SMC Election 2022 : কালী মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন গৌতম দেব - Goutam Deb cast his vote on smc election 2022
🎬 Watch Now: Feature Video
সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ (SMC Election 2022) ৷ মন্দির থেকে সোজা ভোট গ্রহণ কেন্দ্রে গেলেন গৌতম দেব ৷ আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিয়ে শিলিগুড়ি গার্লস হাইস্কুলে ভোট দিলেন 33 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল প্রার্থী (Goutam Deb Cast his Vote) ভোট দিয়ে তিনি বলেন, "শিলিগুড়িতে শান্তিপূর্ণ নির্বাচন হয় । আমি নিজের ওয়ার্ডে গিয়ে মনিটরিং করব । কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখনও । যদিও শিলিগুড়িতে সেরকম ঘটনা ঘটেও না ।"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST