Ballygunge By Poll 2022 : বালিগঞ্জ উপনির্বাচনে সাউথ পয়েন্ট স্কুলে উত্তেজনা, ঘটনাস্থলে তৃণমূল কাউন্সিলর - তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়
মোবাইল নিয়ে সাউথ পয়েন্ট স্কুলের 189 নম্বর বুথে ভোট দিতে ঢুকছিলেন প্রবীণ ভোটার ৷ অভিযোগ, তাতে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ এ নিয়ে ধুন্ধুমার কাণ্ড ভোটগ্রহণ কেন্দ্রে ৷ ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা শুরু হয় ৷ সাউথ পয়েন্ট স্কুলে আসে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ দল । কাউন্সিলরের অভিযোগ, এই গরমে ভোটাররা মোবাইল ফোন নিয়ে ভোট দিতে আসছেন ৷ তাঁরা কি বাড়িতে মোবাইল রেখে ভোট দিতে আসতে পারেন ? তিনি এর নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন (Tension in South Point School as CRPF do not allow voters with mobile in Ballygunge) ?
সাউথ পয়েন্ট স্কুলে কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়
মোবাইল নিয়ে সাউথ পয়েন্ট স্কুলের 189 নম্বর বুথে ভোট দিতে ঢুকছিলেন প্রবীণ ভোটার ৷ অভিযোগ, তাতে বাধা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ এ নিয়ে ধুন্ধুমার কাণ্ড ভোটগ্রহণ কেন্দ্রে ৷ ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় । কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা শুরু হয় ৷ সাউথ পয়েন্ট স্কুলে আসে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ দল । কাউন্সিলরের অভিযোগ, এই গরমে ভোটাররা মোবাইল ফোন নিয়ে ভোট দিতে আসছেন ৷ তাঁরা কি বাড়িতে মোবাইল রেখে ভোট দিতে আসতে পারেন ? তিনি এর নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন (Tension in South Point School as CRPF do not allow voters with mobile in Ballygunge) ?