হায়দরাবাদ : ঠিক যখন মনে হচ্ছিল হয়ত বা এবার মুক্তি মিলবে কোভিডের থাবা থেকে, তখনই ফের হাজির হয়েছে ওমিক্রনের আরেকটি নতুন ভ্যারিয়্যান্ট ৷ ইতিমধ্যেই এই নিয়ে সকলকে সচেতন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ৷ তারা জানিয়েছে, কোভিডের যেকোনও ভ্যারিয়্যান্টের তুলনায় এটি বেশি সংক্রামক হতে পারে (Few Things to Know About XE Variant) ৷ এক্সই নামক এই ভ্যারিয়্যান্টটি পূর্ববর্তী বিএ.1 এবং বিএ.2 ভার্সানের একটি মিউট্যান্ট হাইব্রিড ৷ যা এই মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ৷
19 জানুয়ারি ব্রিটেন থেকে প্রথম সামনে আসে এই ভ্যারিয়্যান্টটি ৷ বিএ.2 সাব ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় 10 শতাংশ বেশি হারে কমিউনিটি বৃদ্ধির ক্ষমতা রয়েছে এক্সই-এর ৷ যেকোনও ভ্যারিয়্যান্টের তুলনায় এটি সবচেয়ে বেশি সংক্রামক ৷ যদিও এই মুহূর্তে এক্সই ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা খুবই কম, তবে অদূর ভবিষ্যতে আক্রান্তের সংখ্য়া খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে ৷ হুর একটি সাম্প্রতিক রিপোর্টে যখন এই ভেরিয়্যান্টটি চিহ্নিত করা হয়, তখন কেসের সংখ্যা ছিল 600 ৷
হু জানিয়েছে, যদিও এখন পর্যন্ত দেখা যাচ্ছে বিএ.2 সাব ভ্যারিয়েন্টের তুলনায় প্রায় 10 শতাংশ হারে কমিউনিটি বৃদ্ধির ক্ষমতা রয়েছে এক্সই-এর ৷ তবে এটি নিশ্চিত করতে আরও গবেষণা দরকার ৷ এর লক্ষণগুলি সম্পর্কে বলতে গিয়ে এনএইচএস জানিয়েছে, এক্ষেত্রে সাধারণ লক্ষণ হল, শ্বাসকষ্ট, ক্লান্তি, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, মাথাব্যথা, গলাব্যথা, নাক বন্ধ বা সর্দি, ক্ষুধা হ্রাস, ডায়রিয়া প্রভৃতি ৷
আরও পড়ুন : মুম্বইয়ে 'এক্সই' ভ্যারিয়্যান্টের প্রমাণ নেই, জানাল কেন্দ্র
22 মার্চ পর্যন্ত ব্রিটেনে এক্সই-তে আক্রান্তের 637টি কেস সামনে এসেছে । এছাড়া নিউজিল্যান্ড, থাইল্যান্ডে এক্সই ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে ৷ ইউকেএইচএসএ-এর প্রধান চিকিৎসা উপদেষ্টা সুসান হপকিন্সের মতে, এর সত্যি কমিউনিটি বৃদ্ধির ক্ষমতা আছে কিনা, তা জানতে আরও গবেষণা এবং তথ্য দরকার ৷ তাছাড়া এর সংক্রমণ ক্ষমতা, তীব্রতা এবং এক্ষেত্রে ভ্যাকসিন কার্যকরী নয়, এই নিয়ে শেষ কথা বলার সময় এখনও আসেনি ৷