Hyderabad Suicide Case : ফোনে আসক্ত মেয়েকে বকাঝকা বাবা-মার, মেট্রো স্টেশন থেকে ঝাঁপ এমবিএ ছাত্রীর - Hyderabad Suicide Case
🎬 Watch Now: Feature Video
হায়দরাবাদের ইএসআই-এর মেট্রো স্টেশন থেকে নিচে ঝাঁপ এমবিএ-র প্রথম বর্ষের ছাত্রীর (Hyderabad Suicide Case) । হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বোরাবাদার কাছে সঞ্জয় নগরে বাসিন্দা ওই ছাত্রীর ৷ জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাবার একটি অটোমোবাইলের দোকান আছে ৷ তাঁরা তিন ভাইবোন । সবসময় ফোনে ব্যস্ত থাকার কারণে বাবা-মা তাঁকে ধমক দিয়েছিলেন ৷ এর পর থেকেই হতাশায় ভুগতে থাকেন ওই ছাত্রী ৷ মঙ্গলবার বিকেল 5.30টার নাগাদ তিনি ইএসআই মেট্রো স্টেশনে এসে প্রথম তলা থেকে লাফ দেন ৷ নিচে থেকে কয়েকজন তাঁকে আটকানোর চেষ্টা করলেও লাভ হয়নি ৷ এই বিষয়ে মেট্রোর এমডি এনভিএস রেড্ডি বলেন, "L&T হায়দরাবাদ কোম্পানির সঙ্গে এটি নিয়ে আলোচনা করবেন ৷ কারণ সম্প্রতি মেট্রো স্টেশনগুলিতে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটছে । তিনি বলেন, এ ধরনের ঘটনা এড়াতে মেট্রো নিরাপত্তা ব্যবস্থা নেবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
Hyderabad Suicide Case