হায়দরাবাদ : যাদের বাড়িতে ভগবান কৃষ্ণের শিশু সংস্করণটি রয়েছে তাঁরা সকলেই সেটিকে সন্তান হিসেবে দেখেন ৷ লাড্ডু গোপাল বাড়িতে সৌভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় । গোপালকে স্নান করানো থেকে শুরু করে তাঁকে খাওয়ানো সবই করতে হয় ৷ আপনার গোপালের জন্য শীতকালে কীভাবে যত্ন নেবেন ও কী ভোগ দেবেন তা জানুন ৷
লাড্ডু গোপালের স্নান : শীতকাল যেহেতু তাই লাড্ডু গোপালের স্নানের জলও উপযুক্ত হওয়া উচিত ৷ ঈষৎ গরম জল দিয়ে স্নান করান আপনার গোপালকে ৷
গরম দুধ দিন : ঠান্ডা আবহাওয়ায় গোপালকে নৈবেদ্য হিসেবে গরম দুধ দিতে পারেন ৷ এতে জাফরান ও হলুদ যোগ করুন ৷ এটি গোপালকে উষ্ণ রাখবে ৷ শীতকালে গরম দুধ তাঁকে খুশি করবে ৷
রকমারি লাড্ডু দেওয়া যেতে পারে : আপনার ছোট্ট কানাইকে শীতের মরশুমে বিভিন্ন রকমের লাড্ডু দিতে পারেন ৷ শীতে রকমারি লাড্ডু বাড়িতেই বানান ৷ সেগুলিই নৈবেদ্য হিসেবে দিন ৷ ঘরোয়া লাড্ডুতে খুশি হবেন ভগবান ৷
কনকনে ঠান্ডায় সবজিসমৃদ্ধ খাবার দিন : ঠান্ডায় লা্ডু গোপালের শরীরের দিকেও খেয়াল রাখুন ৷ সর্দি-কাশি ও বিভিন্ন রকম অসুস্থতার থেকে তাঁকে রক্ষা করতে সবুজ শাকসবজি সমৃদ্ধ খাবারও দিতে পারেন ৷ এটি আপনাকে বুধ গ্রহের ত্রুটি থেকে মুক্তি দিতে সাহায্য করবে ৷
ফলের জুস দিতে পারেন : শীতকাল মানেই রকমারি ফল তো ঘরে থাকেই ৷ সেইসব ফল কেটে বা তার জুস বানিয়ে আপনার ঘরের গোপালকে দিতে পারেন ৷
উপরোক্ত জিনিসগুলি কেবল গোপালকে নয়, নিজেরাও মেনে চলতে পারেন ৷ এতে সুস্থ থাকবেন পরিবারের সকলে ৷ অসুস্থতাকে দূরে সরিয়ে এবারের শীতকাল চুটিয়ে আনন্দ করে কাটান ৷
আরও পড়ুন :
1 জন্মাষ্টমীর উপহার, 25 লাখের দোলনায় দুলবেন গোপাল
2 বাস্তু না মেনে শোওয়ার ঘরে জিনিস রাখলে পরিবারের উপর কুপ্রভাব পড়তে পারে, রইল কিছু সহজ টিপস
3 বাস্তুমতে ঘরে মন্দির স্থাপন করুন এই স্থানে, সংসারে আসবে সুখ-সমৃদ্ধি