Special Iced Tea: গরম চা এই দীপাবলিতে হোক ঠান্ডা, রইল স্পেশাল বরফ চায়ের রেসিপি - ভিন্ন স্বাদের চা
🎬 Watch Now: Feature Video
চা কেবল একটি পানীয়ই নয়, কয়েক শতাব্দী ধরে এটি কার্যত অমৃতগুণে সমাদৃত হয়েছে ৷ ক্লান্তি কমাতে চায়ের জুড়ি মেলা ভার(Special Iced Tea)৷ চা এমন একটি পানীয় যা আমরা যে কোনও সময় বানাতে পারি ৷ কিন্তু নিত্যদিনের চায়ের স্বাদ নিয়ে এবার এক্সপেরিমেন্ট করার কথা ভাবছেন ? তাহলে কমলা ও পাতিলেবুর তৈরি এই বরফ চায়ের রেসিপি আপনাকে উৎসাহিত করবে নতুন ভিন্ন স্বাদের চা তৈরিতে ৷ ভিটামিন সি সমৃদ্ধ এই চা শরীরের রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য অপরিহার্য ৷ ফলের রস সমৃদ্ধ এই চা তাপকে পরাজিত করে শরীরকে পুনরুজ্জীবিত করে তোলে ৷ দীপাবলির ক্লান্তি কাটিয়ে নিজেকে ও পরিবারকে ফ্রেশ করতে একবার এই চায়ের স্বাদ নিতেই পারেন(Diwali Special Orange and Lime Iced Tea Recipe)৷ রেসিপির ভিডিয়োটি দেখুন এবং এরকম নতুন ফ্লেভারের আশ্চর্যজনক চায়ের রেসিপি শেয়ার করুন ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST