ETV Bharat / sukhibhava

Risk Factors for Heart Diseases : শৈশব থেকেই শরীরে বাড়ছে হৃদরোগের ঝুঁকি! জানেন কি? - Childhood Risk Factors of Heart Attack

শৈশব থেকেই শরীরে ধীরে ধীরে বাড়তে পারে কার্ডিওভাসকুলার রোগের পাঁচটি প্রধান কারণ (Childhood Risk Factors of Heart Attack ) ৷ নতুন গবেষণার পর এমনটাই বলছেন বিশেষজ্ঞরা ৷

Risk Factors for Heart Diseases
শৈশব থেকেই শরীরে বাড়ছে হৃদরোগের ঝুঁকি! জানেন কি?
author img

By

Published : Apr 8, 2022, 12:35 PM IST

হায়দরাবাদ : ইন্টারন্যাশনাল চাইল্ডহুড কার্ডিওভাসকুলার কনসোর্টিয়াম এবং মারডক চিলড্রেন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, বডি মাস ইনডেক্স, রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস (রক্তে পাওয়া এক ধরনের চর্বি) এবং তরুণদের ধূমপান পরবর্তীতে কার্ডিওভাসকুলার রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ বিশেষত 40 বছরের পরে কার্ডিওভাসকুলার রোগের ক্ষেত্রে এর সরাসরি যোগ রয়েছে ৷ এর মধ্যে বেশিরভাগ কারণগুলির শৈশব থেকেই তৈরি হতে থাকে (Childhood Risk Factors of Heart Attack) ৷

গবেষণার অন্যতম প্রধান লেখক প্রফেসর টেরেন্স ডোয়ায়ার বলেন, "হৃদরোগের চিকিৎসা এবং অস্ত্রোপচারের পর পরিচর্যার ভূমিকা আছে ঠিকই ৷ তবে প্রধান বিষয়টি নির্ভর করবে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলির ওপর ৷ এই গবেষণা নিশ্চিত করে যে শৈশব থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি শুরু করা উচিত।"

তিনি আরও জানান, রোগের উপর প্রাথমিক জীবনের প্রভাব কতখানি, উপযুক্ত তথ্যের অভাবে তা বিশ্লেষণ করা সত্যিই কঠিন ছিল ৷ কারণ রোগের আগে এবং পরে ফলোআপও সেভাবে করা হয়নি ৷ তিনি বলেন, "i3C-এর গবেষকরা এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন ৷ কারণ আমরা জানতাম যে শেষ পর্যন্ত মানব স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷"

গবেষণার জন্য অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 38,589 জনকে বেছে নিয়েছিলেন তাঁরা যাঁদের বয়স ছিল 3-19 বছরের মধ্যে ৷ তাঁদের বয়স 35-50 বছর হওয়া অবধি গবেষকরা তাঁদের ফলোআপে রেখেছিলেন ৷ অধ্যাপক ডোয়ায়ার বলেন, "গবেষণায় দেখা গিয়েছে যে পাঁচটি ঝুঁকির কারণ, পৃথকভাবে বা একত্রে শৈশবেই উপস্থিত ছিল ৷ যা পরবর্তীতে মারাত্মক বা সাধারণ কার্ডিওভাসকুলার রোগের কারণ হতে পারে ৷ শুধু তাই নয় গবেষণায় যে সমস্ত বাচ্চাদের বেছে নেওয়া হয়েছিল, তাদের অর্ধেকের মধ্যেই পরবর্তীতে কার্ডিওভাসকুলার রোগের সম্ভবনা দেখা গিয়েছে ৷ কারও কারও ক্ষেত্রে তো ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় ন গুণ বেশি ছিল ৷"

আরও পড়ুন : ওমিক্রনের পর হাজির নতুন ভ্যারিয়্যান্ট এক্সই, জেনে নিন এই নতুন শত্রুর ক্ষমতার খুঁটিনাটি

