ETV Bharat / sukhibhava

Numerology Tips: সংখ্যাতত্ত্ব অনুযায়ী 3 নম্বর মূলাঙ্কের জাতকরা কল্পনাপ্রবণ হন, আপনার ভাগ্যসংখ্যা কত? - সংখ্যাতত্ত্ব

সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার লাইফ পথ নম্বর বা ভাগ্য সংখ্যা কী জানেন? নিউমেরোলজি বা অংক জ্যোতিষ অনুসারে মূলাঙ্ক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলাঙ্ক বা সংখ্যা একটজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট বা তাঁর কেরিয়ার কেমন বাছা উচিত, তা নিয়ে একটা সার্বিক ধারণা দিতে পারে ৷ জেনে নিন বিভিন্ন মূলাঙ্কের জাতকরা কেমন হন এবং কোন কেরিয়ার বেছে নিতে পারেন।

Etv Bharat
নিউমেরোলজি-র প্রভাব আমাদের জীবনে গুরুত্বপূর্ণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 1:42 PM IST

হায়দরাবাদ: জ্যোতিষশাস্ত্রের মতো নিউমেরোলজি-র গভীর প্রভাব ফেলে আমাদের প্রত্যেকের জীবনে ৷ জন্ম মাস, সময়, তারিখ যেমন সেই ব্যক্তির আগামীর একটা ধারণা তৈরি করতে পারে একইভাবে সংখ্যাতত্ত্বও সেই কাজ করে থাকে ৷ তবে সংখ্যাতত্ত্ব মূলত ইংরাজি মাস, তারিখ ও সাল ধরে হয়ে থাকে ৷ তাই এখানে ব্যক্তি সম্পকে নির্ভুল তথ্য পাওয়া না গেলেও একটা সার্বিক ধারনা তৈরি হয় ৷ এই তত্ত্বের সাহায্যে সার্বিকভাবে কর্ম জগত, প্রেম জীবন বা ভবিষ্যত নিয়ে একটা ধারনা তৈরি হওয়া সম্ভব ৷

এখন প্রশ্ন হল সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার লাইফ পথ নম্বর কী হবে ৷ তারও একটা হিসাব থাকে ৷ এই নম্বর অনুযায়ী ব্যক্তি কেমন, কোন সময়ে কী করা উচিত মোটামুটি একটা বর্ণনা দিয়ে থাকে ৷

Numerology Tips
আপনার ভাগ্য সংখ্যা কী জেনে নিন

কীভাবে হিসেব করবেন এই নম্বর ৷ সোজা হিসাব ৷ আপনার জন্মসা, তারিখ ও সাল আলাদা সংখ্যা ধরে যোগ করে নিন ৷ সেই সংখ্যা ডবল এলে তা আবার যোগ করে সিঙ্গল নম্বর করুন ৷ হিসাব করে যেটা আসবে সেটাই আপনার লাইফ পথ নম্বর ৷ 1 থেকে 9 হল লাইফ পাথ নম্বর ৷ উদাহরণ - আপনার জন্ম মাস 21 অগস্ট (08), 1989 ৷ এইখানে আপনি যোগ করবেন এইভাবে৷ 2+1+0+8+1+9+8+9=38 ৷ এটাকে আবার ভাঙতে হবে এইভাবে ৷ 3+8= 11

মনে রাখার বিষয়, 11, 22 ও 33 নম্বর সংখ্যাতত্ত্ব অনুযায়ী মাস্টার নম্বর ৷ এই নম্বর আর ভাগ হবে না ৷

আরও একটি উদাহরণ দেওয়া হল- জন্মমাস 14 নভেম্বর(11), 2001 ৷ সেক্ষেত্রে হবে 1+4+1+1+2+0+0+1=10 ৷ এটা আবার ভেঙে হবে 1+0= 1 অর্থাৎ লাইফ পথ নম্বর 1 ৷

Numerology Tips
কোন মূলাঙ্কের জাতকরা কেমন হন বোঝা যায় সহজে

জেনে নিন প্রতিটি ভাগ্যসংখ্যার বৈশিষ্ট:

ভাগ্যসংখ্যা 1: যাঁদের নম্বর 1, তাঁরা হলেন স্বাধীনচেতা, ইউনিক, সক্রিয়, সাহসী ৷ এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ৷ কোচিং, প্রপার্টি ডেভলপমেন্ট, ব্যবসা করার ক্ষমতা তাঁদের মধ্যে রয়েছে ৷ এঁরা কেরিয়ারের প্রতি যথেষ্ট সচেতন হয়ে থাকেন ৷

ভাগ্যসংখ্যা 2: যাঁদের লাইফ পথ নম্বর 2, তাঁরা হলেন শান্তিপ্রিয়, জ্ঞানী, সহানুভূতিশীল, সহযোগী এবং বুঝদার হয়ে থাকেন ৷ এঁদের নিজের প্রতি প্রচন্ড বিশ্বাস থাকে ৷ এঁরা জীবনে ব্যালেন্স করে চলতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 3: যাঁদের নম্বর 3 তাঁরা প্রচন্ড মজার মানুষ হয়ে থাকেন ৷ এঁরা হন অত্যন্ত সৃজনশীল, ক্যারিশম্যাটিক, অভিব্যক্তিপূর্ণ, সামাজিক ও কল্পনাপ্রবণ ৷ নিউমেরোলজি অনুযায়ী এই সকল ব্যক্তিরা গান, নাচ, অভিনয়, বা শেফ হিসাবে কেরিয়ার তৈরি করতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 4: যাঁদের লাইফ পথ নম্বর 4, তাঁরা বাস্তববাদী, নির্ভরযোগ্য, দৃঢ়প্রতিজ্ঞ, প্র্যাকটিক্যাল হন ৷ এনারা প্রচণ্ড দায়িত্বশীল ব্যক্তি হন ৷ নিজেদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেন ৷ কেরিয়ার হিসাবে অ্যাকাউন্ট্যান্টস, সোনও সংস্থার এডিটর পদে, হিসাববিজ্ঞান, অডিটিং, ইঞ্জিনিয়ারিং, প্রপার্টি ডিলার, আইন সংক্রান্ত কাজে সফলতা পান ৷

ভাগ্যসংখ্যা 5: পাঁচ যাঁদের নম্বর তাঁরা ভার্সেটাইল হন ৷ অ্যাডভেঞ্চার তাঁদের ভীষণ প্রিয় ৷ সহজ কথায় বললে, প্রতিনিয়ত এরা জীবনে পরিবর্তন আনেন ৷ নিউমেরোলজি অনুযায়ী ,এক জায়গায় থেমে থাকতে এনারা একদম পছন্দ করেন না ৷ সাধারণত, সাংবাদিকতা, ট্রাভেল এজেন্সি, কনসালটিং ও সেলস-এ কেরিয়ার দারুণ হতে পারে যাঁদের ভাগ্য সংখ্যা 5 ৷

ভাগ্যসংখ্যা 6: আপনি যদি সত্যিকারের কারোর উপদেশ চান, তাহলে যাঁদের ভাগ্যসংখ্যা 6, তাঁদের সঙ্গে কথা বলতে পারেন ৷ কারণ এনারা খুব ভালো উপদেশ দিতে পারেন ৷ এছাড়া আপনি যখনই এদের কাছ থেকে সাহায্য চাইবেন, পেয়ে যাবেন ৷ তবে এই সকল ব্যক্তিরা বাড়ি ও অফিসের মধ্যে ভারসাম্য রাখতে পারেন না ৷ যেটা তাঁদের শেখা উচিত ৷ থেরাপি সেশন, কাউন্সেলিং, শিক্ষকতা, হসপিটালিটি- কেরিয়ার হিসাবে বেছে নিতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 7: ভাগ্য সংখ্যা যাঁদের 7, তাঁদের ষষ্ঠইন্দ্রিয় প্রচণ্ড রকম কাজ করে ৷ অর্থাৎ, এই সহজেই আসে পাশের পরিস্থিতি সম্পর্কে ভালো বা মন্দ ধারণা পোষণ করতে পারেন ৷ স্ট্রাটেজি, সাংবাদিকতা, টেকনোলজি, রিসার্চ সংক্রান্ত কাজ এনারা ভালোভাবে করতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 8: নিউমেরোলজি অনুযায়ী পাওয়ার হাউস নম্বর হল 8 ৷ এনারা উচ্চাকাঙ্খী হন ৷ প্রচণ্ড পরিশ্রমী হন ৷ যে কোন কাজ গুছিয়ে করতে পারেন ৷ লিডারশিপ ক্ষমতা থাকার জন্য, আইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রপার্টি ডেভলপমেন্ট-এর মতো কাজ দক্ষতার সঙ্গে পালন করতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 9: দয়ালু, ক্রিয়েটিভ, প্যাশনেট, ধৈর্য্যশীল- এই প্রতিটি বিশেষণ যায় যাঁদের ভাগ্য সংখ্যা নম্বর 9 ৷ এনারা সকলকেই সাহায্যের জন্য এগিয়ে আসেন ৷ কাউন্সেলিং, শিক্ষকতা, সোশাল ওয়ার্কার, সরকারী চাকরি ইত্যাদি ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে পারলে সফলতা পেতে পারেন ৷

এবার আসা যাক নিউমেরোলজি অনুযায়ী তিনটে মাস্টার নম্বরে ৷ যেগুলি হল যথাক্রমে 11, 22 ও 33 ৷

ভাগ্যসংখ্যা 11: অনুপ্রেরণামূলক, উপলব্ধিশীল, খোলা মনের মানুষ ও আশাবাদী বলতে যা বোঝায়, এই নম্বরের ব্যক্তিরা তেমনই হন ৷ থেরাপি, ফিল্ম এবং টিভি, লেখালেখি, খেলাধুলা, রাজনীতি এবং উদ্ভাবনী ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 22: জীবনে অনুশাসন ও আদর্শবাদী, মনোযোগী, দূরদর্শী, কল্পনাপ্রবণ, পারফেকশন মেনে চলার মতো গুণ রয়েছে যাঁদের ভাগ্য সংখ্যা 22 ৷ পরিবেশবিদ, প্রযুক্তি, স্থাপত্য, স্বাস্থ্যসেবা, উদ্ভাবনী ক্ষেত্র এবং রাজনীতিতে দক্ষতা রাখেন 22 নম্বরের ব্যক্তিরা ৷

ভাগ্যসংখ্যা 33: এনারা একা কাজ করার থেকে দলবদ্ধভাবে কাজ করলে সেরার সেরাটা উপহার দিতে পারেন ৷ ক্রিয়েটিভ হয়ে থাকেন ৷ অন্যের কাজে সাহায্য করাটাই এদের চারিত্রিক বৈশিষ্ট্য ৷ অভিনয়, শিক্ষকতা, চ্যারিটি কাজ বা কাউন্সেলিং- এনাদের জন্য পারফেক্ট ৷

আরও পড়ুন: জন্মমাস অনুযায়ী কোন ফুল মেলে আপনার ব্যক্তিত্বর সঙ্গে, দেখে নিন

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে নিউমেরোলজিস্টের সঙ্গে ৷)

হায়দরাবাদ: জ্যোতিষশাস্ত্রের মতো নিউমেরোলজি-র গভীর প্রভাব ফেলে আমাদের প্রত্যেকের জীবনে ৷ জন্ম মাস, সময়, তারিখ যেমন সেই ব্যক্তির আগামীর একটা ধারণা তৈরি করতে পারে একইভাবে সংখ্যাতত্ত্বও সেই কাজ করে থাকে ৷ তবে সংখ্যাতত্ত্ব মূলত ইংরাজি মাস, তারিখ ও সাল ধরে হয়ে থাকে ৷ তাই এখানে ব্যক্তি সম্পকে নির্ভুল তথ্য পাওয়া না গেলেও একটা সার্বিক ধারনা তৈরি হয় ৷ এই তত্ত্বের সাহায্যে সার্বিকভাবে কর্ম জগত, প্রেম জীবন বা ভবিষ্যত নিয়ে একটা ধারনা তৈরি হওয়া সম্ভব ৷

এখন প্রশ্ন হল সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার লাইফ পথ নম্বর কী হবে ৷ তারও একটা হিসাব থাকে ৷ এই নম্বর অনুযায়ী ব্যক্তি কেমন, কোন সময়ে কী করা উচিত মোটামুটি একটা বর্ণনা দিয়ে থাকে ৷

Numerology Tips
আপনার ভাগ্য সংখ্যা কী জেনে নিন

কীভাবে হিসেব করবেন এই নম্বর ৷ সোজা হিসাব ৷ আপনার জন্মসা, তারিখ ও সাল আলাদা সংখ্যা ধরে যোগ করে নিন ৷ সেই সংখ্যা ডবল এলে তা আবার যোগ করে সিঙ্গল নম্বর করুন ৷ হিসাব করে যেটা আসবে সেটাই আপনার লাইফ পথ নম্বর ৷ 1 থেকে 9 হল লাইফ পাথ নম্বর ৷ উদাহরণ - আপনার জন্ম মাস 21 অগস্ট (08), 1989 ৷ এইখানে আপনি যোগ করবেন এইভাবে৷ 2+1+0+8+1+9+8+9=38 ৷ এটাকে আবার ভাঙতে হবে এইভাবে ৷ 3+8= 11

মনে রাখার বিষয়, 11, 22 ও 33 নম্বর সংখ্যাতত্ত্ব অনুযায়ী মাস্টার নম্বর ৷ এই নম্বর আর ভাগ হবে না ৷

আরও একটি উদাহরণ দেওয়া হল- জন্মমাস 14 নভেম্বর(11), 2001 ৷ সেক্ষেত্রে হবে 1+4+1+1+2+0+0+1=10 ৷ এটা আবার ভেঙে হবে 1+0= 1 অর্থাৎ লাইফ পথ নম্বর 1 ৷

Numerology Tips
কোন মূলাঙ্কের জাতকরা কেমন হন বোঝা যায় সহজে

জেনে নিন প্রতিটি ভাগ্যসংখ্যার বৈশিষ্ট:

ভাগ্যসংখ্যা 1: যাঁদের নম্বর 1, তাঁরা হলেন স্বাধীনচেতা, ইউনিক, সক্রিয়, সাহসী ৷ এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে ৷ কোচিং, প্রপার্টি ডেভলপমেন্ট, ব্যবসা করার ক্ষমতা তাঁদের মধ্যে রয়েছে ৷ এঁরা কেরিয়ারের প্রতি যথেষ্ট সচেতন হয়ে থাকেন ৷

ভাগ্যসংখ্যা 2: যাঁদের লাইফ পথ নম্বর 2, তাঁরা হলেন শান্তিপ্রিয়, জ্ঞানী, সহানুভূতিশীল, সহযোগী এবং বুঝদার হয়ে থাকেন ৷ এঁদের নিজের প্রতি প্রচন্ড বিশ্বাস থাকে ৷ এঁরা জীবনে ব্যালেন্স করে চলতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 3: যাঁদের নম্বর 3 তাঁরা প্রচন্ড মজার মানুষ হয়ে থাকেন ৷ এঁরা হন অত্যন্ত সৃজনশীল, ক্যারিশম্যাটিক, অভিব্যক্তিপূর্ণ, সামাজিক ও কল্পনাপ্রবণ ৷ নিউমেরোলজি অনুযায়ী এই সকল ব্যক্তিরা গান, নাচ, অভিনয়, বা শেফ হিসাবে কেরিয়ার তৈরি করতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 4: যাঁদের লাইফ পথ নম্বর 4, তাঁরা বাস্তববাদী, নির্ভরযোগ্য, দৃঢ়প্রতিজ্ঞ, প্র্যাকটিক্যাল হন ৷ এনারা প্রচণ্ড দায়িত্বশীল ব্যক্তি হন ৷ নিজেদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেন ৷ কেরিয়ার হিসাবে অ্যাকাউন্ট্যান্টস, সোনও সংস্থার এডিটর পদে, হিসাববিজ্ঞান, অডিটিং, ইঞ্জিনিয়ারিং, প্রপার্টি ডিলার, আইন সংক্রান্ত কাজে সফলতা পান ৷

ভাগ্যসংখ্যা 5: পাঁচ যাঁদের নম্বর তাঁরা ভার্সেটাইল হন ৷ অ্যাডভেঞ্চার তাঁদের ভীষণ প্রিয় ৷ সহজ কথায় বললে, প্রতিনিয়ত এরা জীবনে পরিবর্তন আনেন ৷ নিউমেরোলজি অনুযায়ী ,এক জায়গায় থেমে থাকতে এনারা একদম পছন্দ করেন না ৷ সাধারণত, সাংবাদিকতা, ট্রাভেল এজেন্সি, কনসালটিং ও সেলস-এ কেরিয়ার দারুণ হতে পারে যাঁদের ভাগ্য সংখ্যা 5 ৷

