ETV Bharat / sukhibhava

World Thyroid Day: গ্যাস ও থাইরয়েডের ওষুধ একসঙ্গে খাওয়া বিপদজনক ! জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক - থাইরয়েড

বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষ্যে থাইরয়েড সম্পর্কে ইটিভি ভারতের সঙ্গে নিজের মতামত ভাগ করে নিলেন বিশেষজ্ঞ চিকিৎসক সত্যম চক্রবর্তী ৷ জেনে নিন কী বলছেন তিনি ?

World Thyroid Day News
গ্যাস ও থাইরয়েডের ওষুধ একসঙ্গে খাওয়া বিপদজনক
author img

By

Published : May 25, 2023, 11:02 AM IST

গ্যাস ও থাইরয়েডের ওষুধ একসঙ্গে খাওয়া বিপদজনক

কলকাতা, 25 মে: থাইরয়েডকে ঘিরে দিনের পর দিন বাড়ছে উদ্বেগ । প্রায় অধিকাংশ বাড়িতেই থাইরয়েডের সমস্যা বৃদ্ধির জন্য ওষুধ খেতে হচ্ছে মানুষজনকে । ছোট থেকে বড় প্রায় সব বয়সি মানুষই এই রোগে আক্রান্ত । তবে শুধু একাল নয় চিকিৎসকদের মতে পুরানো দিনেও এই রোগের প্রচলন ছিল সর্বাধিক বলেই মত প্রকাশ করেন বিশিষ্ট এন্ড্রোকলজিস্ট চিকিৎসক সত্যম চক্রবর্তী । তিনি বলেন, "এই রোগ আগেও মানুষের মধ্যে দেখা যেত । কিন্তু তখন তার আশেপাশের লোকজন সমস্যার গভীরতা বুঝতেন না বলে রোগীর যথাযথ চিকিৎসা হত না । ফলে অনেক ক্ষেত্রেই অল্প বয়সে তাঁদের মৃত্যু হত।"

শিশুদের মধ্যেও থাইরয়েডের প্রবণতা দেখা যায় । যদি কোনও শিশু বয়সের সঙ্গে সঙ্গে তার উচ্চতা বাড়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায় তবে তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে । তবে এর সঙ্গে শিশুদের বেশি আলিস্যি ভাব, যথা সময়ে দাঁড়ি না ওঠা, মেয়েদের ক্ষেত্রে সময়ের আগেই মাসিক শুরু হয়ে যাওয়া থাইরয়েড হরমোনের সমস্যার মধ্যে পড়ে । অনেক শিশুর ক্ষেত্রের দেখা যায় অতিরিক্ত ওজন । যার জন্য দায়ী করা হয় থাইরয়েডকে । কিন্তু চিকিৎসকের মতে থাইরয়েডের জন্য ওজন বাড়ে শুধুমাত্র এক কেজি ।

তিনি জানান, থাইরয়েড মেটাপলিজিম হরমোনকে রোধ করে । তবে যখন থাইরয়েড হরমোনের সমস্যা হয় তখন সে সেটা করতে পারে না । ফলে শরীরে জল, চর্বি জমে তখন ওজনের একটু হেরফের হয় । তবে শিশুদের জন্য অযথা হেলথ ড্রিঙ্কস, অতিরিক্ত বাইরের খাবার যা শরীরে ওজন বাড়িয়ে দেয় ।

তবে থাইরয়েডের ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন দাঁড়ায় খাওয়া ও ওষুধ নিয়ে । তার কারণ বহুক্ষেত্রেই থাইরয়েডের জন্য বহু সবজি বন্ধ হয়ে যায় খাওয়া । তবে সেক্ষেত্রে চিকিৎসক বলেন, থাইরয়েডের ওষুধ কাজ করে খালি পেটে অতএব যখন অ্যাসিড থাকে পেটে । কিন্ত বহু মানুষ সকালে গ্যাসের ওষুধ খেয়ে নিয়ে ব্রেকফার্স্ট করার সময় থাইরয়েডের ওষুধ খায় । তখন সেই ওষুধ একদমই কাজ করে না । আবার থাইরয়েড হলে বাধাকপি, ফুলকপি, সোয়াবিন জাতীয় খাওয়ার বন্ধ থাকে । তবে আমি বলি এই খাওয়ার খেতে হলে অবশ্যই দুপুর বেলায় খাওয়া ভালো । তার কারণ সকালে বেলায় ওষুধ খেয়ে নিলে ফলে দুপুরে খেলে অসুবিধা হবে না । আবার রাতে খেলে সমস্যা হতে পারে ।

