ETV Bharat / sukhibhava

Make up Brush Uses: পারফেক্ট লুক পেতে হাতের কাছে রাখুন এই ব্রাশগুলি, মেকআপ হবে পার্লারের মতো - মেকআপ ব্রাশ

অনুষ্ঠানে বা পার্টিতে যেতে হলে সকলেই চান পারফেক্ট লুক ৷ সুন্দর করে চোখ আঁকা, লিপস্টিক ঠিকঠাক এবং মেকআপ হবে সুন্দর৷ এমন চাহিদা পূরণ করতে হলে পার্লারে গিয়ে টাকাও খরচ করেন ৷ তবে যদি কয়েকটা মেকআপ ব্রাশ বাড়িতে এনে নিজেই শুরু করেন নিজের মেকআপ করা, ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে ৷ তাই শুরুতেই যে মেকআপ ব্রাশ আপনাকে রাখতেই হবে, দেখে নিন ৷

Etv Bharat
পারফেক্ট লুক পেতে হাতের কাছে রাখুন এই ব্রাশগুলি
author img

By

Published : Jul 29, 2023, 10:12 PM IST

Updated : Jul 29, 2023, 10:59 PM IST

হায়দরাবাদ: মুখমণ্ডলের মেকআপে ফাউন্ডেশন, কাজল, লাইনার যেমন সঠিক বেছে নেন, তেমনি সেই মেকআপ পারফেক্ট হওয়ার জন্য সঠিক ব্রাশটাও বেছে নিতে হয় ৷ কারণ আপনি যদি কনসিলার ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করেন, তাহলে সমস্যা রয়েছে ৷ মেকআপ তো ঠিক মতো হবেই না, উলটে বিশ্রীভাবে ছোপ লেগে থাকবে ৷

  • ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ একটু মোটা ও গোল হয় ৷ মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় অল্প অল্প ফাউন্ডেশন লাগিয়ে ব্রাশ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিতে এই ব্রাশ ব্যবহার করা হয় ৷ হাত দিয়ে ফাউন্ডেশন ব্যবহার করতে গেলে ত্বকে ছোপ ছোপ দাগ হয়ে যাওয়ার ভয় থাকে ৷
  • এরপর ব্যবহার করুন কনসিলার ব্রাশ ৷ ফাউন্ডেশন ব্রাশের পর এই ব্রাশ ব্যবহার করুন ৷ মুখের দাগ ছোপ ঢাকতে এই ব্রাশ ব্যবহার করা হয় ৷ মুখের যে কোনও অংশে কনসিলার লাগাতে এই ব্রাশই ব্যবহার করা হয় ৷
  • পাউডার ব্রাশ ব্যবহার করুন এরপরে ৷ মুখে পাউডার নিঁখুতভাবে ব্লেন্ড করতে এই ব্রাশ ব্যবহার করা হয় ৷
  • ব্ল্যেন্ডিং ব্রাশ আইশ্যাডো বা হাইলাইটার ব্লেন্ড করতে ব্যবহার করা হয় ৷ চোখের কোণায় সঠিকভাবে শ্যাডো ব্যবহার করতেই এই ব্রাশ নেওয়া হয় ৷
  • হাইলাইটার ব্রাশ কী কাজে লাগে নাম শুনেই নিশ্চই বুঝতে পারছেন ৷ চিকবোন, নাক বা চিবুকের অংশ বাড়তি উজ্জ্বলভাব আনতে ব্যবহার করা হয় হাইলাইটার ব্রাশ ৷
  • ফ্ল্যাট আইলাইনার ব্রাশ আইলাইনার ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ অনেক আইলাইনারের সঙ্গে যে তুলি থাকে তা দিয়ে ঠিকভাবে আইলাইনার পড়তে পারেন না ৷ এই ব্রাশ সেই অসুবিধা দূর করে ৷
  • লিপ ব্রাশ লিপস্টিক পড়তে ব্যবহার করা হয় ৷ ব্রাশ দিয়ে লিপস্টিক পড়লে তা একদম পারফেক্ট হয় ৷

আরও পড়ুন: মশার হাত থেকে বাঁচতে মেনে চলুন এই টিপসগুলি, ফল মিলবে হাতেনাতে

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: মুখমণ্ডলের মেকআপে ফাউন্ডেশন, কাজল, লাইনার যেমন সঠিক বেছে নেন, তেমনি সেই মেকআপ পারফেক্ট হওয়ার জন্য সঠিক ব্রাশটাও বেছে নিতে হয় ৷ কারণ আপনি যদি কনসিলার ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করেন, তাহলে সমস্যা রয়েছে ৷ মেকআপ তো ঠিক মতো হবেই না, উলটে বিশ্রীভাবে ছোপ লেগে থাকবে ৷

  • ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ একটু মোটা ও গোল হয় ৷ মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় অল্প অল্প ফাউন্ডেশন লাগিয়ে ব্রাশ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিতে এই ব্রাশ ব্যবহার করা হয় ৷ হাত দিয়ে ফাউন্ডেশন ব্যবহার করতে গেলে ত্বকে ছোপ ছোপ দাগ হয়ে যাওয়ার ভয় থাকে ৷
  • এরপর ব্যবহার করুন কনসিলার ব্রাশ ৷ ফাউন্ডেশন ব্রাশের পর এই ব্রাশ ব্যবহার করুন ৷ মুখের দাগ ছোপ ঢাকতে এই ব্রাশ ব্যবহার করা হয় ৷ মুখের যে কোনও অংশে কনসিলার লাগাতে এই ব্রাশই ব্যবহার করা হয় ৷
  • পাউডার ব্রাশ ব্যবহার করুন এরপরে ৷ মুখে পাউডার নিঁখুতভাবে ব্লেন্ড করতে এই ব্রাশ ব্যবহার করা হয় ৷
  • ব্ল্যেন্ডিং ব্রাশ আইশ্যাডো বা হাইলাইটার ব্লেন্ড করতে ব্যবহার করা হয় ৷ চোখের কোণায় সঠিকভাবে শ্যাডো ব্যবহার করতেই এই ব্রাশ নেওয়া হয় ৷
  • হাইলাইটার ব্রাশ কী কাজে লাগে নাম শুনেই নিশ্চই বুঝতে পারছেন ৷ চিকবোন, নাক বা চিবুকের অংশ বাড়তি উজ্জ্বলভাব আনতে ব্যবহার করা হয় হাইলাইটার ব্রাশ ৷
  • ফ্ল্যাট আইলাইনার ব্রাশ আইলাইনার ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ অনেক আইলাইনারের সঙ্গে যে তুলি থাকে তা দিয়ে ঠিকভাবে আইলাইনার পড়তে পারেন না ৷ এই ব্রাশ সেই অসুবিধা দূর করে ৷
  • লিপ ব্রাশ লিপস্টিক পড়তে ব্যবহার করা হয় ৷ ব্রাশ দিয়ে লিপস্টিক পড়লে তা একদম পারফেক্ট হয় ৷

আরও পড়ুন: মশার হাত থেকে বাঁচতে মেনে চলুন এই টিপসগুলি, ফল মিলবে হাতেনাতে

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

Last Updated : Jul 29, 2023, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.