ETV Bharat / sukhibhava

Link Between Heart Failure And Infertility : বন্ধ্যাত্বের ইতিহাস থাকা মহিলাদের হার্ট ফেলিওরেরর আশঙ্কা বেশি : গবেষণা - Link Between Heart Failure And Infertility

যেসমস্ত মহিলারা বন্ধ্যাত্বের সমস্য়ায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে হার্ট ফেলিওরেরর আশঙ্কা 16 শতাংশ বেশি (Heart failure risk in women ) ৷ এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা ৷

Link Between Heart Failure And Infertility
বন্ধ্যাত্বের ইতিহাস থাকা মহিলাদের হার্ট ফেলিওরেরর আশঙ্কা বেশি
author img

By

Published : Apr 25, 2022, 4:44 PM IST

হায়দরাবাদ: আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির জার্নালে প্রকাশিত ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল (এমজিএইচ) এর গবেষকদের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত মহিলারা বন্ধ্যাত্বের সমস্য়ায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে হার্ট ফেলিওরেরর আশঙ্কা 16 শতাংশ বেড়ে গিয়েছে ৷ কার্ডিওলজিস্ট তথা এমজিএইচ-এর মেনোপজ, হরমোনস এবং কার্ডিওভাসকুলার ক্লিনিকের পরিচালক এমিলি লাউ বলেন, "আমারা দেখেছি মহিলাদের প্রজননের ইতিহাস তাঁদের ভবিষ্যতের হৃদরোগের ঝুঁকি সম্পর্কে অনেক কিছু বলতে পারে ৷ একজন মহিলার গর্ভবতী হতে সমস্য়া হচ্ছে কি না, তাঁর গর্ভাবস্থার সময় কী ঘটছে, যখন তিনি মেনোপজের মধ্য দিয়ে যান, সবই পরবর্তী জীবনে তাঁর হৃদরোগের ঝুঁকিকে প্রভাবিত করে।"

প্রতি পাঁচজন মার্কিন মহিলার মধ্য়ে একজন অবশ্যই বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন ৷ সাম্প্রতিক এই গবেষণার আগে পর্যন্ত হার্ট ফেলিওরের সঙ্গে এর যোগসূত্র কতখানি তা নিয়ে কোনও গবেষণা হয়নি ৷ 1990 এর দশকের গোড়ার দিকে তৈরি করা হয়েছিল উইমেন'স হেলথ ইনিশিয়েটিভ (WHI) ৷ এটি মহিলাদের প্রজনন ইতিহাস সম্পর্কিত তথ্য় সংগ্রহ করেছিল ৷ লাউ এবং সহকর্মীরা WHI থেকে পোস্টমেনোপজাল মহিলাদের তথ্য সংগ্রহ করে তা নিয়ে গবেষণা শুরু করেন ৷ তাঁরা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে, বন্ধ্যাত্ব হার্ট ফেলিওরের ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা নেয় কি না ।

হার্ট ফেলিওরের মূলত দু'ধরণের হয়(Heart failure risk in women):

  1. হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশন
  2. হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন

ইজেকশন ফ্র্যাকশন হল প্রতিটি বিটের সময় হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে পাম্প করা রক্তের ভলিউম পার্সেন্টেজ সংক্রান্ত একটি পরিমাপ ৷ 50 শতাংশের কম ইজেকশন ফ্র্যাকশনকে সাধারণত অস্বাভাবিক বলে ধরা হয় ৷

গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে, মহিলাদের প্রজননের ইতিহাস এবং হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশনের মধ্য়ে সরাসরি যোগসূত্র রয়েছে ৷ পোস্টমেনোপজাল পর্যায়ের 38,528 জন মহিলার উপর গবেষণা চালানোর পর তাঁরা দেখেছেন সামগ্রিকভাবে তাঁদের হার্ট ফেলিওরের ঝুঁকি 16 শতাংশ এবং হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশনের ঝুঁকি প্রায় 27 শতাংশ বেড়েছে ৷ লাউ বলেন, "এটি একটি চ্যালেঞ্জিং অবস্থা ৷ কারণ আমরা এখনও সম্পূর্ণরূপে জানি না যে হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশন ঠিক কীভাবে বিকশিত হয় এবং আমাদের কাছে এর চিকিৎসার জন্য খুব ভাল থেরাপি নেই ৷ "

গবেষণায় দলটি এও দেখেছেন, যে সমস্ত মহিলা পরবর্তীতে গর্ভধারণ করেছেন তাঁদের ক্ষেত্রে হার্ট ফেলিওরের ঝুঁকি কমেছে ৷ মনে রাখতে হবে প্রথাগতভাবে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকির কারণগুলি এক্ষেত্রেও একই ছিল ৷ লাউ বলেন, "আগেও কিছু গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে, বন্ধ্যাত্বের পর মহিলাদের কার্ডিওমেটাবলিক ঝুঁকির কারণ বেড়েছে ৷"

