ETV Bharat / sukhibhava

Porn Addiction ওয়ার্ক ফ্রম হোমে বাড়ছে নীলছবির প্রতি আসক্তি, সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

অতিমারি চলাকালীন ওয়ার্ক ফ্রম হোম জনপ্রিয় হওয়ার পর থেকেই পর্ন ছবি দেখার সংখ্যা দ্বিগুন হয়ে গিয়েছে (Porn Addiction) । লরেল সেন্টার জানিয়েছে, এখনও বেশ কয়েকজন চাকুরিজীবী তাদের কাছে পর্ন আসক্তি কাটাতে চিকিৎসা করছেন ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই ঘরে বসে কাজ করেন এবং দিনে প্রায় 14 ঘন্টা পর্যন্ত পর্ন দেখেন (Porn addiction saw a rise amid WFH culture) ।

WFH culture
WFH কালচারে পর্ন আসক্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে
author img

By

Published : Aug 25, 2022, 11:13 AM IST

হায়দরাবাদ: বয়সের রঙ সবুজ মানেই ছবির রঙ নীল ৷ চিরাচরিত এই ধারণা ভেঙে দিয়েছে অতিমারি ৷ সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট বলছে, করোনা সংক্রমণকালে অফিস বন্ধ হয়েছে, শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম কালচার ৷ বাড়ি থেকে কাজ করতে গিয়েই ক্রমশ বেড়েছে নীলছবি দেখার প্রতি আসক্তি ৷ ডেইলি মেইল ​​জানিয়েছে, অতিমারি চলাকালীন ওয়ার্ক ফ্রম হোম জনপ্রিয় হওয়ার পর থেকেই পর্ন ছবি দেখা দ্বিগুন হয়ে গিয়েছে (Porn Addiction) ।

বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রথম খুব হালকা চালেই বিষয়টিতে আসক্ত হয়ে পড়েন অনেকে (Porn addiction saw a rise amid WFH culture) ৷ ঘর থেকে কাজ করলে এমনিতেই মানসিক চাপ বেড়ে যায় ৷ করোনায় তার সঙ্গেই যোগ দিয়েছিল একাকীত্ব, অবসাদের মতো সমস্যা ৷ তা থেকে বাঁচতেই নীল ছবির হাত ধরেছিলেন অনেকে ৷ পরে সেটাই আসক্তিতে বদলে যায় ৷

পর্ন আসক্তি যৌন আসক্তির এমন একটি রূপ, যেখানে ব্যবহারকারী আনন্দদায়ক অনুভূতি বা যৌন কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন । লরেল সেন্টার, ইংল্যান্ডের বৃহত্তম যৌন ও পর্ন আসক্তি সংক্রান্ত ক্লিনিক ৷ তারা জানিয়েছে, এখনও বেশ কয়েকজন চাকুরিজীবী তাদের কাছে পর্ন আসক্তি কাটাতে চিকিৎসা করছেন ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই ঘরে বসে কাজ করেন এবং দিনে প্রায় 14 ঘন্টা পর্যন্ত পর্ন দেখেন ।

লরেল সেন্টারের ক্লিনিকাল ডিরেক্টর পলা হল বলেন, "ওয়ার্ক ফ্রম হোমে মানুষ এখন কম্পিউটারের সামনে আগের চেয়ে অনেক বেশি সময় কাটায় । ফলে আপনার কাছে পর্ন দেখার সুযোগ বেড়ে যাচ্ছে ৷ অফিসে সবার মাঝে থাকলে আপনাকে অন্তত রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ৷ এখন আপনি দিনের বেলাও যৌন আবেগে মেতে উঠতে পারেন ।" রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র 2022 সালের প্রথম ছটমাসেই, লরেল সেন্টার প্রায় 750 জন পর্ন আসক্তের চিকিৎসা করেছে ৷ 2019 সালে সারাবছর যেই সংখ্যাটা ছিল 950 ৷

আরও পড়ুন: সাতটি ওষুধ যা আপনার যৌনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে

পলা হল বলেন, "এ বছর ক্লিনিকে আসা রোগীদের আরও চিকিৎসা প্রয়োজন । রিপোর্ট অনুযায়ী, লন্ডনের ক্লিনিকের থেরাপিস্টরা এখন মাসে প্রায় 600 ঘন্টা পর্ন আসক্তদের চিকিৎসা করে, যেখানে আগে আমরা মাসে মাত্র 360 ঘন্টা ব্যয় করতাম ।"

হায়দরাবাদ: বয়সের রঙ সবুজ মানেই ছবির রঙ নীল ৷ চিরাচরিত এই ধারণা ভেঙে দিয়েছে অতিমারি ৷ সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট বলছে, করোনা সংক্রমণকালে অফিস বন্ধ হয়েছে, শুরু হয়েছে ওয়ার্ক ফ্রম হোম কালচার ৷ বাড়ি থেকে কাজ করতে গিয়েই ক্রমশ বেড়েছে নীলছবি দেখার প্রতি আসক্তি ৷ ডেইলি মেইল ​​জানিয়েছে, অতিমারি চলাকালীন ওয়ার্ক ফ্রম হোম জনপ্রিয় হওয়ার পর থেকেই পর্ন ছবি দেখা দ্বিগুন হয়ে গিয়েছে (Porn Addiction) ।

বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রথম খুব হালকা চালেই বিষয়টিতে আসক্ত হয়ে পড়েন অনেকে (Porn addiction saw a rise amid WFH culture) ৷ ঘর থেকে কাজ করলে এমনিতেই মানসিক চাপ বেড়ে যায় ৷ করোনায় তার সঙ্গেই যোগ দিয়েছিল একাকীত্ব, অবসাদের মতো সমস্যা ৷ তা থেকে বাঁচতেই নীল ছবির হাত ধরেছিলেন অনেকে ৷ পরে সেটাই আসক্তিতে বদলে যায় ৷

পর্ন আসক্তি যৌন আসক্তির এমন একটি রূপ, যেখানে ব্যবহারকারী আনন্দদায়ক অনুভূতি বা যৌন কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন । লরেল সেন্টার, ইংল্যান্ডের বৃহত্তম যৌন ও পর্ন আসক্তি সংক্রান্ত ক্লিনিক ৷ তারা জানিয়েছে, এখনও বেশ কয়েকজন চাকুরিজীবী তাদের কাছে পর্ন আসক্তি কাটাতে চিকিৎসা করছেন ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই ঘরে বসে কাজ করেন এবং দিনে প্রায় 14 ঘন্টা পর্যন্ত পর্ন দেখেন ।

লরেল সেন্টারের ক্লিনিকাল ডিরেক্টর পলা হল বলেন, "ওয়ার্ক ফ্রম হোমে মানুষ এখন কম্পিউটারের সামনে আগের চেয়ে অনেক বেশি সময় কাটায় । ফলে আপনার কাছে পর্ন দেখার সুযোগ বেড়ে যাচ্ছে ৷ অফিসে সবার মাঝে থাকলে আপনাকে অন্তত রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ৷ এখন আপনি দিনের বেলাও যৌন আবেগে মেতে উঠতে পারেন ।" রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র 2022 সালের প্রথম ছটমাসেই, লরেল সেন্টার প্রায় 750 জন পর্ন আসক্তের চিকিৎসা করেছে ৷ 2019 সালে সারাবছর যেই সংখ্যাটা ছিল 950 ৷

আরও পড়ুন: সাতটি ওষুধ যা আপনার যৌনজীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে

পলা হল বলেন, "এ বছর ক্লিনিকে আসা রোগীদের আরও চিকিৎসা প্রয়োজন । রিপোর্ট অনুযায়ী, লন্ডনের ক্লিনিকের থেরাপিস্টরা এখন মাসে প্রায় 600 ঘন্টা পর্ন আসক্তদের চিকিৎসা করে, যেখানে আগে আমরা মাসে মাত্র 360 ঘন্টা ব্যয় করতাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.