হায়দরাবাদ: ত্বকের যত্নে মধুর ব্যবহার চিরকালের ৷ মধু ত্বকের জন্য ভীষণ উপকারী ৷ মধু ওজন কমাতেও সাহায্য করে । তবে এটাও জেনে নিন মধু ত্বককে ভালো রাখে, ন্যাচারাল ক্লিনজার হিসেবে দারুণ কাজ করে । এটি নানাভাবে মুখে লাগাতে পারেন (Skin Care) ৷
সপ্তাহে এক থেকে দুইবার মধু দিয়ে মুখ ধুতে পারেন । এতে ত্বক কোমল ও দাগমুক্ত থাকে । মধু ও টমেটো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন । এরপর ত্বকে লাগিয়ে 15-20 মিনিট রাখুন । এবার ধুয়ে ফেলুন । ত্বক ফিরে পাবে আর্দ্রতা এবং ত্বককে কোমল রেখে জেল্লা ফেরাতে সাহায্য করে ৷
মধু সরাসরি ত্বকে লাগিয়ে 5-10 মিনিট রাখুন । এবার উষ্ণ জলে মুখ ধুয়ে নিন । ত্বকের আর্দ্রতা রক্ষার জন্য এটি খুবই ভালো পদ্ধতি ।
তিন চামচ গোলাপ জলের সঙ্গে কোয়াটার কাপ মধু মিশিয়ে মুখে লাগান । 15 মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন । ত্বকে চকচকে ভাব ফিরে আসবে ।
মধু ও দুধের যুগলবন্দি মুখের বিভিন্ন দাগ ও বলিরেখা দূর করতে সাহায্য করে । মধুর সঙ্গে দুধ বা দই মিশিয়ে একটি পেস্ট বানান । মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখুন । তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন । সানবার্ন বা সূর্যের প্রখর তাপে ত্বকে ট্যান পড়ে যায় । রোদে-গরমে ত্বক পুড়ে জ্বালাভাব অনুভব করলে মধু ওষুধের মতো কাজ করে । মধু হল এমন একটি ঘরোয়া প্রতিকার, যা যে কোনও সমস্যাতেই কাজে লাগে । অ্যালোভেরা জেলের সঙ্গে কাঁচা মধুর প্যাক বানিয়ে ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত ত্বকের উপশম হয় ৷
আরও পড়ুন: ত্বকের যত্নে দারচিনি'র জুড়ি মেলা ভার ! জানেন কীভাবে ব্যবহার করবেন ?
নানাকারণে কম বয়সে ত্বকে বার্ধক্যের ছাপ সুস্পষ্ট, বলিরেখা ও রিঙ্কেলস ও চামড়া ঝুলে যাওয়ার মতো সমস্য়া তৈরি হলে এর মোক্ষম দাওয়াই হল মধু । এটি ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধির পাশাপাশি ফ্রি র্যাডিক্য়াল ড্যামেজকেও প্রতিরোধ করতে সক্ষম হয় । এতে প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্টের উপাদান থাকায় মুখের মধ্যে বলিরেখা ও রিঙ্কেলস রোধে যথেষ্ট রোধ করতে সাহায্য করে । ত্বকে লাবণ্য ও উজ্জ্বলতা ফিরিয়ে আনতে মধুর কদর বহু যুগ ধরে ।