Tribute To Abhishek Chatterjee : টেকনিশিয়ান জুড়ে তখন শুধুই নিস্তব্ধতা, বিদায় মিঠুদা... - Tribute To Abhishek Chatterjee
🎬 Watch Now: Feature Video
অভিষেক চট্টোপাধ্যায়ের মরদেহ নিয়ে আসা হল টেকনিশয়ান স্টুডিওতে। চোখের জলে অভিনেতাকে বিদায় জানালেন কলাকুশলীরা (Tribute To Abhishek Chatterjee) । তাঁকে শেষ বিদায় জানাতে রাজ চক্রবর্তী, জুন মালিয়া, অনিন্দ্য চক্রবর্তী, রাজন্যা মিত্র, প্রতীক সেন, সোনামণি সাহা, বিশ্বনাথ বসু, কৌশিক চক্রবর্তী, কৌশিক বন্দ্যোপাধ্যায়, নীল মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, রাহুল চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সবাই অভিনেতাকে মাল্যদান করে তাঁর আত্মার শান্তি কামনা করেন । তাঁর প্রয়াণে টলিউড জুড়ে শোকের ছায়া ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST