ETV Bharat / sukhibhava

Durga Puja Fashion: এবার পুজোয় কি অন্যরকম লুক চান ? জেনে নিন কিছু টিপস - Durga Puja Fashion

বাঙালির পুজো মানে অন্যরকম ৷ আপনি কি চান আপনাকে লাগুক আকর্ষনীয় (Durga Puja Fashion) ৷ দেখুন কিছু টিপস ৷

Durga Puja Fashion News
এবার পুজোয় কি অন্যরকম লুক চান
author img

By

Published : Sep 8, 2022, 4:15 PM IST

হায়দরাবাদ: পুজো প্রায় এসে গিয়েছে । স্বাভাবিকভাবেই ইতিমধ্যে অনেকের কেনাকাটা শুরু করে দিয়েছে । কিন্তু দুর্গাপুজো আমাদের এক শ্রেষ্ঠ উৎসব । আর দুর্গাপুজোর আগে কেনাকাটা যে শেষই হয় না বাঙালিদের ৷ সবসময় পুজোর কেনাকাটার একটা মেজাজে থাকে বাঙালি ৷ নতুন জামা-কাপড় (Durga Puja Fashion 2022) বা নতুন ধারার সাজগোজ, তালিকায় থাকে সবকিছুই । বছরের এই একটা সময় বাঙালি মজে থাকে নতুন মেজাজে (Durga Puja Fashion) ৷

বাইরে না-বেরোলেও সেজেগুজে নতুন পোশাকে একটা সেলফি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করতেই হয় । আর সেইজন্য পুজোর সাজ তো অন্যরকম লাগবেই ৷ আর পুজোয় যদি একেবারেই অন্যরকম সাজা যায় তাহলে মন্দ হয় না ৷ দেখে নিন পুজোর সাজের কিছু টিপস ৷

1) কনট্রাস্ট জাতীয়: এটি এখন দারুণ ট্রেন্ড । কোনটার সঙ্গে কী পরা যায় এত ভাবনা চিন্তা না করে কো অর্ডিনেটেড সালওয়ার, লেহেঙ্গা চোলি, স্কার্ট ব্লাউজ বা যে কোনও পোশাক হাতের কাছে থাকলে কোনও চিন্তা নেই । কোনটার সঙ্গে কোনটা পরবেন চিন্তা না করেই আপনি আপনার ফ্যাশনকে করে তুলুন আকর্ষনীয় ৷

2) ঢিলা প্যান্ট: এটা আগেও ছিল, কিন্তু সবার এই ফ্যাশনেবল প্যান্ট এত পছন্দ হয়েছে যে এখনও জাঁকিয়ে বসে আছে এটি । এটা পরতেও বেশ আরাম আর দেখতেও দারুণ লাগে । আপনি একটি ঢিলা প্যান্টের সঙ্গে একটা শর্ট টপ পড়লে আপনাকে আকর্ষণীয় লাগবে ৷

আরও পড়ুন: পুজোর মরশুমে কীভাবে নজর কাড়বে ছেলেরা ? রইল দারুণ কিছু টিপস

3) সিফন শাড়ি: সিফন শাড়ি এবারের পুজোয় আকর্ষণীয় হতে পারে আপনার জন্য ৷ এটির সঙ্গে স্লিভলেস ব্লাউজ দারুণ যাবে ৷

4) বেনারসি সালোয়ার: এই ধরনের সালোয়ার অন্যরকম মর্যাদা আনে ৷ আপনার পোশাকে সৌন্দর্য্য বাড়ায় ৷ রোজকার ওয়েস্টার্ন ছেড়ে অন্যরকমে খারাপ লাগবে না ৷

5) নেট শাড়ি: নেট শাড়ি এবারের পুজোয় আপনার ফ্যাশন সেন্সে বাড়তি মাত্রা যোগ করতে পারে ৷ তাই পুজোর ফ্যাশনে এবার নেট শাড়ি রাখতেই পারেন ৷

হায়দরাবাদ: পুজো প্রায় এসে গিয়েছে । স্বাভাবিকভাবেই ইতিমধ্যে অনেকের কেনাকাটা শুরু করে দিয়েছে । কিন্তু দুর্গাপুজো আমাদের এক শ্রেষ্ঠ উৎসব । আর দুর্গাপুজোর আগে কেনাকাটা যে শেষই হয় না বাঙালিদের ৷ সবসময় পুজোর কেনাকাটার একটা মেজাজে থাকে বাঙালি ৷ নতুন জামা-কাপড় (Durga Puja Fashion 2022) বা নতুন ধারার সাজগোজ, তালিকায় থাকে সবকিছুই । বছরের এই একটা সময় বাঙালি মজে থাকে নতুন মেজাজে (Durga Puja Fashion) ৷

বাইরে না-বেরোলেও সেজেগুজে নতুন পোশাকে একটা সেলফি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করতেই হয় । আর সেইজন্য পুজোর সাজ তো অন্যরকম লাগবেই ৷ আর পুজোয় যদি একেবারেই অন্যরকম সাজা যায় তাহলে মন্দ হয় না ৷ দেখে নিন পুজোর সাজের কিছু টিপস ৷

1) কনট্রাস্ট জাতীয়: এটি এখন দারুণ ট্রেন্ড । কোনটার সঙ্গে কী পরা যায় এত ভাবনা চিন্তা না করে কো অর্ডিনেটেড সালওয়ার, লেহেঙ্গা চোলি, স্কার্ট ব্লাউজ বা যে কোনও পোশাক হাতের কাছে থাকলে কোনও চিন্তা নেই । কোনটার সঙ্গে কোনটা পরবেন চিন্তা না করেই আপনি আপনার ফ্যাশনকে করে তুলুন আকর্ষনীয় ৷

2) ঢিলা প্যান্ট: এটা আগেও ছিল, কিন্তু সবার এই ফ্যাশনেবল প্যান্ট এত পছন্দ হয়েছে যে এখনও জাঁকিয়ে বসে আছে এটি । এটা পরতেও বেশ আরাম আর দেখতেও দারুণ লাগে । আপনি একটি ঢিলা প্যান্টের সঙ্গে একটা শর্ট টপ পড়লে আপনাকে আকর্ষণীয় লাগবে ৷

আরও পড়ুন: পুজোর মরশুমে কীভাবে নজর কাড়বে ছেলেরা ? রইল দারুণ কিছু টিপস

3) সিফন শাড়ি: সিফন শাড়ি এবারের পুজোয় আকর্ষণীয় হতে পারে আপনার জন্য ৷ এটির সঙ্গে স্লিভলেস ব্লাউজ দারুণ যাবে ৷

4) বেনারসি সালোয়ার: এই ধরনের সালোয়ার অন্যরকম মর্যাদা আনে ৷ আপনার পোশাকে সৌন্দর্য্য বাড়ায় ৷ রোজকার ওয়েস্টার্ন ছেড়ে অন্যরকমে খারাপ লাগবে না ৷

5) নেট শাড়ি: নেট শাড়ি এবারের পুজোয় আপনার ফ্যাশন সেন্সে বাড়তি মাত্রা যোগ করতে পারে ৷ তাই পুজোর ফ্যাশনে এবার নেট শাড়ি রাখতেই পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.