ETV Bharat / sukhibhava

Good Relationship: জেনে নিন ভালো সম্পর্কের চাবিকাঠি - Good Relationship

ভালো সম্পর্কের জন্য জেনে নিন কয়েকটি টিপস (Good Relationship) ৷

Know the key to a good relationship
জেনে নিন ভালো সম্পর্কের চাবিকাঠি
author img

By

Published : Nov 26, 2022, 8:51 PM IST

হায়দরাবাদ: সম্পর্কের মূল চাবিকাঠি হল ভালোবাসা । ভালোবাসা (Love) থাকলেই সেই সম্পর্ককে মোটামুটি এগিয়ে নিয়ে যাওয়া যায় । সব সম্পর্কেই ভালোবাসা থাকাটা জরুরি ৷ তবে অনেক ভুলও থাকে মানুষের মধ্যে ৷ তবে সেই ভুলকে ঠিক করে সম্পর্ক গড়ে তুললেই আপনার সম্পর্ক হবে মধুর ৷ জেনে নিন কীভাবে আপনি একটা ভালো সম্পর্ক গড়ে তুলবেন (Good Relationship) ?

বিশেষজ্ঞদের মতে, মানুষ মাত্রই ভালোবাসার মোহে আবদ্ধ হন । তবে কিছুদিন যাওয়ার পরই সেই সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে অনেকেরই আগ্রহ কমে । এটি সম্পূর্ণ আপনার মনের ভুল ৷ নিজের মতো করেই আপনার ভালোবাসার উষ্ণতাকে বাড়িয়ে তুলতে হবে ৷ জেনে নিন তার কয়েকটি টিপস ৷

1) নিজেদের সময় দেওয়া: নিজেদের সময় দেওয়ার উপরে ভালোবাসা বাড়ানোর আর কোনও কৌশল নেই । এক্ষেত্রে আপনি যদি নিজেদের সময় দিয়ে দিতে পারেন, তবে ভালোবাসা অনেক গভীর হয় ৷

2) বোঝাপড়া করা: সম্পর্কে (Relationship) ভালোবাসার ভিত তখনই মজবুত হয় যখন অপর মানুষটির সঙ্গে বোঝাপড়া সহজেই বাড়িয়ে নেওয়া যায় । আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া থাকা খুব জরুরি তাহলে সম্পর্ক হবে আরও মজবুত ৷

3) একন্ত সময় কাটানো: কোথাও গিয়ে একন্ত সময় কাটানো খুব দরকার ৷ ঘরে একঘেয়েমি জীবন থেকে কফি খেতে একান্ত কথা আপনার সম্পর্ককে করবে মজবুত ৷

আরও পড়ুন: প্রি-ডায়াবেটিস কী ? নিয়ন্ত্রণে রাখতে দূরে রাখুন কয়েকটি খাবার

4) ডেটে যান: সম্পর্কে থাকার পরও মানুষকে ডেটে (Date) যেতে হবে । কারণ এই ছোট ছোট কাজকর্মগুলিই আপনার সম্পর্কের রসায়নকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে । সেক্ষেত্রে আপনি নিজের মতো করেই একটু গুছিয়ে নিয়ে সময় করে নিন । এরপর একদিন হঠাৎ করে বেরিয়ে পড়ুন সঙ্গীকে না-বলে । দেখবেন অনেক সমস্যা দূর হয়েছে । তাই এভাবে বেরিয়ে যান ।

5) একে অপরের কাজ ভাগ করা: রান্নাঘর হোক বা বাইরের একসঙ্গে কাজ করলে হয়ে ওঠে ভালো সম্পর্কের চাবিকাঠি ৷

হায়দরাবাদ: সম্পর্কের মূল চাবিকাঠি হল ভালোবাসা । ভালোবাসা (Love) থাকলেই সেই সম্পর্ককে মোটামুটি এগিয়ে নিয়ে যাওয়া যায় । সব সম্পর্কেই ভালোবাসা থাকাটা জরুরি ৷ তবে অনেক ভুলও থাকে মানুষের মধ্যে ৷ তবে সেই ভুলকে ঠিক করে সম্পর্ক গড়ে তুললেই আপনার সম্পর্ক হবে মধুর ৷ জেনে নিন কীভাবে আপনি একটা ভালো সম্পর্ক গড়ে তুলবেন (Good Relationship) ?

বিশেষজ্ঞদের মতে, মানুষ মাত্রই ভালোবাসার মোহে আবদ্ধ হন । তবে কিছুদিন যাওয়ার পরই সেই সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে অনেকেরই আগ্রহ কমে । এটি সম্পূর্ণ আপনার মনের ভুল ৷ নিজের মতো করেই আপনার ভালোবাসার উষ্ণতাকে বাড়িয়ে তুলতে হবে ৷ জেনে নিন তার কয়েকটি টিপস ৷

1) নিজেদের সময় দেওয়া: নিজেদের সময় দেওয়ার উপরে ভালোবাসা বাড়ানোর আর কোনও কৌশল নেই । এক্ষেত্রে আপনি যদি নিজেদের সময় দিয়ে দিতে পারেন, তবে ভালোবাসা অনেক গভীর হয় ৷

2) বোঝাপড়া করা: সম্পর্কে (Relationship) ভালোবাসার ভিত তখনই মজবুত হয় যখন অপর মানুষটির সঙ্গে বোঝাপড়া সহজেই বাড়িয়ে নেওয়া যায় । আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া থাকা খুব জরুরি তাহলে সম্পর্ক হবে আরও মজবুত ৷

3) একন্ত সময় কাটানো: কোথাও গিয়ে একন্ত সময় কাটানো খুব দরকার ৷ ঘরে একঘেয়েমি জীবন থেকে কফি খেতে একান্ত কথা আপনার সম্পর্ককে করবে মজবুত ৷

আরও পড়ুন: প্রি-ডায়াবেটিস কী ? নিয়ন্ত্রণে রাখতে দূরে রাখুন কয়েকটি খাবার

4) ডেটে যান: সম্পর্কে থাকার পরও মানুষকে ডেটে (Date) যেতে হবে । কারণ এই ছোট ছোট কাজকর্মগুলিই আপনার সম্পর্কের রসায়নকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে । সেক্ষেত্রে আপনি নিজের মতো করেই একটু গুছিয়ে নিয়ে সময় করে নিন । এরপর একদিন হঠাৎ করে বেরিয়ে পড়ুন সঙ্গীকে না-বলে । দেখবেন অনেক সমস্যা দূর হয়েছে । তাই এভাবে বেরিয়ে যান ।

5) একে অপরের কাজ ভাগ করা: রান্নাঘর হোক বা বাইরের একসঙ্গে কাজ করলে হয়ে ওঠে ভালো সম্পর্কের চাবিকাঠি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.