ETV Bharat / sukhibhava

Skin Care Tips: পিগমেন্টেশন সমস্যায় ভুগছেন ? জেনে নিন প্রতিকারের ঘরোয়া উপায়

author img

By

Published : Jan 26, 2023, 7:38 PM IST

আমরা প্রায়ই এমন মানুষদের দেখি যাদের দাগ তাদের স্বাভাবিক রঙের চেয়ে গাঢ় হয় । একে পিগমেন্টেশন বলে । এটি একটি গুরুতর সমস্যা নয় এবং কোন বিপদ সৃষ্টি করে না । জেনে নিন, ঘরোয়া প্রতিকারে (Pigmentation) কীভাবে সারিয়ে তুলবেন।

Skin Care Tips News
পিগমেন্টেশন সমস্যায় ভুগছেন

হায়দরাবাদ: সুন্দর ত্বক কে না চায় ? কিন্তু ব্যস্ত জীবনধারা, মানসিক চাপ এবং দূষণের কারণে মানুষ তাদের ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। ফলে এতে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে । যার মধ্যে একটি হল পিগমেন্টেশন, অর্থাৎ মুখে দাগ । কিন্তু পিগমেন্টেশনের কারণগুলি (Home Remedies For Pigmentation)? এর থেকে নিস্তার পাওয়ার ঘরোয়া উপায়গুলি জেনে নিন ৷

পোস্ট-ইনফ্ল্যামেটরি ফুসকুড়ি: আপনার ত্বকে পিম্পল বা ফুসকুড়ি, মশার কামড় বা ক্ষত হওয়ার পরে ত্বকে পিগমেন্টেশন দেখা দেয় । এত কিছুর পর ত্বক সেরে গেলেও থেকে যায় কালচে দাগ। যেগুলি আপনার ত্বকের রঙের চেয়ে গাঢ় । যদি আপনি ত্বকে নিরাময়ে সময় না-দেন, তবে এই দাগগুলি থেকে যেতে পারে।

চিকিৎসার সময়: কিছু চিকিৎসার সময়ও ত্বকের পিগমেন্টেশন হতে পারে। কিছু ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ায় ত্বকে এরূপ দেখা যায়।

সূর্যালোকের অতিরিক্ত এক্সপোজার: বেশিক্ষণ রোদে থাকলে পিগমেন্টেশন হতে পারে । এই দাগগুলি সাধারণত আপনার কপালে, মাথায় এবং নাকে হয়ে থাকে ৷ এমনকি আপনার হাতেও দেখা দিতে পারে।

মেলাসমা: মেলাসমা হরমোনের পরিবর্তনের কারণে হয় । গর্ভাবস্থায়, মেলাসমা প্রধানত মহিলাদের পেট এবং মুখে দেখা দেয়। এটি কখনও কখনও পুরুষদের মধ্যেও দেখা যায়।

বংশগত: আবার বংশগত কারণে এ রকম হয়ে থাকে ৷ যেমন শরীরে আঁচিল বা ফ্রেকলস দেখা যায়।

ঘরোয়া প্রতিকার: মুখের দাগ আপনার সৌন্দর্য নষ্ট করে । তাই পিগমেন্টেশন সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন ।

আসুন জেনে নেওয়া যাক এই ঘরোয়া প্রতিকার সম্পর্কে: বিউটিশিয়ানদের মতে, পিগমেন্টেশন খুব সহজেই প্রতিকার করা যায় ৷ এক টুকরো আলু নিয়ে আক্রান্ত স্থানে কয়েক সপ্তাহ ধরে দিনে দু'বার ঘষুন । 20 মিনিট ঘষার পর আপনার মুখ ধুয়ে ফেলুন । এতে নিরাময় সম্ভব ৷

পিগমেন্টেশন কমাতে: বেসন, হলুদ এবং দুধও পিগমেন্টেশন কমাতে বেশ কার্যকর । এর জন্য 2 চা চামচ বেসন নিয়ে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে সামান্য দুধ দিয়ে পেস্ট তৈরি করুন । পেস্টটি মুখে লাগিয়ে শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন । এছাড়াও পিগমেন্টেশনের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা ব্যবহার করুন ৷ খুব সহজেই ঘরোয়াভাবে মুখের কালো দাগও দূর করা সম্ভব ।

