ETV Bharat / sukhibhava

Pregnant Women: নেগেটিভ ব্লাড গ্রুপ প্রসূতিদের জন্য কতটা ভয়াবহ ? জেনে নিন বিশেষজ্ঞদের মতামত - Health Care

মহিলাদের মাতৃত্বের জন্য নেগেটিভ ব্লাড গ্রুপ ক্ষতিকর কি না তা নিয়ে আলোচনার অন্ত নেই। এবার এই বিষয়টি বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ৷

Pregnant Women News
নেগেটিভ ব্লাড গ্রুপ প্রসূতিদের জন্য কতটা ভয়াবহ
author img

By

Published : Apr 12, 2023, 1:08 PM IST

Updated : Apr 12, 2023, 1:54 PM IST

কলকাতা, 12 এপ্রিল: মহিলাদের জন্য মাতৃত্বের সুখ অনন্য । মা হওয়ার খবরে খুশি হন পরিবারের সবাই । কিন্তু মা হওয়ার ক্ষেত্রে কতগুলি সসম্যাও থেকে যায় । থেকে যায় বেশ কয়েকটি প্রশ্নও । এর মধ্যে নেগেটিভ ব্লাড গ্রুপের মহিলাদের বেশ কয়েকটি সাধারণ জিজ্ঞাসা থাকে । তাঁরা জানতে চান নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য তাঁদের সন্তানকে পৃথিবীতে আনার সময় কতটা সমস্যা হতে পারে ? সেই সমস্যা কি দেখা যায় তাঁর সন্তানের মধ্যেও ? বিষয়টি সবিস্তারে জানতে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ।

এই বিষয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ রত্নাবলী চক্রবর্তী বলেন, "যদি কোনও মহিলা নেগেটিভ ব্লাড গ্রুপের হন তাহলে প্রথমবারের গর্ভধারণে কোনও সমস্যা হয় না । কিন্তু পরবর্তীকালে যদি আবার গর্ভবতী হন তাহলে সমস্যা দেখা যায় ওই শিশুর মধ্যে । তাই আমরা একধরণের ভ্যাকসিনের ব্যবহার করি । যাতে এই ধরণের সমস্যা না হয় । প্রথমবারের সন্তান হওয়ার পরেই এই টিকা দিয়ে দেওয়া হয় ।"

নেগেটিভ ব্লাড গ্রুপের 20 হাজার প্রসূতি নিয়ে সর্বভারতীয় স্তরে সমীক্ষা শুরু হয়েছে । সেই সমীক্ষাতে অংশ নিয়েছে বাংলাও । নেগেটিভ রক্তের গ্রুপের প্রসূতিদের গর্ভস্থ সন্তান পজিটিভ গ্রুপের হলে ঝুঁকি আরও বাড়ে । তাই সার্বিকভাবে এই ধরনের প্রসূতিদের শারীরিক অবস্থা কেমন থাকে, তাঁদের সন্তানের বিপদের আশঙ্কা কত ইত্যাদি তথ্য নথিভুক্ত হচ্ছে এই সমীক্ষায় । দেশের 3 হাজার স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সমসংখ্যক হাসপাতাল এই সমীক্ষায় অংশ নেবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে 1200 চিকিৎসক সমীক্ষার কাজ শুরু করেছেন । বাংলা থেকে থাকার কথা প্রায় 200 স্ত্রীরোগ বিশেষজ্ঞের । কলকাতার পিজি, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ-সহ বেশ কয়েকটি সরকারি হাসপাতাল ও কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও সমীক্ষায় অংশগ্রহণে সম্মতি জানিয়েছেন ।

এই বিষয় ভ্যাকসিন ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার জানান, এই ধরণের লার্জ স্কেল স্যাম্পল স্টাডি আমাদের দেশে এই প্রথম । এই স্টাডির জন্য কলকাতা-সহ পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের প্রায় 100 জন গাইনোকোলজিস্ট অংশগ্রহণের সম্মতি দিয়েছেন এবং কিছু সেন্টারের স্টাডি রিলেটেড ডকুমেন্টস এথিক্স কমিটির অনুমোদন পেয়ে গিয়েছে । কলকাতা মেডিক্যাল কলেজ, পিজি হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ-সহ বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে আরএইচ নেগেটিভ প্রেগন্যান্ট মহিলাদের যাবতীয় তথ্য নথিভুক্ত করা হবে ।"

