Truck Catches Fire : চলন্ত লরিতে আগুন, নিমেষে পুড়ে ছাই - Truck Catches Fire
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14706575-thumbnail-3x2-agun.jpg)
রাস্তায় চলন্ত খড় বোঝাই লরিতে আগুন লাগার ঘটনা ঘটল আসানসোলে (Truck Catches Fire)। কুলটি থানার অন্তর্গত ইস্কো বাইপাস রোডে ঘটনাটি ঘটে। আজ সন্ধ্যায় একটি খড় বোঝাই লরিতে হঠাৎই আগুন লেগে যায়। কী কারে আগুন লাগে তা জানা যায়নি। আগুন দেখেই চালক ও খালাসি লরি থেকে নেমে পালায়। পুলিশের পক্ষ থেকে দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসার আগেই খড় বোঝাই লরি জ্বলে যায়। ঘটনার জেরে ইস্কো বাইপাস রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST