ETV Bharat / sukhibhava

Research On Covid Infected: করোনা আক্রান্তদের বিষয়ে নয়া তথ্য গবেষণায় - করোনা আক্রান্তদের বিষয়ে নয়া তথ্য গবেষণায়

করোনা ভাইরাস শরীরে ব্যাপক প্রভাব ফেলতে পারে (Research On Covid Infected)। ব্যাহত হতে পারে বিকাশ। গবেষণায় সেই তথ্যই উঠে এসেছে।

Covid Infected Patients
Covid Infected Patients
author img

By

Published : Jan 30, 2022, 7:11 PM IST

হায়দরাবাদ, 30 জানুয়ারি: সম্প্রতি মার্কিন গবেষণায় একটি তথ্য প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার ফলে বিকাশে প্রভাব পড়ছে (Research On Covid Infected)। যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের সুস্থ হওয়ার কয়েক সপ্তাহ পরেও তারা ক্লান্ত হয়ে পড়ছেন ৷ শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে, এমনকি, মনসংযোগের অভাবের মত সমস্যাও দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে নানা উপসর্গও দেখা যাচ্ছে।

  1. নিউইয়র্ক টাইমসের জার্নাল সেলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণের প্রথমদিকে রক্তে করোনা ভাইরাসের আরএনএ (RNA) -এর যে মাত্রা থাকে, তা ভাইরাল লোডের একটি সূচক ৷

2. আরও একটি হল অ্যান্টিবডির উপস্থিতি। অ্যান্টিবডি যা টিস্যুতে প্রভাব ফেলে ফলে রিউমাটয়েড আর্থারাইটিসের মতো পরিস্থিতির সৃষ্টি করে।

3. তৃতীয় কারণ হল এপস্টাইন-বার ভাইরাসের পুনঃসক্রিয়তা ৷ এই ভাইরাস সাধারণত অল্পবয়সিদের শরীরে থাবা বসায় ৷ তারপর সুপ্ত হয়ে যায় ৷

4. টাইপ টু ডায়াবেটিস রোগীদের লং কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে ৷

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের 50 জন গবেষকের একটি দল 200 জনকে পর্যবেক্ষণ করেছেন, যেখানে প্রভাবশালী বিষয় হিসেবে দেখা দিয়েছে অ্যান্টিবডি। যা দুই-তৃতীয়াংশ ক্ষেত্রেই পরিলক্ষিত হয়েছে । একই কথা বলেছেন গবেষকরাও।

আরও পড়ুন: মস্তিষ্কে প্রভাব ফেলছে দীর্ঘস্থায়ী কোভিড, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

অন্য তিনটি কারণের প্রত্যেকটি প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, এবং কিছু রোগীদের মধ্যে চিহ্নিত বেশ কয়েকটি কারণের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ত ছিল। গবেষক জিম হিথ বলেছেন, "আমি মনে করি এই গবেষণাটি রোগের প্রথম দিককে পরিমাপ করার গুরুত্বকে জোর দেয়, যাতে রোগীদের কীভাবে চিকিৎসা করা যায় তা নির্ণয় করা যায়। এমনকি, যদি আমরা সত্যিই জানি না যে আমরা এখনও সেই সমস্ত তথ্য কীভাবে ব্যবহার করতে যাচ্ছি।"

গবেষক দলটি আরও জানিয়েছে, অনুসন্ধানগুলি দীর্ঘ কোভিডের কিছু ক্ষেত্রে প্রতিরোধ বা চিকিৎসা করার উপায়গুলি সুপারিশ করতে পারে। যার মধ্যে সংক্রমণ নির্ণয়ের পরেই রোগীদের অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়ার সম্ভাবনা তৈরি করা যায়।

হায়দরাবাদ, 30 জানুয়ারি: সম্প্রতি মার্কিন গবেষণায় একটি তথ্য প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার ফলে বিকাশে প্রভাব পড়ছে (Research On Covid Infected)। যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের সুস্থ হওয়ার কয়েক সপ্তাহ পরেও তারা ক্লান্ত হয়ে পড়ছেন ৷ শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে, এমনকি, মনসংযোগের অভাবের মত সমস্যাও দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে নানা উপসর্গও দেখা যাচ্ছে।

  1. নিউইয়র্ক টাইমসের জার্নাল সেলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণের প্রথমদিকে রক্তে করোনা ভাইরাসের আরএনএ (RNA) -এর যে মাত্রা থাকে, তা ভাইরাল লোডের একটি সূচক ৷

2. আরও একটি হল অ্যান্টিবডির উপস্থিতি। অ্যান্টিবডি যা টিস্যুতে প্রভাব ফেলে ফলে রিউমাটয়েড আর্থারাইটিসের মতো পরিস্থিতির সৃষ্টি করে।

3. তৃতীয় কারণ হল এপস্টাইন-বার ভাইরাসের পুনঃসক্রিয়তা ৷ এই ভাইরাস সাধারণত অল্পবয়সিদের শরীরে থাবা বসায় ৷ তারপর সুপ্ত হয়ে যায় ৷

4. টাইপ টু ডায়াবেটিস রোগীদের লং কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে ৷

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের 50 জন গবেষকের একটি দল 200 জনকে পর্যবেক্ষণ করেছেন, যেখানে প্রভাবশালী বিষয় হিসেবে দেখা দিয়েছে অ্যান্টিবডি। যা দুই-তৃতীয়াংশ ক্ষেত্রেই পরিলক্ষিত হয়েছে । একই কথা বলেছেন গবেষকরাও।

আরও পড়ুন: মস্তিষ্কে প্রভাব ফেলছে দীর্ঘস্থায়ী কোভিড, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

অন্য তিনটি কারণের প্রত্যেকটি প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, এবং কিছু রোগীদের মধ্যে চিহ্নিত বেশ কয়েকটি কারণের সঙ্গে যথেষ্ট সম্পৃক্ত ছিল। গবেষক জিম হিথ বলেছেন, "আমি মনে করি এই গবেষণাটি রোগের প্রথম দিককে পরিমাপ করার গুরুত্বকে জোর দেয়, যাতে রোগীদের কীভাবে চিকিৎসা করা যায় তা নির্ণয় করা যায়। এমনকি, যদি আমরা সত্যিই জানি না যে আমরা এখনও সেই সমস্ত তথ্য কীভাবে ব্যবহার করতে যাচ্ছি।"

গবেষক দলটি আরও জানিয়েছে, অনুসন্ধানগুলি দীর্ঘ কোভিডের কিছু ক্ষেত্রে প্রতিরোধ বা চিকিৎসা করার উপায়গুলি সুপারিশ করতে পারে। যার মধ্যে সংক্রমণ নির্ণয়ের পরেই রোগীদের অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়ার সম্ভাবনা তৈরি করা যায়।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.