ETV Bharat / sukhibhava

Healthy Heart: সুস্থ রাখতে হার্ট, বদলান ডায়েট চার্ট - স্বাস্থ্যকর হার্ট পেতে গেলে কী খাবেন

হার্ট ভালো রাখতে কোন কোন খাবার প্রতিদিনের ডায়েটে রাখা উচিত জানেন কি (How to Keep Your Heart Healthy)? যদি না জেনে থাকেন তবে এই প্রতিবেদন আপনার জন্যই ৷

Etv Bharat
হার্টের সুস্থতার বানানো ছবি
author img

By

Published : Mar 10, 2023, 9:05 PM IST

হায়দরাবাদ, 10 মার্চ: যতক্ষণ না খুব অসুবিধা হয় আমরা হার্টের প্রতি যত্নশীল হই না ৷ কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ি তখন মনে আগে থেকে সতর্ক হলে হয়তো এমনটা হতো না ৷ তাই এহেন পরিস্থিতি আসার আগেই জেনে নিন কোন কোন খাবার হার্টের স্বাস্থ্য ভালো রাখে (Eat for Healthy Heart)৷ এই খাবারগুলি প্রতিদিনের ডায়েটে অবশ্যই রাখুন ৷

Boiled Egg and Yogurt
সেদ্ধ ডিম ও দই

বাটারমিল্ক, দই, ডিম

দই, যা তৈরি হয় স্কিমড মিল্ক থেকে ৷ আর এটা হার্টের জন্য খুবই ভালো ৷ আর এর পাশাপাশি ডিমও খাওয়া ভালো ৷ কারণ এই দুইয়েই রয়েছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও খনিজ লবণ ৷ যা হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণে রাখে ৷ উচ্চ রক্তচাপ রক্তনালীকে সংকুচিত করে হৃৎপিণ্ডের উপর চাপ বাড়ায় ৷ তাই খাবারে দই, বাটারমিল্ক ও ডিম অন্তর্ভুক্ত করা ভালো ৷ তবে ডিম যাদের হজম করতে অসুবিধে তাঁরা শুধু দই বা বাটারমিল্ক যে কোনও একটা রাখতে পারেন প্রতিদিনের ডায়েটে ৷

Nuts
বাদাম

বাদাম/আখরোট

বাদাম হল ফাইটোকেমিক্যালে ভরপুর, হার্টের জন্য স্বাস্থ্যকর চর্বি ও ফাইবার সমৃদ্ধ ৷ এতে সোডিয়ামও কম থাকে ৷ আর এগুলো সবই হার্টের স্বাস্থ্যরক্ষায় সাহায্য করে ৷ গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা প্রতিদিন আধ কাপ আখরোট খান তাঁদের রক্তে কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় ৷ আর রক্তে কোলেস্টেরল কমে গেলে রক্তনালিতে প্লাক তৈরির ঝুঁকি কমে ৷

Legumes
দানাশস্য

লেগুম

লেগুম বলতে বোঝায় ফ্যাবেসি পরিবারের যেকোনও উদ্ভিদ ৷ যার পাতা, ডালপালা ও শুঁটি হার্টের জন্য উপকারী ৷ যেমন ডাল হল শিম গাছের একটি ভোজ্য বীজ ৷ এই বিভিন্ন ধরনের ডালের মধ্যে রয়েছে মটরশুঁটি, মুসুর ও মটর ৷ উদাহরণস্বরূপ বলা যায়, মটরশুঁটি হল লেগুম আর শুঁটির ভিতরের মটর হল ডাল ৷ এই লেগুমে পটাসিয়াম, ফাইটোকেমিক্যাল এবং দুই ধরনের পীচ থাকে ৷ জলে দ্রবণীয় ফাইবার রক্তে কোলেস্টেরল বাড়তে দেয় না ৷ একইভাবে জলে দ্রবণীয় ফাইবার পেট ভরা রাখে ও অতিরিক্ত ওজন বৃদ্ধি রোধ করে ৷ আর কোলেস্টেরল এবং অতিরিক্ত ওজন উভয়ই হৃদরোগের ঝুঁকির কারণ ৷

Fish
মাছ

মাছ

সামুদ্রিক মাছে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট কম থাকে ৷ দুধে ওমেগা-3 ফ্যাট বেশি থাকে ৷ যা হৃৎপিণ্ডকে স্থিরভাবে স্পন্দন করতে, রক্তচাপ কমাতে, প্রদাহ নিয়ন্ত্রণ করতে এবং রক্তনালির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ৷ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে যা হার্টের জন্য উপকারী ৷

Green Vegetables
শাকসবজি

সবুজ শাকসবজি

লেটুসের মতো সবুজ শাকসবজিতে নাইট্রেট পাওয়া যায় ৷ আমাদের শরীর এগুলোকে নাইট্রিক অক্সাইডে রূপান্তর করে ৷ এটি মসৃণ রক্ত সঞ্চালন করতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে ৷ ফলে হার্টের উপর চাপ কমে ৷ লেটুসে রয়েছে ফাইটোকেমিক্যাল, ফাইবার এবং ফোলেট (একটি ভিটামিন বি) যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ৷

আরও পড়ুন : "মাই হার্ট, ইয়োর হার্ট", হিরো হওয়ার বার্তা দিচ্ছে বিশ্ব হৃদয় দিবস

হায়দরাবাদ, 10 মার্চ: যতক্ষণ না খুব অসুবিধা হয় আমরা হার্টের প্রতি যত্নশীল হই না ৷ কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ি তখন মনে আগে থেকে সতর্ক হলে হয়তো এমনটা হতো না ৷ তাই এহেন পরিস্থিতি আসার আগেই জেনে নিন কোন কোন খাবার হার্টের স্বাস্থ্য ভালো রাখে (Eat for Healthy Heart)৷ এই খাবারগুলি প্রতিদিনের ডায়েটে অবশ্যই রাখুন ৷

Boiled Egg and Yogurt
সেদ্ধ ডিম ও দই

বাটারমিল্ক, দই, ডিম

দই, যা তৈরি হয় স্কিমড মিল্ক থেকে ৷ আর এটা হার্টের জন্য খুবই ভালো ৷ আর এর পাশাপাশি ডিমও খাওয়া ভালো ৷ কারণ এই দুইয়েই রয়েছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও খনিজ লবণ ৷ যা হার্ট অ্যাটাক নিয়ন্ত্রণে রাখে ৷ উচ্চ রক্তচাপ রক্তনালীকে সংকুচিত করে হৃৎপিণ্ডের উপর চাপ বাড়ায় ৷ তাই খাবারে দই, বাটারমিল্ক ও ডিম অন্তর্ভুক্ত করা ভালো ৷ তবে ডিম যাদের হজম করতে অসুবিধে তাঁরা শুধু দই বা বাটারমিল্ক যে কোনও একটা রাখতে পারেন প্রতিদিনের ডায়েটে ৷

Nuts
বাদাম

বাদাম/আখরোট

বাদাম হল ফাইটোকেমিক্যালে ভরপুর, হার্টের জন্য স্বাস্থ্যকর চর্বি ও ফাইবার সমৃদ্ধ ৷ এতে সোডিয়ামও কম থাকে ৷ আর এগুলো সবই হার্টের স্বাস্থ্যরক্ষায় সাহায্য করে ৷ গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা প্রতিদিন আধ কাপ আখরোট খান তাঁদের রক্তে কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় ৷ আর রক্তে কোলেস্টেরল কমে গেলে রক্তনালিতে প্লাক তৈরির ঝুঁকি কমে ৷

Legumes
দানাশস্য

লেগুম

লেগুম বলতে বোঝায় ফ্যাবেসি পরিবারের যেকোনও উদ্ভিদ ৷ যার পাতা, ডালপালা ও শুঁটি হার্টের জন্য উপকারী ৷ যেমন ডাল হল শিম গাছের একটি ভোজ্য বীজ ৷ এই বিভিন্ন ধরনের ডালের মধ্যে রয়েছে মটরশুঁটি, মুসুর ও মটর ৷ উদাহরণস্বরূপ বলা যায়, মটরশুঁটি হল লেগুম আর শুঁটির ভিতরের মটর হল ডাল ৷ এই লেগুমে পটাসিয়াম, ফাইটোকেমিক্যাল এবং দুই ধরনের পীচ থাকে ৷ জলে দ্রবণীয় ফাইবার রক্তে কোলেস্টেরল বাড়তে দেয় না ৷ একইভাবে জলে দ্রবণীয় ফাইবার পেট ভরা রাখে ও অতিরিক্ত ওজন বৃদ্ধি রোধ করে ৷ আর কোলেস্টেরল এবং অতিরিক্ত ওজন উভয়ই হৃদরোগের ঝুঁকির কারণ ৷

Fish
মাছ

মাছ

সামুদ্রিক মাছে ক্ষতিকারক স্যাচুরেটেড ফ্যাট কম থাকে ৷ দুধে ওমেগা-3 ফ্যাট বেশি থাকে ৷ যা হৃৎপিণ্ডকে স্থিরভাবে স্পন্দন করতে, রক্তচাপ কমাতে, প্রদাহ নিয়ন্ত্রণ করতে এবং রক্তনালির কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ৷ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম থাকে যা হার্টের জন্য উপকারী ৷

Green Vegetables
শাকসবজি

সবুজ শাকসবজি

লেটুসের মতো সবুজ শাকসবজিতে নাইট্রেট পাওয়া যায় ৷ আমাদের শরীর এগুলোকে নাইট্রিক অক্সাইডে রূপান্তর করে ৷ এটি মসৃণ রক্ত সঞ্চালন করতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে ৷ ফলে হার্টের উপর চাপ কমে ৷ লেটুসে রয়েছে ফাইটোকেমিক্যাল, ফাইবার এবং ফোলেট (একটি ভিটামিন বি) যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ৷

আরও পড়ুন : "মাই হার্ট, ইয়োর হার্ট", হিরো হওয়ার বার্তা দিচ্ছে বিশ্ব হৃদয় দিবস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.