অধ্যাপক ডোয়ায়ার বলেন, "যদিও এই প্রমাণ আগে পাওয়া যায়নি, তবে ফলাফলগুলি সম্পূর্ণরূপে আশ্চর্যজনক ছিল না ৷ কারণ এর আগেই শিশুদের ধমনীতে চর্বি জমার প্রাথমিক লক্ষণ মিলেছে ৷" তাই একইসঙ্গে তিনি জানান, এই নতুন প্রমাণ কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধকারী প্রোগামগুলিকে বাচ্চাদের মধ্য়ে আরও বেশি প্রচার এবং প্রসারের উপরের জোর দেয় ৷ একই সঙ্গে তরুণ বয়সে ধূমপান ত্যাগ করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রোগের ঝুঁকি কমাতে পারে ৷

হায়দরাবাদ : ইন্টারন্যাশনাল চাইল্ডহুড কার্ডিওভাসকুলার কনসোর্টিয়াম এবং মারডক চিলড্রেন রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে, বডি মাস ইনডেক্স, রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস (রক্তে পাওয়া এক ধরনের চর্বি) এবং তরুণদের ধূমপান পরবর্তীতে কার্ডিওভাসকুলার রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ বিশেষত 40 বছরের পরে কার্ডিওভাসকুলার রোগের ক্ষেত্রে এর সরাসরি যোগ রয়েছে ৷ এর মধ্যে বেশিরভাগ কারণগুলির শৈশব থেকেই তৈরি হতে থাকে (Childhood Risk Factors of Heart Attack) ৷

গবেষণার অন্যতম প্রধান লেখক প্রফেসর টেরেন্স ডোয়ায়ার বলেন, "হৃদরোগের চিকিৎসা এবং অস্ত্রোপচারের পর পরিচর্যার ভূমিকা আছে ঠিকই ৷ তবে প্রধান বিষয়টি নির্ভর করবে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলির ওপর ৷ এই গবেষণা নিশ্চিত করে যে শৈশব থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি শুরু করা উচিত।"

তিনি আরও জানান, রোগের উপর প্রাথমিক জীবনের প্রভাব কতখানি, উপযুক্ত তথ্যের অভাবে তা বিশ্লেষণ করা সত্যিই কঠিন ছিল ৷ কারণ রোগের আগে এবং পরে ফলোআপও সেভাবে করা হয়নি ৷ তিনি বলেন, "i3C-এর গবেষকরা এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন ৷ কারণ আমরা জানতাম যে শেষ পর্যন্ত মানব স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷"

গবেষণার জন্য অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 38,589 জনকে বেছে নিয়েছিলেন তাঁরা যাঁদের বয়স ছিল 3-19 বছরের মধ্যে ৷ তাঁদের বয়স 35-50 বছর হওয়া অবধি গবেষকরা তাঁদের ফলোআপে রেখেছিলেন ৷ অধ্যাপক ডোয়ায়ার বলেন, "গবেষণায় দেখা গিয়েছে যে পাঁচটি ঝুঁকির কারণ, পৃথকভাবে বা একত্রে শৈশবেই উপস্থিত ছিল ৷ যা পরবর্তীতে মারাত্মক বা সাধারণ কার্ডিওভাসকুলার রোগের কারণ হতে পারে ৷ শুধু তাই নয় গবেষণায় যে সমস্ত বাচ্চাদের বেছে নেওয়া হয়েছিল, তাদের অর্ধেকের মধ্যেই পরবর্তীতে কার্ডিওভাসকুলার রোগের সম্ভবনা দেখা গিয়েছে ৷ কারও কারও ক্ষেত্রে তো ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় ন গুণ বেশি ছিল ৷"

আরও পড়ুন : ওমিক্রনের পর হাজির নতুন ভ্যারিয়্যান্ট এক্সই, জেনে নিন এই নতুন শত্রুর ক্ষমতার খুঁটিনাটি

অধ্যাপক ডোয়ায়ার বলেন, "যদিও এই প্রমাণ আগে পাওয়া যায়নি, তবে ফলাফলগুলি সম্পূর্ণরূপে আশ্চর্যজনক ছিল না ৷ কারণ এর আগেই শিশুদের ধমনীতে চর্বি জমার প্রাথমিক লক্ষণ মিলেছে ৷" তাই একইসঙ্গে তিনি জানান, এই নতুন প্রমাণ কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধকারী প্রোগামগুলিকে বাচ্চাদের মধ্য়ে আরও বেশি প্রচার এবং প্রসারের উপরের জোর দেয় ৷ একই সঙ্গে তরুণ বয়সে ধূমপান ত্যাগ করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রোগের ঝুঁকি কমাতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.