Bengal Civic Polls Result 2022 : গণনা শুরুর আগেই ইভিএমের সিল ভাঙা, প্রতিবাদে কংগ্রেস প্রার্থী - গণনা শুরুর আগেই ইভিএমের সিল ভাঙা, প্রতিবাদে কংগ্রেস প্রার্থী
🎬 Watch Now: Feature Video
ভোট গণনার সময় দেখা গেল ইভিএমের সিল ভাঙা ৷ আপত্তি করা সত্বেও তা না শুনেই শুরু হয় ভোট গণনার কাজ ৷ এই অভিযোগ তুলে গণনার মাঝেই কেন্দ্র ছাড়লেন ইংরেজবাজার পৌরসভার (English Bazar Municipality Election) 15 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দেবযানী রায় । নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST