SRK Turns 57: জন্মদিনের আবহে আবেগে ভাসলেন কিং খান, মন্নতের বাইরে জনসমুদ্র - SRK turns 57
🎬 Watch Now: Feature Video
57তম জন্মদিনের আবহে আবেগে ভাসলেন শাহরুখ খান ৷ বলিউডের বেতাজ বাদশাহকে একবার চোখের দেখা দেখতে প্রতিবারই তাঁর বাড়ি মন্নতের সামনে জড়ো হন ভক্তরা ( Shah Rukh Khan Celebrates His Birthday With The Fans)৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ অনুরাগীদের দেখা দিলেন শাহরুখও ৷ হাত নাড়লেন প্রণামও জানালেন তাঁদের এত ভালোবাসার জন্য (Actor Shah Rukh Khan on his 57th birthday)৷ সঙ্গে ছিল ছেলে আব্রামও ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST