ETV Bharat / sukhibhava

Dustbin Vastu Tips: নিত্যদিন অশান্তি-অসুখ, বাস্তুমতে ঘরে ডাস্টবিন ঠিক জায়গায় আছে তো ? - Dustbin Vastu Tips

সুখ-শান্তি বজায় রাখতে বাস্তু সকলেই মেনে চলেন ৷ ঘরের কোথায় কী রাখা উচিত বা কী রাখা উচিত নয়, তা নিয়ে ওয়াকিবহল সকলেই থাকেন ৷ কিন্তু একটা জিনিসের প্রতি খেয়াল অনেকেই রাখেন না ৷ সেটা হল, ঘরের কোথায় ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র রাখা উচিত ৷ বাস্তুশাস্ত্র অনুযায়ী, ময়লা ফেলার পাত্র-ও রাখা উচিত নিয়ম মেনে ৷

Dustbin Vastu Tips
বাস্তুমতে ডাস্টবিন ঠিক জায়গায় আছে তো ?
author img

By

Published : Jul 24, 2023, 9:11 PM IST

হায়দরাবাদ: বাস্তুশাস্ত্র মেনে ঘরে রাখা উচিত ময়লা ফেলার পাত্র বা ডাস্টবিন ৷ শুনে অবাক হচ্ছেন তো ! ময়লার পাত্র রাখবেন তাও আবার বাস্তু মেনে ? সেও আবার হয় নাকি? বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, ঘরে পজিটিভ এনার্জি বজায় রাখতে কিংবা নিত্যদিনের অসুখ-বিসুখ, রোগ-ভোগ থেকে দূরে থাকতে হলে ময়লা ফেলার পাত্র কোথায় রেখেছেন, সেদিকে নজর দিতে হবে ৷ অন্যথা, ঘরে বিপদ আসবেই ৷ গুড লাক নিমেষে বদলে যাবে ব্যাড লাকে ৷

প্রথমেই জানা দরকার বাস্তু মতে কোন কোন দিকে ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র রাখা উচিত নয় ৷

  • উত্তর ও পূর্ব দিকের মধ্যস্থান অর্থাৎ ঈশান কোণে ডাস্টবিন রাখা উচিত নয় ৷ কারণ এই দিকের অধিপতি দেবতা মহাদেব। শিবের অপর নাম ঈশান। আবার এই দিকের অধিপতি গ্রহ বৃহস্পতি। তাই এই দিকে ভুল করেও ডাস্টবিন রাখলে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় ৷ চিন্তাভাবনার পথে বাধা এবং মানসিক অস্থিরতা তৈরি করে ৷
Dustbin Vastu Tips
শোবার ঘরে ডাস্টবিন রাখতে নেই ৷
  • ঘরের পূর্ব দিকেও ডাস্টবিন রাখা উচিত নয় ৷ এই দিকের অধিপতি দেবতা ইন্দ্র এবং অধিপতি গ্রহ সূর্য। শাস্ত্রমতে, এই স্থানে ডাস্টবিন রাখলে ধীরে ধীরে নিজেকে একাকী অনুভব করার প্রবণতা বাড়তে থাকার সম্ভবনা প্রবল ৷ বাইরে যাওয়ার ইচ্ছা, আর পাঁচজনের সঙ্গে কথা বলার ইচ্ছাও নাকি, নষ্ট হতে থাকে ৷
  • একইভাবে দক্ষিণ ও পূর্ব দিকের মধ্যস্থানকে বলা হয় আগ্নেয় কোণ ৷ এই দিকে অগ্নিদেবের আধিপত্য থাকে এবং অধিপতি গ্রহ হল শুক্র। বাস্তু মতে এখানেও ডাস্টবিন রাখা উচিত নয় ৷ ভুলবশত রাখলে আর্থিকদিক থেকে মন্দা আসার সম্ভবনা তৈরি হয় ৷
Dustbin Vastu Tips
বাস্তুমতে ডাস্টবিন রান্নাঘরে রাখা উচিত
  • পাশাপাশি, উত্তর দিক হল দেবতা কুবেরের দিক ৷ এই দিকের অধিপতি গ্রহ বুধ। এই স্থানে ডাস্টবিন রাখা মানেই কেরিয়ারের নানা সুযোগের পথে বাধা তৈরি করা ৷
  • আর যদি আপনি দেখেন, পরিবার বা কাছের বন্ধুদের সঙ্গে আপনার মনোমালিন্য বাড়ছে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে ডাস্টবিন ঠিক জায়গায় নেই ৷ খেয়াল করলেই বুঝতে পারবেন, তা রাখা রয়েছে দক্ষিণ ও পশ্চিমের মধ্যভাগে যা নৈঋত্য কোণ নামে পরিচিত ৷

এখন প্রশ্ন হল, বাড়ির কোথায় রাখবেন ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র রাখা উচিত...

