ETV Bharat / sukhibhava

Relationship Tips: যৌন চাহিদা আরও বাড়াতে মেনে চলুন কয়েকটি টিপস - যৌন জীবন

জানুন যৌন জীবন নিয়ে জানুন কিছু তথ্য (Sex Life) ৷

Relationship Tips News
যৌন জীবন নিয়ে জানুন কিছু তথ্য
author img

By

Published : Sep 19, 2022, 8:56 PM IST

হায়দরাবাদ: যে কোনও প্রমের সম্পর্ক মজবুত করতে যৌন মিলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে । যৌন চাহিদা মেটাতে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বিয়ের আগেও শারীরিক সম্পর্কে লিপ্ত হন (Sex Life)। তবে বিয়ের আগে হোক বা পরে, যৌন সম্পর্ক কতোটা মজবুত, সেটার ওপর নির্ভর করবে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক। দাম্পত্য হোক কিংবা প্রেম, সম্পর্ক মজবুত করতে বিছানায় যৌন চাহিদা বোঝানোর চেষ্টা করুন । বিপরীত দিকের থাকা মানুষটাকে যত ভালোভাবে বুঝবেন আপনাদের সম্পর্ক তত মজবুত হবে (Relationship Tips)। মনের সম্পর্কের পরে সবথেকে বেশি জরুরি শারীরিক চাহিদাও ৷

সঙ্গী কী চাইছে বোঝার চেষ্টা করুন । দু'জনকে বোঝা খুবই জরুরি ৷ মিলনের সময় এমন কিছু করুন যা বিছানায় উত্তেজনা ধরে রাখা সম্ভব হয় । যৌন মিলনের সময় দু'জনেরই উত্তেজনা ধরে রাখা উচিত । আপনার সঙ্গীর চাহিদা বোঝার চেষ্টা করুন ৷ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ছেলেরাই নিজেদের চাহিদা পূরণে ব্যস্ত থাকে । এটা করা উচিত নয় । বিছানায় দু'জনের চাহিদা সমান ভাবে পূরণ হওয়া দরকার । তবেই সম্পর্ক মজবুত হবে । তা না হলে, সম্পর্ক অসম্পূর্ণ থেকে যাবে ।

আরও পড়ুন: যৌন জীবন নিয়ে অজানা কিছু তথ্য

যৌন চাহিদা দু'জনের পূরণ হবে যদি দু'জনই সমানভাবে গুরুত্ব দেবেন । তাই সেই বিষয়গুলির উপর ফোকাস করুন । দেখবেন দু'জনে দু'জনকে নতুন ভাবে পাবেন । অর্গাজমের ওপর যত ফোকাস করবেন, যৌনচাহিদা তত পূরণ হবে । এতে সম্পর্ক মজবুত হবে ।

একজনের চাহিদা পূরণ করলে হবে না এমনি ভাবনা না রেখে দু'জনের চাহিদা পূরণ করুন । শুধু একজনই যৌন চাহিদা পূরণে উদ্যোগ নিল, অন্যজন শুধু উপভোগ করলেন এমন যেন না হয় । যৌনচাহিদা পূরণে বিছানায় দু'জনের সমান ভূমিকা থাকা প্রয়োজন । তবেই সম্পর্ক দৃঢ় হবে ।

হায়দরাবাদ: যে কোনও প্রমের সম্পর্ক মজবুত করতে যৌন মিলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে । যৌন চাহিদা মেটাতে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বিয়ের আগেও শারীরিক সম্পর্কে লিপ্ত হন (Sex Life)। তবে বিয়ের আগে হোক বা পরে, যৌন সম্পর্ক কতোটা মজবুত, সেটার ওপর নির্ভর করবে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক। দাম্পত্য হোক কিংবা প্রেম, সম্পর্ক মজবুত করতে বিছানায় যৌন চাহিদা বোঝানোর চেষ্টা করুন । বিপরীত দিকের থাকা মানুষটাকে যত ভালোভাবে বুঝবেন আপনাদের সম্পর্ক তত মজবুত হবে (Relationship Tips)। মনের সম্পর্কের পরে সবথেকে বেশি জরুরি শারীরিক চাহিদাও ৷

সঙ্গী কী চাইছে বোঝার চেষ্টা করুন । দু'জনকে বোঝা খুবই জরুরি ৷ মিলনের সময় এমন কিছু করুন যা বিছানায় উত্তেজনা ধরে রাখা সম্ভব হয় । যৌন মিলনের সময় দু'জনেরই উত্তেজনা ধরে রাখা উচিত । আপনার সঙ্গীর চাহিদা বোঝার চেষ্টা করুন ৷ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, ছেলেরাই নিজেদের চাহিদা পূরণে ব্যস্ত থাকে । এটা করা উচিত নয় । বিছানায় দু'জনের চাহিদা সমান ভাবে পূরণ হওয়া দরকার । তবেই সম্পর্ক মজবুত হবে । তা না হলে, সম্পর্ক অসম্পূর্ণ থেকে যাবে ।

আরও পড়ুন: যৌন জীবন নিয়ে অজানা কিছু তথ্য

যৌন চাহিদা দু'জনের পূরণ হবে যদি দু'জনই সমানভাবে গুরুত্ব দেবেন । তাই সেই বিষয়গুলির উপর ফোকাস করুন । দেখবেন দু'জনে দু'জনকে নতুন ভাবে পাবেন । অর্গাজমের ওপর যত ফোকাস করবেন, যৌনচাহিদা তত পূরণ হবে । এতে সম্পর্ক মজবুত হবে ।

একজনের চাহিদা পূরণ করলে হবে না এমনি ভাবনা না রেখে দু'জনের চাহিদা পূরণ করুন । শুধু একজনই যৌন চাহিদা পূরণে উদ্যোগ নিল, অন্যজন শুধু উপভোগ করলেন এমন যেন না হয় । যৌনচাহিদা পূরণে বিছানায় দু'জনের সমান ভূমিকা থাকা প্রয়োজন । তবেই সম্পর্ক দৃঢ় হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.