মহিলাদের তুলনায় পুরুষদের ক্যানসারের হার কেন বেশি ? এর তেমন যুক্তি গ্রাহ্য কারণ এতদিন আমাদের কাছে ছিল না ৷ তবে সম্প্রতি একটি গবেষণায় বিশেষজ্ঞরা দাবি করেছেন, এ ক্ষেত্রে ধূমপান, অ্যালকোহল সেবন বা অনিয়মিত জীবনশৈলীর চেয়েও বেশি দায়ী হতে পারে নারী-পুরুষের অন্তর্নিহিত জৈবিক লিঙ্গের পার্থক্যগুলি ৷
আমেরিকান ক্যানসার সোসাইটির পিয়ার-রিভিউ জার্নাল 'উইলি ইন দ্য ক্যানসার'-এ প্রকাশিত হয়েছে এই গবেষণাটি ৷ গবেষকদের মতে এ ক্ষেত্রে লিঙ্গের পার্থক্য় কীভাবে প্রভাব ফেলে তা জানতে পারলে আগামীতে ক্যানসার চিকিৎসায় অনেক বেশি সুবিধা হতে পারে ৷
জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের গবেষক (পিএইচডি) সারা এস জ্যাকসন এবং তাঁর সহকর্মীরা এই গবেষণার জন্য় 50-71 বছর বয়সি 171,274 জন পুরুষ এবং 122,826 জন মহিলাকে বেছে নিয়েছিলেন ৷ তাঁরা এঁদের 21 ধরনের ক্যানসারের প্রত্যেকটিতে কতখানি ঝুঁকি রয়েছে তা খতিয়ে দেখেছেন ৷ 1995-2011 থেকে NIH-AARP ডায়েট এবং স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষাতেও এই অংশগ্রহণকারীরাই যোগদান করেছিলেন ৷
এই সময়ের মধ্য়ে গবেষণা চলাকালীন পুরুষদের মধ্যে 17,951 জনের এবং মহিলাদের মধ্যে 8,742 জনের ক্যানসার দেখা গিয়েছে ৷ দেখা গিয়েছে, একমাত্র থাইরয়েড এবং গলব্লাডারের ক্যানসারের ক্ষেত্রেই মহিলাদের ঝুঁকি পুরুষদের থেকে বেশি ৷ বাদ বাকি সমস্ত ক্ষেত্রেই বেশি ঝুঁকি( 1.3- থেকে 10.8 গুণ) রয়েছে পুরুষদের ৷ পুরুষদের মধ্যে খাদ্যনালীর ক্যানসার (10.8-গুণ বেশি ঝুঁকি), স্বরযন্ত্র (3.5-গুণ বেশি ঝুঁকি), গ্যাস্ট্রিক কার্ডিয়া (3.5-গুণ বেশি ঝুঁকি) এবং মূত্রাশয়ের ক্যানসারের (3.3-গুণ বেশি ঝুঁকি) ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকি পরিলক্ষিত হয়েছে ।
পুরুষদের কার্সিনোজেনিক এক্সপোজার যেহেতু অনেকখানি বেশি, সেই কারণেই তাঁদের ক্য়ানসারের ঝুঁকি অনেক বেড়ে যায় ৷ বিশেষত খাদ্যনালী এবং ফুসফুসের (খাদ্যনালীর ক্যানসারের জন্য 11% থেকে ফুসফুসের ক্যানসারের জন্য 50% পর্যন্ত) ক্যানসারের ক্ষেত্রে ঝুঁকি তো প্রচণ্ড বেশি ৷ গবেষণার ফলাফল এটাই বলে যে লিঙ্গের মধ্যে জৈবিক পার্থক্য - যেমন শারীরবৃত্তীয়, ইমিউনোলজিকাল, জেনেটিক বা অন্যান্য পার্থক্যগুলি ক্যানসারের ক্ষেত্রে বড় অবদান রাখতে পারে ৷
আরও পড়ুন:ভিটামিন ডি-এর ঘাটতি বাড়াতে পারে টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ-সহ নানা রোগের ঝুঁকি: গবেষণা
ডাঃ জ্যাকসন বলেন,"আমাদের ফলাফলগুলি এটাই বলে যে, ক্যানসারের ঘটনাগুলির মধ্য়ে এমন পার্থক্য় রয়েছে তা শুধু পরিবেশগত এক্সপোজারের কারণে নয় ৷ পুরুষ এবং মহিলাদের মধ্যে যে অভ্যন্তরীণ জৈবিক পার্থক্য রয়েছে তারও এতে বড় ভূমিকা রয়েছে ৷ কারণ তা ক্য়ানসার সংবেদনশীলতাকে প্রভাবিত করে ৷ "