Dustbin Vastu Tips
ডাস্টবিন রোজ পরিষ্কার রাখা উচিত ৷
  • বাস্তুমতে আপনি ডাস্টবিন রাখতে পারেন উত্তর পশ্চিম প্রান্তের পশ্চিম দিকে, দক্ষিণ পূর্ব-প্রান্তের দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব-প্রান্তের পূর্ব দিকে ও দক্ষিণ পশ্চিম প্রান্তের দক্ষিণ দিকে ৷

পাশাপাশি মাথায় রাখতে হবে, ঘরে প্রবেশে পথে, পুজোর ঘরের পাশে, শোবার ঘরে ও সিঁড়ির নীচে-ও ডাস্টবিন রাখা উচিত নয় ৷ আপনি রান্নাঘরে ডাস্টবিন রাখতে পারেন কিন্তু তা প্রতিদিন পরিষ্কার রাখতে হবে ৷ যদি ভাঙা ডাস্টবিন হয় তাহলে তা দ্রুত পরিবর্তন করতে হবে ৷

(প্রতিবেদনটি তথ্যের উপর ভিত্তি করে তৈরি ৷ বিশদে জানতে বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: বাস্তুশাস্ত্র মেনে ঘরে রাখা উচিত ময়লা ফেলার পাত্র বা ডাস্টবিন ৷ শুনে অবাক হচ্ছেন তো ! ময়লার পাত্র রাখবেন তাও আবার বাস্তু মেনে ? সেও আবার হয় নাকি? বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, ঘরে পজিটিভ এনার্জি বজায় রাখতে কিংবা নিত্যদিনের অসুখ-বিসুখ, রোগ-ভোগ থেকে দূরে থাকতে হলে ময়লা ফেলার পাত্র কোথায় রেখেছেন, সেদিকে নজর দিতে হবে ৷ অন্যথা, ঘরে বিপদ আসবেই ৷ গুড লাক নিমেষে বদলে যাবে ব্যাড লাকে ৷

প্রথমেই জানা দরকার বাস্তু মতে কোন কোন দিকে ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র রাখা উচিত নয় ৷

  • উত্তর ও পূর্ব দিকের মধ্যস্থান অর্থাৎ ঈশান কোণে ডাস্টবিন রাখা উচিত নয় ৷ কারণ এই দিকের অধিপতি দেবতা মহাদেব। শিবের অপর নাম ঈশান। আবার এই দিকের অধিপতি গ্রহ বৃহস্পতি। তাই এই দিকে ভুল করেও ডাস্টবিন রাখলে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় ৷ চিন্তাভাবনার পথে বাধা এবং মানসিক অস্থিরতা তৈরি করে ৷
Dustbin Vastu Tips
শোবার ঘরে ডাস্টবিন রাখতে নেই ৷
  • ঘরের পূর্ব দিকেও ডাস্টবিন রাখা উচিত নয় ৷ এই দিকের অধিপতি দেবতা ইন্দ্র এবং অধিপতি গ্রহ সূর্য। শাস্ত্রমতে, এই স্থানে ডাস্টবিন রাখলে ধীরে ধীরে নিজেকে একাকী অনুভব করার প্রবণতা বাড়তে থাকার সম্ভবনা প্রবল ৷ বাইরে যাওয়ার ইচ্ছা, আর পাঁচজনের সঙ্গে কথা বলার ইচ্ছাও নাকি, নষ্ট হতে থাকে ৷
  • একইভাবে দক্ষিণ ও পূর্ব দিকের মধ্যস্থানকে বলা হয় আগ্নেয় কোণ ৷ এই দিকে অগ্নিদেবের আধিপত্য থাকে এবং অধিপতি গ্রহ হল শুক্র। বাস্তু মতে এখানেও ডাস্টবিন রাখা উচিত নয় ৷ ভুলবশত রাখলে আর্থিকদিক থেকে মন্দা আসার সম্ভবনা তৈরি হয় ৷
Dustbin Vastu Tips
বাস্তুমতে ডাস্টবিন রান্নাঘরে রাখা উচিত
  • পাশাপাশি, উত্তর দিক হল দেবতা কুবেরের দিক ৷ এই দিকের অধিপতি গ্রহ বুধ। এই স্থানে ডাস্টবিন রাখা মানেই কেরিয়ারের নানা সুযোগের পথে বাধা তৈরি করা ৷
  • আর যদি আপনি দেখেন, পরিবার বা কাছের বন্ধুদের সঙ্গে আপনার মনোমালিন্য বাড়ছে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে ডাস্টবিন ঠিক জায়গায় নেই ৷ খেয়াল করলেই বুঝতে পারবেন, তা রাখা রয়েছে দক্ষিণ ও পশ্চিমের মধ্যভাগে যা নৈঋত্য কোণ নামে পরিচিত ৷

এখন প্রশ্ন হল, বাড়ির কোথায় রাখবেন ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র রাখা উচিত...

Dustbin Vastu Tips
ডাস্টবিন রোজ পরিষ্কার রাখা উচিত ৷
  • বাস্তুমতে আপনি ডাস্টবিন রাখতে পারেন উত্তর পশ্চিম প্রান্তের পশ্চিম দিকে, দক্ষিণ পূর্ব-প্রান্তের দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব-প্রান্তের পূর্ব দিকে ও দক্ষিণ পশ্চিম প্রান্তের দক্ষিণ দিকে ৷

পাশাপাশি মাথায় রাখতে হবে, ঘরে প্রবেশে পথে, পুজোর ঘরের পাশে, শোবার ঘরে ও সিঁড়ির নীচে-ও ডাস্টবিন রাখা উচিত নয় ৷ আপনি রান্নাঘরে ডাস্টবিন রাখতে পারেন কিন্তু তা প্রতিদিন পরিষ্কার রাখতে হবে ৷ যদি ভাঙা ডাস্টবিন হয় তাহলে তা দ্রুত পরিবর্তন করতে হবে ৷

(প্রতিবেদনটি তথ্যের উপর ভিত্তি করে তৈরি ৷ বিশদে জানতে বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.