Bengal Civic Polls 2022 : তৃণমূল নেতারাই আনিশ খুনে জড়িত, দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের - আনিশ খান মৃত্যুতে শমীক ভট্টাচার্য
🎬 Watch Now: Feature Video
আনিশ খুনের তদন্ত রাজ্য পুলিশ, প্রশাসন বা সিটকে দিয়ে সম্ভব নয়, জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ তিনি এর মধ্যে তৃণমূল যোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের নেতারা যে বিবৃতি দিয়েছেন, তা প্রমাণ করছে কোনও না কোনও ভাবে তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত এবং সিপিএম ময়দানে নেমে পড়েছে ৷" অন্য রাজনৈতিক দলগুলি আনিশকে তাদের কর্মী বলে দাবি করে একটা বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করছে, মত শমীক ভট্টাচার্যের ৷ নদিয়ার নবদ্বীপে পৌরসভা প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারে এসে একথা জানালেন তিনি (BJP leader Samik Bhattacharya claims TMC involvement in Anish Khan death) ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST