতা চেঁচিয়ে এই কথাগুলো বলতেন। আমরা বলি না।"
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST