হায়দরাবাদ: শুধু খাওয়ার নয়, মধু ত্বকের জন্য ভীষণ উপকারী ৷ ত্বক ভালো রাখার ক্ষেত্রে মধুর ভূমিকা খুবই গুরুতপূর্ণ ৷ মধুর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান আপনার ত্বককে নরম রাখতে সাহায্য করবে ৷ তাই চটজলদি মধু দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক । রইল কিছু টিপস ।
1) মধুর ফেস ক্লিনজার তৈরি করতে পারবেন: কাঁচা দুধের মধ্যে মধু নিয়ে একটি তুলোর সাহায্যে সারা মুখ ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন ।
2) মধু দিয়ে একটি ফেস প্যাকও আপনি বানাতে পারবেন বাড়িতেই: দুধের সরের সঙ্গে গ্লিসারিন এবং মধু দিয়ে খুব ভালো করে একটি ঘন ক্রিম বানিয়ে ফেলতে হবে ৷ এটি মুখে লাগিয়ে নিন ৷ পনের মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ।
3)মধু দিয়ে একটি স্ক্রাবার বানিয়ে নিতে পারবেন খুব সহজেই: এক টেবিল চামচ কফি পাউডার, এক টেবিল চামচ চালের গুঁড়ো, এক টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ মধু এবং প্রয়োজনমতো কাঁচা দুধ ভালো করে মিশিয়ে মুখে ভালো মিশিয়ে একটি মিশ্রন তৈরি করুন ৷ তারপর সারামুখে ভালো করে লাগিয়ে নিন ৷ পনেরো মিনিট মতো রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন ৷
4) মধু দিয়ে একটি টোনার বানিয়ে ফেলতে পারেন: তার জন্য আপনাকে গ্রিন টি ভাল করে ছেঁকে নিতে হবে । এই গ্রিন টিয়ের মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ মধু মিশিয়ে রেখে নিতে হবে । তারপর এটি স্নান করার আগে সারা শরীরে লাগিয়ে কিছুক্ষন রেখে ধুয়ে ফেলুন ৷ এটি আপনার ত্বককে সতেজ রাখতে সাহায্য করবে ৷
5) বাড়িতে একটি ময়েশ্চারাইজার বানিয়ে নিন সহজে: প্রয়োজন দু'চামচ অ্যালোভেরা জেল, এক চামচ মধু এবং দুটি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন । এই মিশ্রণটি মুখের মধ্যে ভালো করে মাসাজ করে অন্তত 30 মিনিট মতো রেখে দিতে হবে । তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে ৷ এতে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে ৷
আরও পড়ুন: পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন ? মেনে চলতে পারেন এই ঘরোয়া প্রতিকার
(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)