আরও পড়ুন: গরমে গর্ভবতী মহিলাদের সুস্থ রাখবে এই সব খাবার

কলকাতা, 12 এপ্রিল: মহিলাদের জন্য মাতৃত্বের সুখ অনন্য । মা হওয়ার খবরে খুশি হন পরিবারের সবাই । কিন্তু মা হওয়ার ক্ষেত্রে কতগুলি সসম্যাও থেকে যায় । থেকে যায় বেশ কয়েকটি প্রশ্নও । এর মধ্যে নেগেটিভ ব্লাড গ্রুপের মহিলাদের বেশ কয়েকটি সাধারণ জিজ্ঞাসা থাকে । তাঁরা জানতে চান নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য তাঁদের সন্তানকে পৃথিবীতে আনার সময় কতটা সমস্যা হতে পারে ? সেই সমস্যা কি দেখা যায় তাঁর সন্তানের মধ্যেও ? বিষয়টি সবিস্তারে জানতে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে ।

এই বিষয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ রত্নাবলী চক্রবর্তী বলেন, "যদি কোনও মহিলা নেগেটিভ ব্লাড গ্রুপের হন তাহলে প্রথমবারের গর্ভধারণে কোনও সমস্যা হয় না । কিন্তু পরবর্তীকালে যদি আবার গর্ভবতী হন তাহলে সমস্যা দেখা যায় ওই শিশুর মধ্যে । তাই আমরা একধরণের ভ্যাকসিনের ব্যবহার করি । যাতে এই ধরণের সমস্যা না হয় । প্রথমবারের সন্তান হওয়ার পরেই এই টিকা দিয়ে দেওয়া হয় ।"

নেগেটিভ ব্লাড গ্রুপের 20 হাজার প্রসূতি নিয়ে সর্বভারতীয় স্তরে সমীক্ষা শুরু হয়েছে । সেই সমীক্ষাতে অংশ নিয়েছে বাংলাও । নেগেটিভ রক্তের গ্রুপের প্রসূতিদের গর্ভস্থ সন্তান পজিটিভ গ্রুপের হলে ঝুঁকি আরও বাড়ে । তাই সার্বিকভাবে এই ধরনের প্রসূতিদের শারীরিক অবস্থা কেমন থাকে, তাঁদের সন্তানের বিপদের আশঙ্কা কত ইত্যাদি তথ্য নথিভুক্ত হচ্ছে এই সমীক্ষায় । দেশের 3 হাজার স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সমসংখ্যক হাসপাতাল এই সমীক্ষায় অংশ নেবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে 1200 চিকিৎসক সমীক্ষার কাজ শুরু করেছেন । বাংলা থেকে থাকার কথা প্রায় 200 স্ত্রীরোগ বিশেষজ্ঞের । কলকাতার পিজি, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ-সহ বেশ কয়েকটি সরকারি হাসপাতাল ও কয়েকটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও সমীক্ষায় অংশগ্রহণে সম্মতি জানিয়েছেন ।

এই বিষয় ভ্যাকসিন ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার জানান, এই ধরণের লার্জ স্কেল স্যাম্পল স্টাডি আমাদের দেশে এই প্রথম । এই স্টাডির জন্য কলকাতা-সহ পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের প্রায় 100 জন গাইনোকোলজিস্ট অংশগ্রহণের সম্মতি দিয়েছেন এবং কিছু সেন্টারের স্টাডি রিলেটেড ডকুমেন্টস এথিক্স কমিটির অনুমোদন পেয়ে গিয়েছে । কলকাতা মেডিক্যাল কলেজ, পিজি হাসপাতাল, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ-সহ বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে আরএইচ নেগেটিভ প্রেগন্যান্ট মহিলাদের যাবতীয় তথ্য নথিভুক্ত করা হবে ।"

আরও পড়ুন: গরমে গর্ভবতী মহিলাদের সুস্থ রাখবে এই সব খাবার

Last Updated : Apr 12, 2023, 1:54 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.