ETV Bharat / sukhibhava

Effects Of Disinfectants : গর্ভাবস্থাতেও বারবার ব্যবহার করছেন জীবাণুনাশক ! বাড়ছে সন্তানের অ্যালার্জি এবং হাঁপানির সমস্যা - Effects Of Disinfectants on New Born Babies

গর্ভাবস্থায় মায়েরা বেশি জীবাণুনাশকের সংস্পর্শে এলে শিশুদের অ্যালার্জি এবং হাঁপানি সংক্রান্ত সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে (Effects Of Disinfectants on New Born Babies ) ৷ এমনটাই বলছে গবেষণা ৷

Effects Of Disinfectants
গর্ভাবস্থাতেও বারবার ব্যবহার করছেন জীবানুনাশক ! বাড়ছে সন্তানের অ্যালার্জি এবং হাঁপানির সমস্যা
author img

By

Published : Mar 31, 2022, 5:40 PM IST

হায়দরাবাদ : প্রায়শই হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রগুলিতে বিভিন্ন ধরণের জীবাণুনাশক ব্যবহার করা হয় ৷ বিশেষত করোনা আসার পর থেকে তো এর ব্যবহার আরও বেড়ে গিয়েছে ৷ কর্মক্ষেত্রে বারবার এধরণের জীবাণুনাশকের সংস্পর্শে আসার ফলে অনেক কর্মীদেরই হাঁপানি এবং ডার্মাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে ৷ একইসঙ্গে কিছু গবেষণা বলছে যে, গর্ভাবস্থায় মায়েরা বেশি জীবাণুনাশকের সংস্পর্শে এলে শিশুদের অ্যালার্জি এবং হাঁপানি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ৷

গবেষকরা এমন 78,915 জন মা এবং শিশুর তথ্য ব্যবহার করেছেন, যাঁরা জাপান এনভায়রনমেন্ট অ্যান্ড চিলড্রেনস স্টাডিতে অংশ নিয়েছিলেন ৷ দেখা গিয়েছে, কর্মক্ষেত্রে মায়ের জীবাণুনাশকের সংস্পর্শে আসার সঙ্গে সরাসরি যোগ রয়েছে 3 বছর বয়স অবধি বাচ্চাদের অ্যালার্জির সমস্যার ৷ শুধু তাই নয়, দেখা গিয়েছে যাঁরা জীবাণুনাশক ব্যবহার করেন না তাঁদের তুলনায় যে সমস্ত মায়েরা সপ্তাহে এক থেকে ছ'বার অবধি জীবানুনাশক ব্যবহার করেছেন, তাঁদের শিশুদের হাঁপানি এবং এগজিমার ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে ৷

যে সমস্ত বাচ্চার মায়েরা রোজই জীবাণুনাশকের সংস্পর্শে আসেন, তাঁদের শিশুদের ক্ষেত্রে অ্যাস্থামার ঝুঁকি 26 শতাংশ এবং এগজিমার ঝুঁকি 29 শতাংশ বেড়ে গিয়েছে ৷ গবেষকরা বলেন, "আমাদের অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে গর্ভাবস্থায় জীবাণুনাশকের সংস্পর্শে আসা সন্তানদের মধ্যে অ্যালার্জেটিক প্রভাব ফেলে ৷ নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশকগুলির বর্তমানে ব্যবহার যেভাবে বেড়েছে সেই পরিপ্রেক্ষিতে, জন্মের পূর্বে জীবাণুনাশকের সংস্পর্শে আসা শিশুদের অ্যালার্জিজনিত রোগগুলির বৃদ্ধির জন্য বড় ঝুঁকির কারণ কিনা তা বিবেচনা করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"

আরও পড়ুন : মদ্যপান ছাড়ার কয়েকটি কার্যকরী উপায়

গর্ভাবস্থায় মায়েদের জীবাণুনাশকগুলির সংস্পর্শে আসার পরে শিশুদের অ্যালার্জিজনিত রোগের ঝুঁকি কেন বেড়ে যায়, তা ব্যাখ্যা করতে গিয়ে বেশ কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা ৷ এর মধ্যে একটি হল মাইক্রোবায়োমকে প্রভাবিত করা অর্থাৎ জীবাণুনাশকগুলি প্রথমে মায়ের অন্ত্র, ত্বকের মাইক্রোফ্লোরা এবং পরবর্তীকালে সরাসরি শিশুর উপর প্রভাব ফেলে ৷ জীবাণুনাশকগুলি ইমিউনকেও প্রভাবিত করে ৷ যেমন গর্ভাবস্থায় কিছু রাসায়নিক যৌগের সংস্পর্শ ভ্রূণের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে ৷ শিশুর জন্মের পরেও শিশুরা তাদের মায়ের ত্বক থেকে জীবাণুনাশকের অণু শ্বাসের মাধ্যমে গ্রহণ করে ফেলে বা স্পর্শ করে ফেলে (Effects Of Disinfectants on New Born Babies ) ৷