ভাগ্যসংখ্যা 6: আপনি যদি সত্যিকারের কারোর উপদেশ চান, তাহলে যাঁদের ভাগ্যসংখ্যা 6, তাঁদের সঙ্গে কথা বলতে পারেন ৷ কারণ এনারা খুব ভালো উপদেশ দিতে পারেন ৷ এছাড়া আপনি যখনই এদের কাছ থেকে সাহায্য চাইবেন, পেয়ে যাবেন ৷ তবে এই সকল ব্যক্তিরা বাড়ি ও অফিসের মধ্যে ভারসাম্য রাখতে পারেন না ৷ যেটা তাঁদের শেখা উচিত ৷ থেরাপি সেশন, কাউন্সেলিং, শিক্ষকতা, হসপিটালিটি- কেরিয়ার হিসাবে বেছে নিতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 7: ভাগ্য সংখ্যা যাঁদের 7, তাঁদের ষষ্ঠইন্দ্রিয় প্রচণ্ড রকম কাজ করে ৷ অর্থাৎ, এই সহজেই আসে পাশের পরিস্থিতি সম্পর্কে ভালো বা মন্দ ধারণা পোষণ করতে পারেন ৷ স্ট্রাটেজি, সাংবাদিকতা, টেকনোলজি, রিসার্চ সংক্রান্ত কাজ এনারা ভালোভাবে করতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 8: নিউমেরোলজি অনুযায়ী পাওয়ার হাউস নম্বর হল 8 ৷ এনারা উচ্চাকাঙ্খী হন ৷ প্রচণ্ড পরিশ্রমী হন ৷ যে কোন কাজ গুছিয়ে করতে পারেন ৷ লিডারশিপ ক্ষমতা থাকার জন্য, আইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রপার্টি ডেভলপমেন্ট-এর মতো কাজ দক্ষতার সঙ্গে পালন করতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 9: দয়ালু, ক্রিয়েটিভ, প্যাশনেট, ধৈর্য্যশীল- এই প্রতিটি বিশেষণ যায় যাঁদের ভাগ্য সংখ্যা নম্বর 9 ৷ এনারা সকলকেই সাহায্যের জন্য এগিয়ে আসেন ৷ কাউন্সেলিং, শিক্ষকতা, সোশাল ওয়ার্কার, সরকারী চাকরি ইত্যাদি ক্ষেত্রে কেরিয়ার তৈরি করতে পারলে সফলতা পেতে পারেন ৷

এবার আসা যাক নিউমেরোলজি অনুযায়ী তিনটে মাস্টার নম্বরে ৷ যেগুলি হল যথাক্রমে 11, 22 ও 33 ৷

ভাগ্যসংখ্যা 11: অনুপ্রেরণামূলক, উপলব্ধিশীল, খোলা মনের মানুষ ও আশাবাদী বলতে যা বোঝায়, এই নম্বরের ব্যক্তিরা তেমনই হন ৷ থেরাপি, ফিল্ম এবং টিভি, লেখালেখি, খেলাধুলা, রাজনীতি এবং উদ্ভাবনী ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করতে পারেন ৷

ভাগ্যসংখ্যা 22: জীবনে অনুশাসন ও আদর্শবাদী, মনোযোগী, দূরদর্শী, কল্পনাপ্রবণ, পারফেকশন মেনে চলার মতো গুণ রয়েছে যাঁদের ভাগ্য সংখ্যা 22 ৷ পরিবেশবিদ, প্রযুক্তি, স্থাপত্য, স্বাস্থ্যসেবা, উদ্ভাবনী ক্ষেত্র এবং রাজনীতিতে দক্ষতা রাখেন 22 নম্বরের ব্যক্তিরা ৷

ভাগ্যসংখ্যা 33: এনারা একা কাজ করার থেকে দলবদ্ধভাবে কাজ করলে সেরার সেরাটা উপহার দিতে পারেন ৷ ক্রিয়েটিভ হয়ে থাকেন ৷ অন্যের কাজে সাহায্য করাটাই এদের চারিত্রিক বৈশিষ্ট্য ৷ অভিনয়, শিক্ষকতা, চ্যারিটি কাজ বা কাউন্সেলিং- এনাদের জন্য পারফেক্ট ৷

আরও পড়ুন: জন্মমাস অনুযায়ী কোন ফুল মেলে আপনার ব্যক্তিত্বর সঙ্গে, দেখে নিন

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে নিউমেরোলজিস্টের সঙ্গে ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.