ETV Bharat / sukhibhava

World Infant Protection Day: আজ বিশ্ব শিশু সুরক্ষা দিবস, পড়ুন কিছু দরকারি তথ্য

author img

By

Published : Nov 7, 2022, 10:21 AM IST

7 নভেম্বর দিনটি বিশ্ব শিশু সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয় (World Infant Protection Day) ৷

World Infant Protection Day News
বিশ্ব শিশু সুরক্ষা দিবস

হায়দরাবাদ: প্রতি বছর 7 নভেম্বর দিনটি সারা বিশ্ব শিশু সুরক্ষা দিবস হিসেবে পালিত হয় । নবজাতকের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং শিশুদের যথাযথ যত্ন নিয়ে তাদের জীবন রক্ষাই এই দিনটির লক্ষ্য (World Infant Protection Day 2022)। এটা স্পষ্ট যে পর্যাপ্ত সুরক্ষা এবং পর্যাপ্ত যত্নের অভাব শিশুকে কম বয়সে নানা চ্য়ালেঞ্জের মুখে ফেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জীবনের প্রথম মাসে 2.4 মিলিয়ন শিশু মারা যায়

দিনটির উদ্দেশ্য:

নবজাতকদের যত্ন ও সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই দিনটির মূল লক্ষ্য । জন্মের ঠিক পরে শিশুদের নানা ধরনের সমস্যা হয়। সেগুলি সম্পর্কে আগে থেকে সচেতন হতে না পারলে বিপদ আরও বাড়ে ।

ভারতে শিশুমৃত্যুর হার

স্বাস্থ্য পরিষেবার অভাবে ভারতে শিশুমৃত্যুর হার অন্য দেশের তুলনায় বেশি (United Nations Child Mortality Report)। জাতিসংঘের শিশুমৃত্যুর প্রতিবেদন অনুসারে 2018 সালে ভারতে 721,000 শিশু প্রাণ হারিয়েছে । প্রতিদিনের হিসেবে প্রাণ গিয়েছে প্রায় 1,975 শিশুর (Infant mortality rate in India)।

আরও পড়ুন: শুরু হচ্ছে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ সচেতনতা সপ্তাহ

নবজাতক শিশুদের রক্ষা করতে হবে কারণ তারাই দেশের ভবিষ্যৎ (Infant mortality rate) । ভারত সরকার নবজাতক শিশুদের সাহায্য করার জন্য বেশ কিছু উদ্যোগ শুরু করেছে । নবজাতকদের সুরক্ষা একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে দেবে বিশ্বকে ।

হায়দরাবাদ: প্রতি বছর 7 নভেম্বর দিনটি সারা বিশ্ব শিশু সুরক্ষা দিবস হিসেবে পালিত হয় । নবজাতকের নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং শিশুদের যথাযথ যত্ন নিয়ে তাদের জীবন রক্ষাই এই দিনটির লক্ষ্য (World Infant Protection Day 2022)। এটা স্পষ্ট যে পর্যাপ্ত সুরক্ষা এবং পর্যাপ্ত যত্নের অভাব শিশুকে কম বয়সে নানা চ্য়ালেঞ্জের মুখে ফেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জীবনের প্রথম মাসে 2.4 মিলিয়ন শিশু মারা যায়

দিনটির উদ্দেশ্য:

নবজাতকদের যত্ন ও সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই দিনটির মূল লক্ষ্য । জন্মের ঠিক পরে শিশুদের নানা ধরনের সমস্যা হয়। সেগুলি সম্পর্কে আগে থেকে সচেতন হতে না পারলে বিপদ আরও বাড়ে ।

ভারতে শিশুমৃত্যুর হার

স্বাস্থ্য পরিষেবার অভাবে ভারতে শিশুমৃত্যুর হার অন্য দেশের তুলনায় বেশি (United Nations Child Mortality Report)। জাতিসংঘের শিশুমৃত্যুর প্রতিবেদন অনুসারে 2018 সালে ভারতে 721,000 শিশু প্রাণ হারিয়েছে । প্রতিদিনের হিসেবে প্রাণ গিয়েছে প্রায় 1,975 শিশুর (Infant mortality rate in India)।

আরও পড়ুন: শুরু হচ্ছে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ সচেতনতা সপ্তাহ

নবজাতক শিশুদের রক্ষা করতে হবে কারণ তারাই দেশের ভবিষ্যৎ (Infant mortality rate) । ভারত সরকার নবজাতক শিশুদের সাহায্য করার জন্য বেশ কিছু উদ্যোগ শুরু করেছে । নবজাতকদের সুরক্ষা একটি শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে দেবে বিশ্বকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.