হায়দরাবাদ : প্রায়শই হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রগুলিতে বিভিন্ন ধরণের জীবাণুনাশক ব্যবহার করা হয় ৷ বিশেষত করোনা আসার পর থেকে তো এর ব্যবহার আরও বেড়ে গিয়েছে ৷ কর্মক্ষেত্রে বারবার এধরণের জীবাণুনাশকের সংস্পর্শে আসার ফলে অনেক কর্মীদেরই হাঁপানি এবং ডার্মাটাইটিসের সমস্যা দেখা দিয়েছে ৷ একইসঙ্গে কিছু গবেষণা বলছে যে, গর্ভাবস্থায় মায়েরা বেশি জীবাণুনাশকের সংস্পর্শে এলে শিশুদের অ্যালার্জি এবং হাঁপানি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ৷

গবেষকরা এমন 78,915 জন মা এবং শিশুর তথ্য ব্যবহার করেছেন, যাঁরা জাপান এনভায়রনমেন্ট অ্যান্ড চিলড্রেনস স্টাডিতে অংশ নিয়েছিলেন ৷ দেখা গিয়েছে, কর্মক্ষেত্রে মায়ের জীবাণুনাশকের সংস্পর্শে আসার সঙ্গে সরাসরি যোগ রয়েছে 3 বছর বয়স অবধি বাচ্চাদের অ্যালার্জির সমস্যার ৷ শুধু তাই নয়, দেখা গিয়েছে যাঁরা জীবাণুনাশক ব্যবহার করেন না তাঁদের তুলনায় যে সমস্ত মায়েরা সপ্তাহে এক থেকে ছ'বার অবধি জীবানুনাশক ব্যবহার করেছেন, তাঁদের শিশুদের হাঁপানি এবং এগজিমার ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে ৷

যে সমস্ত বাচ্চার মায়েরা রোজই জীবাণুনাশকের সংস্পর্শে আসেন, তাঁদের শিশুদের ক্ষেত্রে অ্যাস্থামার ঝুঁকি 26 শতাংশ এবং এগজিমার ঝুঁকি 29 শতাংশ বেড়ে গিয়েছে ৷ গবেষকরা বলেন, "আমাদের অনুসন্ধানগুলি ইঙ্গিত দেয় যে গর্ভাবস্থায় জীবাণুনাশকের সংস্পর্শে আসা সন্তানদের মধ্যে অ্যালার্জেটিক প্রভাব ফেলে ৷ নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশকগুলির বর্তমানে ব্যবহার যেভাবে বেড়েছে সেই পরিপ্রেক্ষিতে, জন্মের পূর্বে জীবাণুনাশকের সংস্পর্শে আসা শিশুদের অ্যালার্জিজনিত রোগগুলির বৃদ্ধির জন্য বড় ঝুঁকির কারণ কিনা তা বিবেচনা করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।"

আরও পড়ুন : মদ্যপান ছাড়ার কয়েকটি কার্যকরী উপায়

গর্ভাবস্থায় মায়েদের জীবাণুনাশকগুলির সংস্পর্শে আসার পরে শিশুদের অ্যালার্জিজনিত রোগের ঝুঁকি কেন বেড়ে যায়, তা ব্যাখ্যা করতে গিয়ে বেশ কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা ৷ এর মধ্যে একটি হল মাইক্রোবায়োমকে প্রভাবিত করা অর্থাৎ জীবাণুনাশকগুলি প্রথমে মায়ের অন্ত্র, ত্বকের মাইক্রোফ্লোরা এবং পরবর্তীকালে সরাসরি শিশুর উপর প্রভাব ফেলে ৷ জীবাণুনাশকগুলি ইমিউনকেও প্রভাবিত করে ৷ যেমন গর্ভাবস্থায় কিছু রাসায়নিক যৌগের সংস্পর্শ ভ্রূণের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে ৷ শিশুর জন্মের পরেও শিশুরা তাদের মায়ের ত্বক থেকে জীবাণুনাশকের অণু শ্বাসের মাধ্যমে গ্রহণ করে ফেলে বা স্পর্শ করে ফেলে (Effects Of Disinfectants on New Born Babies ) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.