হায়দরাবাদ : হিউস্টনের ইউনিভার্সিটি অফ টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের গবেষণা বলছে যাঁদের ফ্লু টিকা নেওয়া রয়েছে তাঁদের অ্য়ালঝাইমার রোগের ঝুঁকি কম ৷ 65 বছর বা তার বেশি বয়সি মার্কিন নাগরিকদের বেছে নেওয়া হয়েছিল এই নতুন গবেষণার জন্য (Flu vaccination link to risk of Alzheimers disease)৷
ইউনিভার্সিটির গবেষক আব্রাম এস বুখবিন্ডার বলেন, "আমরা দেখেছি যে বয়স্ক প্রাপ্তবয়স্কদের মধ্যে ফ্লু ভ্যাকসিনেশন বেশ কয়েক বছর ধরে অ্যালঝাইমার রোগের ঝুঁকি হ্রাস করেছে । একজন ব্যক্তি যত বছর বার্ষিক ফ্লু ভ্যাকসিন গ্রহণ করেন তার এই প্রতিরক্ষামূলক শক্তি ততটাই বৃদ্ধি পায় ।" যাঁরা ধারাবাহিকভাবে ফ্লু ভ্যাকসিন নিয়েছেন তাঁদের এই রোগের ঝুঁকি সবচেয়ে কম ছিল বলেও জানান তিনি ৷ এই গবেষণার জন্য বিশাল বড় একটি স্যাম্পেল সাইজ ব্যবহার করা হয় ৷ যার মধ্যে 9,35,887 জন এমন ছিলেন যাঁরা ভ্যাকসিনেটেড এবং 9,35,887 জন নন ভ্যাকসিনেটেড ৷
চার বছর ধরে চলা এই গবেষণায় দেখা যায়, ফ্লু-টিকা নেওয়া ব্যক্তিদের প্রায় 5.1 শতাংশ অ্যালঝাইমার রোগে আক্রান্ত হয়েছেন । অন্যদিকে নন ভ্যাকসিনেটেড ব্যক্তিদের 8.5 শতাংশ এই রোগে আক্রান্ত হয়েছেন । বুখবিন্ডার এবং তার সহযোগীদের মতে ফলাফলগুলি এই রোগের বিরুদ্ধে ফ্লু ভ্যাকসিনের শক্তিশালী প্রতিরক্ষামূলক প্রভাবকে চিহ্নিত করে। তবে এই নিয়ে আরও অধ্যয়নের প্রয়োজন ।
বিশ্ববিদ্য়ালয়ের অন্য অধ্যাপক পল ইবি শুলজ বলেন, "যেহেতু প্রমাণ রয়েছে যে বেশ কয়েকটি ভ্যাকসিন অ্যালঝাইমার রোগ থেকে রক্ষা করতে সাহায্য, তাই এটি যে শুধু নির্দিষ্ট ফ্লু ভ্যাকসিনের প্রভাব তা ভাবা ঠিক নয় ৷ পরিবর্তে, আমরা বিশ্বাস করি যে ইমিউন সিস্টেম ভীষণ জটিল ৷ সেখানে কিছু পরিবর্তন, যেমন নিউমোনিয়া, এটিকে এমনভাবে সক্রিয় করতে পারে যা অ্যালঝাইমার রোগের আরও ঝুঁকি আরও বাডায় । কিন্তু অন্যান্য কিছু পরিবর্তন যা ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এমনভাবে যা আবার অ্যালঝাইমার রোগ থেকে রক্ষা করে । তাই ইমিউন সিস্টেম নিয়ে আরও পড়াশোনা দরকার ৷ "
আরও পড়ুন : বর্ষা মানেই ডেঙ্গুর ভয় ! জেনে নিন উপসর্গ, লক্ষণ ও প্রতিরোধের উপায়
এর আগের গবেষণায় দেখা গিয়েছে ফ্লু ভ্যাকসিন ছাড়াও টিটেনাস, পোলিও এবং হারপিস সহ বিভিন্ন টিকা ডিমেনশিয়ার ঝুঁকি কমায় ৷ করোনার ভ্যাকসিনও এই তালিকায় থাকে কি না তা নিয়েও গবেষণা দরকার বলেই মনে করেন আব্রাম এস বুখবিন্ডার ৷