হায়দরাবাদ: দইয়ের ফোঁটা দিয়ে, শঙ্খ বাজিয়ে আরতি করে ভাইয়ের দীর্ঘায়ু কামনার রীতি বহু বছর ধরে চলে আসছে । কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে ভাইফোঁটা উদযাপিত হয় সারা দেশ জুড়ে । কোথাও এটি ভাইবীজ, কোথাও ভাই দুজ । গুজরাতে আবার এটি ভাই বেজ নামে পরিচিত । এই অনুষ্ঠানে মিষ্টি যেমন অপরিহার্য তেমনই গুরুত্বপূর্ণ হল উপহার দেওয়া । বাঙালিদের আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান । ভাই হোক বা দাদা, দিদি হোক বা বোন, উভয়ের মধ্যে উপহার দেওয়ারা রীতি আছে । জেনে নিন, এবার আপনি আপনার ভাই বা দাদা কিংবা বোনকে কী উপহার দেবেন ।
1) গহনা: বোন বা দিদিকে গহনা উপহার দিতে পারেন । গহনা যে কোনও অনুষ্ঠানেই উপহার (Gift) হিসেবে দেওয়া যায় । আর ভাইফোঁটার অনুষ্ঠানে অবশ্যই দেওয়া যেতে পারে । বোন বা দিদিকে কানের দুল, গলার হার কিংবা আংটি দিতে পারেন ।
![Bhai Fota 2022 News](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16708250_wb_ornaments.jpg)
2) শাড়ি বা সালোয়ার: পোশাক (Dress) উভয়কেই ভাইফোঁটার দিন উপহার দিয়ে থাকেন । ভাইকে শার্ট (shirt) কিংবা পঞ্জাবি দিতে পারেন । আবার বোনকে দিতে পারেন শাড়ি অথবা কুর্তি অথবা সালোয়ার দিতেই পারেন । রিটার্ন গিফট হিসেবেও পোশাক দেওয়া আদর্শ । তাই দেরি না করে চট করে কিনে ফেলুন মনের মতো দাদা বা বোনের জন্য পোশাক ।
![Cloths](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16708250_wb_gar.jpg)
3) ঘড়ি: ভাই বা দাদাকে উপহার হিসেবে দিতে পারেন ঘড়ি । ভাইয়ের পছন্দ মতো একটি ঘড়ি কিনে ফেলুন । আবার বোনকেও রিটার্ন গিফট হিসেবে ঘড়ি দেওয়া যেতেই পারে । আজকাল বিভিন্ন কোম্পানির বহু স্টাইলিশ ঘড়ি পাওয়া যায় । পছন্দ করে আপনি আপনার বোন বা দাদার জন্য সুন্দর উপহার কিনে নিতেই পারেন ৷
![ঘড়ি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16708250_wb_wat.jpg)
4) পারফিউম: উপহার হিসেবে দিতেই পারেন পারফিউম । ভাইকে যেমন পারফিউম দেওয়া যায়, তেমন বোনকেও রিটার্ন গিফট হিসেবে দিতে পারেন পারফিউম । ভাই বা বোনের পছন্দের ব্র্যান্ডের পারফিউম কিনে ফেলুন । এটি গিফট হিসেবে বেশ আদর্শ ।
![Perfume](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16708250_wb_perfume.jpg)
5) বই: আপনার ভাই বা বোন কেউ যদি বই পড়তে পছন্দ করেন তাহলে তো কোনও কথাই নেই ৷ তাহলে উপহার হিসেবে কিনে ফেলুন বই । ভাইয়ের পছন্দের লেখকরের বই উপহার দিন । বোনকেও রিটার্ন গিফট হিসেবে দিতে পারেন বই । এমন গল্পের বই দিন, যা পড়তে সে আগ্রহ পায় ।
![Book](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16708250_wb_book.jpg)
6) ব্যাগ: উপহার দিতে পারেন ব্যাগ । ট্রাভেল ব্যাগ, সাইড ব্যাগ, হ্যান্ড ব্যাগ কত কী আছে । বোন বা ভাই দু'জনকেই উপহার দেওয়া যায় । বোন বা ভাইয়ের পছন্দ বুঝে ব্যাগ কিনে ফেলুন । চাইলে ওয়ালেট বা পার্সও গিফট দিতে পারেন । উপহার হিসাবে এটাও হবে সেরা ৷
![Bag](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16708250_wb_bag.jpg)
7) কসমেটিক্স প্রোডাক্ট: বোনকে উপহার দিন কসমেটিক্স প্রোডাক্ট । সব মেয়েরাই কসমেটিক্স প্রোডাক্ট পেয়ে খুশি হন । এটা তো জানা কথাই ৷ দিতে পারেন লিপস্টিক, ফাউন্ডেশন কিংবা আই মেকআপ সেট ইত্যাদি । আর বাজেট একটু বেশি হলে এক সঙ্গে কয়টি প্রোডাক্ট কিনে সাজিয়ে উপহার দিন ।
![Cosmetic Product](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16708250_wb_cos.jpg)
8) সানগ্লাস: উপহার দিতে পারেন সানগ্লাস । সানগ্লাস বেশ ভালো উপহার । আর বাজেটের মধ্যে যে কোনও ব্র্যান্ডের সানগ্লাস এসে যায় । বোন কিংবা ভাই উভয়কেই সানগ্লাস দেওয়া যায় । পছন্দ বুঝে একটি সানগ্লাস কিনে ফেলুন । দেখবেন, তা যেন স্টাইলিশ হয় ৷
![Sunglass](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16708250_wb_sunglass.jpg)
আরও পড়ুন: বিশ্ব খাদ্য দিবসে অঙ্গীকার হোক খাবার নষ্ট না-করার