হায়দরাবাদ: নামী তথ্য়প্রযুক্তি সংস্থায় উচ্চপদে কর্মরত সন্দীপ্তা ও অঙ্কন ৷ বছর চারেকের বিবাহিত জীবন ৷ বেশ কিছুদিন হল বেঙ্গালুরুতে নিজেরদের ফ্ল্য়াট কিনেছে ৷ প্রথম-প্রথম সব কিছু ঠিকঠাক চললেও নতুন ফ্ল্যাটে যাওয়ার পর থেকে ছন্দপতন ৷ এক সময়ে যা খুনসুটি বা ছোটখাটো মান অভিমানের বিষয় ছিল, এখনও অল্পেতেই তা বড় আকার ধারণ করেছে ৷ যা নিয়ে দু‘জনেই বেশ চিন্তিত ৷ তবে কি নতুন ফ্ল্যাটে বাস্তু দোষ ৷ এই প্রশ্ন উঁকি দিয়েছিল এই দম্পতির মধ্যে ৷ সাতপাঁচ ভাবতে ভাবতে তারা অনুসন্ধান শুরু করেছিল বাস্তুশাস্ত্র নিয়ে ৷ সেখান থেকেই উঠে এল অশান্তির কারণ ৷ ফ্ল্যাটে বাস্তু দোষের কারণেই অশান্তি ৷
বাস্তু মতে বাড়িতে নেতিবাচক প্রভাব থাকলে তা সম্পর্ককে প্রভাবিত করে ৷ নেতিবাচক শক্তিকে দূরে করে বাসস্থানকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে হবে ৷ ইতিবাচক শক্তি দাম্পত্য়জীবন সুন্দর করে তুলতে পারে ৷ এর জন্য মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম ৷ দাম্পত্য সুখে বেডরুমের বিশেষ গুরুত্ব থাকে ৷ স্বামী-স্ত্রী যে ঘরে ঘুমতে যান সেই ঘর টিকে বাস্তুদোষ মুক্ত হতে হবে ৷ জেনে নিন বেডরুমকে বাস্তু দোষ মুক্ত করতে কী করবেন ৷
বেডরুমের রঙ: স্বামী-স্ত্রী যে ঘরে ঘুমোন সেই ঘরের রঙের বিশেষ ভূমিকা থাকে ৷ তাই বেড রুমের রঙ যেন গাঢ় না হয় ৷ হালকা রঙ ইতি বাচকতা ডেকে আনে ৷ তাই বেডরুমে হালকা সবুজ, গোলাপী, হলুদ ও নীল রঙ বেছে নিতে পরেন ৷ সেই সমস্ত হালকা রঙ ইতিবাচক প্রভাব ফেলে সম্পর্কে ৷
বিছানা রাখার নিয়ম: দম্পতিরা যে বিছানায় ঘুমোন সেটি এমনভাবে রাখতে হবে যেন মাথা দক্ষিণ দিকে থাকে এবং পা উত্তর দিকে থাকে ৷
একটি ম্যাট্রেস: অনেক সময়েই দেখা যায় খাট একটি হলেও সেখানে দু’টি আলাদা ম্যাট্রেস পাতা আছে ৷ যা অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে সম্পর্কে ৷ এমনকী ডিভোর্সও হতে পারে ৷ তাই স্বামী-স্ত্রী যে বিছানায় ঘুমোন সেখানে একটি ম্যাট্রেস থাকা দরকার ৷
ঘুমোনোর নিয়ম: সম্পর্ককে আরও রোম্যান্টিক করতে স্ত্রী’র উচিত স্বামীর বাম পাশে ঘুমনো ৷ কথিত আছ লক্ষ্মী সর্বদা নারায়ণের বামদিকে বিরাজ করেন ৷
ছবির ভূমিকা: বেডরুমের সৌন্দর্য বাড়াতে অনেকেই দেওয়ালে বিভিন্ন ধরনের ছবি টাঙান ৷ এই ছবিরও বিশেষ ভূমিকা থাকে ৷ অবশ্যই জোড়া পাখির ছবি টাঙাতো পারেন ৷ রাধা - কৃষ্ণের ছবিও টাঙাতে পারেন ৷ যদি নিজেদের বিয়ের ছবি টাঙাতে চান তবে তা পশ্চিম দিকের দেওয়ালে লাগাতে পারেন ৷ বেডরুমে কখনই মৃত পূর্ব-পুরুষের ছবি রাখবেন না ৷ তবে তা সম্পর্কে নেতি বাচক প্রভাব ফেলবে ৷
বেডরুমের ফুল নির্বাচন: অনেকেই বেডরুমে তাজা ফুল রাখতে ভালোবাসেন ৷ এই ফুল কয়েকদিন পরে বাসি হয়ে যায় ৷ খেলায় রাখবেন বেডরুমে বাসি ফুল যেন না থাকে ৷ ঘরের মধ্য রোম্যান্তিক পরিবেশ তৈরিতে ফুলের গন্ধ বিশেষ ভূমিকা থাকে ৷ তাই বেডরুমে রাখার জন্য গোলাপ, জুঁই, রজনীগন্ধা ফুল রাখতে পারেন ৷
আয়নার অবস্থান: বেডরুমে বড় আয়না না রাখা ভালো ৷ আয়নায় দম্পতির ঘুমন্ত অবস্থার প্রতিচ্ছবি পড়লে তা সম্পর্কের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলে ৷ বিচ্ছেদও হতে পারে ৷ তবে একান্ত আয়না যদি থাকে তবে তার উপর বড় পরদা চাপা দিন ৷ যাতে দম্পতির ঘুমন্ত অবস্থার ছবি প্রতিফলিত না হয় ৷
কি রাখবেন না: বেডরুমে ল্যাপটপ, বৈদ্যুতিন যন্ত্ররাখা এড়িয়ে চলুন ৷ এতে মানসিক চাপ তৈরি হয় ৷ যা সম্পর্কে প্রভাব ফেলে ৷
আরও পড়ুন: বাথরুমে ভুলেও করবেন না এই জিনিসগুলো, না-হলে সংসারে অশান্তি লেগেই থাকবে
নাইট ল্যাম্পের রঙ: বাস্তুশাস্ত্র মতে নাইট ল্যাম্পের রঙও প্রভাবিক করে সম্পর্ককে ৷ খেয়াল রাখতে হবে বেডরুমের নাইট ল্যাম্পের রঙ যেন হালকা হয় ৷ হালকা হলুদ ও লাল রঙের নাইট ল্যাম্প জ্বালাতে পারেন ৷ তবে কখনও নীল রঙের নাইট ল্যাম্প জ্বালাবেন না ৷
(প্রতিবেদনটি নানা তথ্যের উপর ভিত্তি করে লেখা, বিশদে জানতে কোনও বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)