আরও পড়ুন : কার্ডিওভাসকুলার রোগে বাড়তে পারে স্মৃতিভ্রংশের ঝুঁকি

তিনি আরও বলেন, "আমরা একজন মহিলার বন্ধ্যাত্বকে পরিবর্তন করতে পারি না ৷ তবে যদি আমরা জানতে পারি, একজন মহিলার বন্ধ্যাত্বের ইতিহাস আছে, তাহলে আমরা তাকে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ধূমপান-সহ অন্যান্য সেই সমস্ত কারণ যা পরিবর্তনযোগ্য, তা নিয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে বলব।"

হায়দরাবাদ: আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির জার্নালে প্রকাশিত ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল (এমজিএইচ) এর গবেষকদের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, যে সমস্ত মহিলারা বন্ধ্যাত্বের সমস্য়ায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রে হার্ট ফেলিওরেরর আশঙ্কা 16 শতাংশ বেড়ে গিয়েছে ৷ কার্ডিওলজিস্ট তথা এমজিএইচ-এর মেনোপজ, হরমোনস এবং কার্ডিওভাসকুলার ক্লিনিকের পরিচালক এমিলি লাউ বলেন, "আমারা দেখেছি মহিলাদের প্রজননের ইতিহাস তাঁদের ভবিষ্যতের হৃদরোগের ঝুঁকি সম্পর্কে অনেক কিছু বলতে পারে ৷ একজন মহিলার গর্ভবতী হতে সমস্য়া হচ্ছে কি না, তাঁর গর্ভাবস্থার সময় কী ঘটছে, যখন তিনি মেনোপজের মধ্য দিয়ে যান, সবই পরবর্তী জীবনে তাঁর হৃদরোগের ঝুঁকিকে প্রভাবিত করে।"

প্রতি পাঁচজন মার্কিন মহিলার মধ্য়ে একজন অবশ্যই বন্ধ্যাত্বের সমস্যায় ভোগেন ৷ সাম্প্রতিক এই গবেষণার আগে পর্যন্ত হার্ট ফেলিওরের সঙ্গে এর যোগসূত্র কতখানি তা নিয়ে কোনও গবেষণা হয়নি ৷ 1990 এর দশকের গোড়ার দিকে তৈরি করা হয়েছিল উইমেন'স হেলথ ইনিশিয়েটিভ (WHI) ৷ এটি মহিলাদের প্রজনন ইতিহাস সম্পর্কিত তথ্য় সংগ্রহ করেছিল ৷ লাউ এবং সহকর্মীরা WHI থেকে পোস্টমেনোপজাল মহিলাদের তথ্য সংগ্রহ করে তা নিয়ে গবেষণা শুরু করেন ৷ তাঁরা পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে, বন্ধ্যাত্ব হার্ট ফেলিওরের ঝুঁকি বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা নেয় কি না ।

হার্ট ফেলিওরের মূলত দু'ধরণের হয়(Heart failure risk in women):

  1. হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশন
  2. হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন

ইজেকশন ফ্র্যাকশন হল প্রতিটি বিটের সময় হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে পাম্প করা রক্তের ভলিউম পার্সেন্টেজ সংক্রান্ত একটি পরিমাপ ৷ 50 শতাংশের কম ইজেকশন ফ্র্যাকশনকে সাধারণত অস্বাভাবিক বলে ধরা হয় ৷

গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে, মহিলাদের প্রজননের ইতিহাস এবং হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশনের মধ্য়ে সরাসরি যোগসূত্র রয়েছে ৷ পোস্টমেনোপজাল পর্যায়ের 38,528 জন মহিলার উপর গবেষণা চালানোর পর তাঁরা দেখেছেন সামগ্রিকভাবে তাঁদের হার্ট ফেলিওরের ঝুঁকি 16 শতাংশ এবং হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশনের ঝুঁকি প্রায় 27 শতাংশ বেড়েছে ৷ লাউ বলেন, "এটি একটি চ্যালেঞ্জিং অবস্থা ৷ কারণ আমরা এখনও সম্পূর্ণরূপে জানি না যে হার্ট ফেলিওর উইথ ইজেকশন ফ্র্যাকশন ঠিক কীভাবে বিকশিত হয় এবং আমাদের কাছে এর চিকিৎসার জন্য খুব ভাল থেরাপি নেই ৷ "

গবেষণায় দলটি এও দেখেছেন, যে সমস্ত মহিলা পরবর্তীতে গর্ভধারণ করেছেন তাঁদের ক্ষেত্রে হার্ট ফেলিওরের ঝুঁকি কমেছে ৷ মনে রাখতে হবে প্রথাগতভাবে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকির কারণগুলি এক্ষেত্রেও একই ছিল ৷ লাউ বলেন, "আগেও কিছু গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে, বন্ধ্যাত্বের পর মহিলাদের কার্ডিওমেটাবলিক ঝুঁকির কারণ বেড়েছে ৷"

আরও পড়ুন : কার্ডিওভাসকুলার রোগে বাড়তে পারে স্মৃতিভ্রংশের ঝুঁকি

তিনি আরও বলেন, "আমরা একজন মহিলার বন্ধ্যাত্বকে পরিবর্তন করতে পারি না ৷ তবে যদি আমরা জানতে পারি, একজন মহিলার বন্ধ্যাত্বের ইতিহাস আছে, তাহলে আমরা তাকে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ধূমপান-সহ অন্যান্য সেই সমস্ত কারণ যা পরিবর্তনযোগ্য, তা নিয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে বলব।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.