আরও পড়ুন: সাবধান ! বিশ্বব্যাপী 800 মিলিয়নেরও বেশি লোক ভুগবে পিঠের ব্যথায়

গ্যাস ও থাইরয়েডের ওষুধ একসঙ্গে খাওয়া বিপদজনক

কলকাতা, 25 মে: থাইরয়েডকে ঘিরে দিনের পর দিন বাড়ছে উদ্বেগ । প্রায় অধিকাংশ বাড়িতেই থাইরয়েডের সমস্যা বৃদ্ধির জন্য ওষুধ খেতে হচ্ছে মানুষজনকে । ছোট থেকে বড় প্রায় সব বয়সি মানুষই এই রোগে আক্রান্ত । তবে শুধু একাল নয় চিকিৎসকদের মতে পুরানো দিনেও এই রোগের প্রচলন ছিল সর্বাধিক বলেই মত প্রকাশ করেন বিশিষ্ট এন্ড্রোকলজিস্ট চিকিৎসক সত্যম চক্রবর্তী । তিনি বলেন, "এই রোগ আগেও মানুষের মধ্যে দেখা যেত । কিন্তু তখন তার আশেপাশের লোকজন সমস্যার গভীরতা বুঝতেন না বলে রোগীর যথাযথ চিকিৎসা হত না । ফলে অনেক ক্ষেত্রেই অল্প বয়সে তাঁদের মৃত্যু হত।"

শিশুদের মধ্যেও থাইরয়েডের প্রবণতা দেখা যায় । যদি কোনও শিশু বয়সের সঙ্গে সঙ্গে তার উচ্চতা বাড়ার ক্ষেত্রে সমস্যা দেখা যায় তবে তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে । তবে এর সঙ্গে শিশুদের বেশি আলিস্যি ভাব, যথা সময়ে দাঁড়ি না ওঠা, মেয়েদের ক্ষেত্রে সময়ের আগেই মাসিক শুরু হয়ে যাওয়া থাইরয়েড হরমোনের সমস্যার মধ্যে পড়ে । অনেক শিশুর ক্ষেত্রের দেখা যায় অতিরিক্ত ওজন । যার জন্য দায়ী করা হয় থাইরয়েডকে । কিন্তু চিকিৎসকের মতে থাইরয়েডের জন্য ওজন বাড়ে শুধুমাত্র এক কেজি ।

তিনি জানান, থাইরয়েড মেটাপলিজিম হরমোনকে রোধ করে । তবে যখন থাইরয়েড হরমোনের সমস্যা হয় তখন সে সেটা করতে পারে না । ফলে শরীরে জল, চর্বি জমে তখন ওজনের একটু হেরফের হয় । তবে শিশুদের জন্য অযথা হেলথ ড্রিঙ্কস, অতিরিক্ত বাইরের খাবার যা শরীরে ওজন বাড়িয়ে দেয় ।

তবে থাইরয়েডের ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন দাঁড়ায় খাওয়া ও ওষুধ নিয়ে । তার কারণ বহুক্ষেত্রেই থাইরয়েডের জন্য বহু সবজি বন্ধ হয়ে যায় খাওয়া । তবে সেক্ষেত্রে চিকিৎসক বলেন, থাইরয়েডের ওষুধ কাজ করে খালি পেটে অতএব যখন অ্যাসিড থাকে পেটে । কিন্ত বহু মানুষ সকালে গ্যাসের ওষুধ খেয়ে নিয়ে ব্রেকফার্স্ট করার সময় থাইরয়েডের ওষুধ খায় । তখন সেই ওষুধ একদমই কাজ করে না । আবার থাইরয়েড হলে বাধাকপি, ফুলকপি, সোয়াবিন জাতীয় খাওয়ার বন্ধ থাকে । তবে আমি বলি এই খাওয়ার খেতে হলে অবশ্যই দুপুর বেলায় খাওয়া ভালো । তার কারণ সকালে বেলায় ওষুধ খেয়ে নিলে ফলে দুপুরে খেলে অসুবিধা হবে না । আবার রাতে খেলে সমস্যা হতে পারে ।

আরও পড়ুন: সাবধান ! বিশ্বব্যাপী 800 মিলিয়নেরও বেশি লোক ভুগবে পিঠের ব্যথায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.