TMC Inner Clash in Bongaon : বনগাঁয় তৃণমূলের শ্রমিক ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত 6 - TMC Inner Clash in Bongaon
🎬 Watch Now: Feature Video
তৃণমূল শ্রমিক ইউনিয়নের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল বনগাঁয় (TMC Inner Clash in Bongaon)। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার মতিগঞ্জ এলাকায়। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, মারপিট ও ইটবৃষ্টি হয়। মারধরে উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হন। ঘটনাস্থলে বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত, তৃণমূলের দুই গোষ্ঠীর পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর কয়েকদিন ধরে বিবাদ চলছিল। কিন্তু এদিন বিবাদ সংঘর্ষে পৌঁছয়। মারধোর ও ইটের আঘাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। দু'জনের মাথা ফেটে গিয়েছে বলে খবর।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
TMC Inner Clash in Bongaon