নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের মরিজিও পরফাইরি বলেন, “মাস্ক বা সামাজিক দূরত্ব, কোনওটাই কোভিডের ছড়িয়ে পড়া রুখতে যথেষ্ট নয়, যতক্ষণ না প্রায় সমস্ত মানুষ একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলেন ।”
তিনি আরও বলেন, “কিন্তু জনসংখ্যার একটা বড় অংশের মানুষ যদি দুটো বিষয়ই মেনে চলেন, তাহলে গণ টিকাকরণ ছাড়াই করোনার ছড়িয়ে পড়া রুখে দেওয়া সম্ভব ।”
কেওস জার্নালে প্রকাশিত এই গবেষণার জন্য বিজ্ঞানীরা একটি গাণিতিক মডেল তৈরি করেন, যার মাধ্যমে কোভিডের মতো বায়ুবাহিত রোগ প্রতিরোধে এই দুটি পদক্ষেপেরই প্রভাব খতিয়ে দেখা যায় ।
এই গাণিতিক মডেল কাজ করে সেল ফোন মোবিলিটি ডেটা এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের করা ফেসবুক সমীক্ষার ভিত্তিতে ।
আরও পড়ুন : করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
দেখা যাচ্ছে, যাঁরা মাস্ক ব্যবহার করেন, তাঁদের মোবিলিটি কমার প্রবণতা রয়েছে । এই পর্যবেক্ষণের ভিত্তিতে তাঁদের দুটি ভাগে ভাগ করা হয় – একদল যাঁরা নিয়মিত মাস্ক পরেন এবং সামাজিক দূরত্ব মেনে চলেন এবং আরেক দল যাঁদের আচরণ প্যনডেমিকের প্রভাবেও পরিবর্তন হয়নি ।
সার্বিকভাবে এই মডেলে দেখা যাচ্ছে যে শুধু সামাজিক দূরত্ব বা মাস্ক পরা কোভিডের ছড়িয়ে পড়া আটকাতে যথেষ্ট নয়, যতক্ষণ না জনসংখ্যার সম্পূর্ণ অংশই এটা পালন করছে ।
নিউ ইয়র্ক টাইমসের সংগৃহীত তথ্য ব্যবহার করে মডেলের কার্যকারিতা খতিয়ে দেখতে গিয়ে, গবেষকরা 14 জুলাই 2020 থেকে ডিসেম্বর পর্যন্ত নেওয়া আমেরিকার 50 টি রাজ্যের তথ্য বিশ্লেষণ করেন ।