আরও পড়ুন: আপনি যদি বয়ঃসন্ধিকালে ঘুম হারিয়ে ফেলেন তবে আপনার মাল্টিপল স্ক্লেরোসিস হবে

হায়দরাবাদ: সুন্দর ত্বক কে না চায় ? কিন্তু ব্যস্ত জীবনধারা, মানসিক চাপ এবং দূষণের কারণে মানুষ তাদের ত্বকের যত্ন নেওয়ার সময় পান না। ফলে এতে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে । যার মধ্যে একটি হল পিগমেন্টেশন, অর্থাৎ মুখে দাগ । কিন্তু পিগমেন্টেশনের কারণগুলি (Home Remedies For Pigmentation)? এর থেকে নিস্তার পাওয়ার ঘরোয়া উপায়গুলি জেনে নিন ৷

পোস্ট-ইনফ্ল্যামেটরি ফুসকুড়ি: আপনার ত্বকে পিম্পল বা ফুসকুড়ি, মশার কামড় বা ক্ষত হওয়ার পরে ত্বকে পিগমেন্টেশন দেখা দেয় । এত কিছুর পর ত্বক সেরে গেলেও থেকে যায় কালচে দাগ। যেগুলি আপনার ত্বকের রঙের চেয়ে গাঢ় । যদি আপনি ত্বকে নিরাময়ে সময় না-দেন, তবে এই দাগগুলি থেকে যেতে পারে।

চিকিৎসার সময়: কিছু চিকিৎসার সময়ও ত্বকের পিগমেন্টেশন হতে পারে। কিছু ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ায় ত্বকে এরূপ দেখা যায়।

সূর্যালোকের অতিরিক্ত এক্সপোজার: বেশিক্ষণ রোদে থাকলে পিগমেন্টেশন হতে পারে । এই দাগগুলি সাধারণত আপনার কপালে, মাথায় এবং নাকে হয়ে থাকে ৷ এমনকি আপনার হাতেও দেখা দিতে পারে।

মেলাসমা: মেলাসমা হরমোনের পরিবর্তনের কারণে হয় । গর্ভাবস্থায়, মেলাসমা প্রধানত মহিলাদের পেট এবং মুখে দেখা দেয়। এটি কখনও কখনও পুরুষদের মধ্যেও দেখা যায়।

বংশগত: আবার বংশগত কারণে এ রকম হয়ে থাকে ৷ যেমন শরীরে আঁচিল বা ফ্রেকলস দেখা যায়।

ঘরোয়া প্রতিকার: মুখের দাগ আপনার সৌন্দর্য নষ্ট করে । তাই পিগমেন্টেশন সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন ।

আসুন জেনে নেওয়া যাক এই ঘরোয়া প্রতিকার সম্পর্কে: বিউটিশিয়ানদের মতে, পিগমেন্টেশন খুব সহজেই প্রতিকার করা যায় ৷ এক টুকরো আলু নিয়ে আক্রান্ত স্থানে কয়েক সপ্তাহ ধরে দিনে দু'বার ঘষুন । 20 মিনিট ঘষার পর আপনার মুখ ধুয়ে ফেলুন । এতে নিরাময় সম্ভব ৷

পিগমেন্টেশন কমাতে: বেসন, হলুদ এবং দুধও পিগমেন্টেশন কমাতে বেশ কার্যকর । এর জন্য 2 চা চামচ বেসন নিয়ে তাতে এক চিমটি হলুদ মিশিয়ে সামান্য দুধ দিয়ে পেস্ট তৈরি করুন । পেস্টটি মুখে লাগিয়ে শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন । এছাড়াও পিগমেন্টেশনের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা ব্যবহার করুন ৷ খুব সহজেই ঘরোয়াভাবে মুখের কালো দাগও দূর করা সম্ভব ।

আরও পড়ুন: আপনি যদি বয়ঃসন্ধিকালে ঘুম হারিয়ে ফেলেন তবে আপনার মাল্টিপল স্ক্লেরোসিস হবে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.