ETV Bharat / sukhibhava

Sleep Cycle: অনিয়মিত ঘুম? দেখা দিতে পারে হার্টের সমস্যা; বিপদ বেশি মহিলাদের - if you dont sleep on time

সময় মতো না-ঘুমালে বা ঘুম ঠিক মতো না-হলে শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয় ৷ জেনে নিন কী বলছে গবেষণা ৷ ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এই সমস্য়া বেশি দেখা দেয় বলে গবেষণায় উঠে এসেছে।

Sleep Problem News
সময়মতো ঘুম না হলে হার্টের সমস্যায় পড়তে হয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 6:43 AM IST

হায়দরাবাদ: টিভি দেখা বা ফোনে কথা বলার জন্য অনেকেরই ঘুম আসতে গভীর রাত হয়ে যায়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে হার্টের সমস্য়া হতে পারে ৷ কলম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিক্যাল সেন্টারের গবেষকরা এমনটাই জানিয়েছেন ৷ মধ্যবয়সি মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় । সেই কারণেই সেই বয়সের সবাই 7 থেকে 9 ঘণ্টা ঘুম অপরিহার্য ৷

তাঁরা গবেষণায় দেখেছেন, ঘুমের অভাবে অক্সিডেটিভ স্ট্রেস এবং রক্তনালী গুলির ভিতরের স্তরে ক্ষতিগ্রস্ত কোষগুলির সঙ্গে প্রদাহ বৃদ্ধি করে। তাঁরা এটাও দেখেন যারা ঠিক সময় ঘুমান তাদের কোনও সমস্যার সৃষ্টি হয়নি ৷ বেশির ভাগ মানুষেরই রাতের খাবার খাওয়া ও ঘুমাতে যাবার নিয়ম মেনে চলেন না । এটিও ঘুমের সমস্যা তৈরি করার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ৷

আরও পড়ুন: কাঁচালঙ্কা বহু রোগ থেকে রক্ষা করতে পারে ! জেনে নিন, এটি খাওয়ার উপকারিতা

বিশেজ্ঞদের মতে, কম সময় ঘুমানো বা ঠিক সময়ে ঘুমাতে না-যাওয়া শরীরের নানা সমস্যার সৃষ্টি করে থাকে ৷ নিয়মিত 7 থেকে 9 ঘণ্টা ঘুমে অভ্যস্ত নন এমন বেশ কয়েকজন স্লিপ ট্র্যাকারের মাধ্যমে নির্বাচন করা হয়েছিল ৷ তাঁদের এন্ডোথেলিয়াল কোষগুলি পরীক্ষা করা হয়েছিল। সেখানে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ ছিল 78 শতাংশ । যদিও তাঁরা এমননিতে সুস্থ। তবে দীর্ঘদিন এভাবে চললে তাঁদের হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা। এছাড়াও বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্য়া তৈরি হওয়ার সম্ভবনা থাকে ৷ অতএব এটি বলা হয় যে এটিই প্রথম গবেষণা যটি প্রমাণ করে যে ঘুম এবং হৃদরোগের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে । তাই ঘুমের সময় কম দেবেন না ৷ তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন প্রতেক মানুষের পর্যাপ্ত ঘুমের সময় দেওয়া দরকার ৷

আরও পড়ুন: দীর্ঘ সময় ধরে লো কার্ব ডায়েট অনুসরণ করেন ? হতে পারে এই স্বাস্থ্য সমস্যা

হায়দরাবাদ: টিভি দেখা বা ফোনে কথা বলার জন্য অনেকেরই ঘুম আসতে গভীর রাত হয়ে যায়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে হার্টের সমস্য়া হতে পারে ৷ কলম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিক্যাল সেন্টারের গবেষকরা এমনটাই জানিয়েছেন ৷ মধ্যবয়সি মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় । সেই কারণেই সেই বয়সের সবাই 7 থেকে 9 ঘণ্টা ঘুম অপরিহার্য ৷

তাঁরা গবেষণায় দেখেছেন, ঘুমের অভাবে অক্সিডেটিভ স্ট্রেস এবং রক্তনালী গুলির ভিতরের স্তরে ক্ষতিগ্রস্ত কোষগুলির সঙ্গে প্রদাহ বৃদ্ধি করে। তাঁরা এটাও দেখেন যারা ঠিক সময় ঘুমান তাদের কোনও সমস্যার সৃষ্টি হয়নি ৷ বেশির ভাগ মানুষেরই রাতের খাবার খাওয়া ও ঘুমাতে যাবার নিয়ম মেনে চলেন না । এটিও ঘুমের সমস্যা তৈরি করার একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে ৷

আরও পড়ুন: কাঁচালঙ্কা বহু রোগ থেকে রক্ষা করতে পারে ! জেনে নিন, এটি খাওয়ার উপকারিতা

বিশেজ্ঞদের মতে, কম সময় ঘুমানো বা ঠিক সময়ে ঘুমাতে না-যাওয়া শরীরের নানা সমস্যার সৃষ্টি করে থাকে ৷ নিয়মিত 7 থেকে 9 ঘণ্টা ঘুমে অভ্যস্ত নন এমন বেশ কয়েকজন স্লিপ ট্র্যাকারের মাধ্যমে নির্বাচন করা হয়েছিল ৷ তাঁদের এন্ডোথেলিয়াল কোষগুলি পরীক্ষা করা হয়েছিল। সেখানে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ ছিল 78 শতাংশ । যদিও তাঁরা এমননিতে সুস্থ। তবে দীর্ঘদিন এভাবে চললে তাঁদের হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা। এছাড়াও বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্য়া তৈরি হওয়ার সম্ভবনা থাকে ৷ অতএব এটি বলা হয় যে এটিই প্রথম গবেষণা যটি প্রমাণ করে যে ঘুম এবং হৃদরোগের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে । তাই ঘুমের সময় কম দেবেন না ৷ তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন প্রতেক মানুষের পর্যাপ্ত ঘুমের সময় দেওয়া দরকার ৷

আরও পড়ুন: দীর্ঘ সময় ধরে লো কার্ব ডায়েট অনুসরণ করেন ? হতে পারে এই স্বাস্থ্য সমস্যা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.