Suvendu on Anubrata : জেরা নয়, অনুব্রতকে সরাসরি গ্রেফতার করা উচিত : শুভেন্দু
🎬 Watch Now: Feature Video
অনুব্রত মণ্ডলকে ডাকাডাকি না করে, সরাসরি জেলে ঢোকানো উচিত (Anubrata Mondal Should be Arrested Says Suvendu Adhikari) ৷ রামপুরহাট কাণ্ডে অনুব্রতর ভূমিকা নিয়ে এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার কুলটির ডিসেরগড়ে আসানসোল লোকসভার উপনির্বাচনের প্রচারে যান তিনি ৷ সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, ভোট-পরবর্তী হিংসায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল ৷ এমনকি গরুপাচার-কাণ্ডে উনি এনামূলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷ তাই তাঁকে আর জিজ্ঞাসাবাদ না করে, সরাসরি জেলে ঢোকানো উচিত বলে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST