ETV Bharat / sukhibhava

Pimple Problem: ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে খান এই জুসগুলি

author img

By

Published : Oct 29, 2022, 8:37 PM IST

ব্রণ নিয়ে ভুগছেন ? খান এই জুসগুলি (Pimple Problem) ৷

Pimple Problem News
ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে খান এই জুসগুলি

হায়দরাবাদ: আজকাল দূষণ, টেনশন, অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে শরীরের সঙ্গে সঙ্গে ত্বকেও বিভিন্ন সমস্যা দেখা দেয় ৷ আপনার যদি ব্রণর সমস্যা থাকে তাহলে ত্বককে অবহেলা করা যাবে না ৷ ব্রণর সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে মুখে দাগে পরিণত হয় ৷ যা একেবারেই ভালোলাগে না ৷ তাই ব্রণ থেকে মুক্তি পেতে ত্বকের পরিচর্যা করুন ৷ ত্বকের যত্ন নিতে, আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর খাবারের সঙ্গে কিছু ভেষজ সমৃদ্ধ জুস খেতে হবে । জেনে নিন কী কী খেলে আপনার ব্রণ সমস্যা কম হবে (Pimple Problem) ৷

1) নিমপাতা ও মধুর রস- প্রতিদিন সকালে নিম পাতা ও মধুর রস পান করুন । নিমের মধ্যে থাকা তিক্ততা অনেক সমস্যা দূর করে । নিম পাতা রক্ত ​​বিশুদ্ধ করে এবং ব্রণ দূর করে ত্বককে সুস্থ করে তোলে । আপনি কতগুলি নিম পাতা কয়েকটি পেষ্ট করে তারমধ্যে কয়েকফোঁটা মধুর রস মিশিয়ে পান করুন ৷ এতে ব্রণর সমস্যা মিটবে ৷

Pimple Problem
নিমপাতা ও মধুর রস

2) আমলা এবং অ্যালোভেরার জুস- অ্যলোভেরা এবং আমলা শরীরের জন্য উপকারী ৷ যাারা ব্রণর সমস্যায় ভুগছেন তারা বিশেষ করে এই জুস পান করুন ৷ এছাড়াও ওজন কমানো থেকে শুরু করে শরীরকে ডিটক্সিফাই করে ৷ এক চামচ অ্যালোভেরা জুসের সঙ্গে এক চামচ আমলার জুস মিশিয়ে নিন এর মধ্যে অল্প জল নিন তারপর পান করুন ৷

Pimple Problem
আমলা এবং অ্যালোভেরার জুস

3) হলুদ এবং লেবুর রস- হলুদ এবং লেবুর রস তৈরি করুন এটি আপনি পান করতে পারেন রোজ । হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পাওয়া যায় । যা ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে । শুধুমাত্র হলুদের জল খাওয়া অনেকের পক্ষে কঠিন, তাই আপনি এতে সামান্য লেবুর রস বা এক চামচ মধু যোগ করতে পারেন । এতে স্বাদও ভালো হবে । এই জুসগুলি পান করলে ব্রণ সমস্যা থেকে শরীরের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে ৷

Pimple Problem
হলুদ এবং লেবুর রস

আরও পড়ুন: আপনি যদি ত্বক সংক্রান্ত সমস্যা এড়াতে চান, তাহলে মেনে চলুন এইগুলি

হায়দরাবাদ: আজকাল দূষণ, টেনশন, অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে শরীরের সঙ্গে সঙ্গে ত্বকেও বিভিন্ন সমস্যা দেখা দেয় ৷ আপনার যদি ব্রণর সমস্যা থাকে তাহলে ত্বককে অবহেলা করা যাবে না ৷ ব্রণর সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে মুখে দাগে পরিণত হয় ৷ যা একেবারেই ভালোলাগে না ৷ তাই ব্রণ থেকে মুক্তি পেতে ত্বকের পরিচর্যা করুন ৷ ত্বকের যত্ন নিতে, আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর খাবারের সঙ্গে কিছু ভেষজ সমৃদ্ধ জুস খেতে হবে । জেনে নিন কী কী খেলে আপনার ব্রণ সমস্যা কম হবে (Pimple Problem) ৷

1) নিমপাতা ও মধুর রস- প্রতিদিন সকালে নিম পাতা ও মধুর রস পান করুন । নিমের মধ্যে থাকা তিক্ততা অনেক সমস্যা দূর করে । নিম পাতা রক্ত ​​বিশুদ্ধ করে এবং ব্রণ দূর করে ত্বককে সুস্থ করে তোলে । আপনি কতগুলি নিম পাতা কয়েকটি পেষ্ট করে তারমধ্যে কয়েকফোঁটা মধুর রস মিশিয়ে পান করুন ৷ এতে ব্রণর সমস্যা মিটবে ৷

Pimple Problem
নিমপাতা ও মধুর রস

2) আমলা এবং অ্যালোভেরার জুস- অ্যলোভেরা এবং আমলা শরীরের জন্য উপকারী ৷ যাারা ব্রণর সমস্যায় ভুগছেন তারা বিশেষ করে এই জুস পান করুন ৷ এছাড়াও ওজন কমানো থেকে শুরু করে শরীরকে ডিটক্সিফাই করে ৷ এক চামচ অ্যালোভেরা জুসের সঙ্গে এক চামচ আমলার জুস মিশিয়ে নিন এর মধ্যে অল্প জল নিন তারপর পান করুন ৷

Pimple Problem
আমলা এবং অ্যালোভেরার জুস

3) হলুদ এবং লেবুর রস- হলুদ এবং লেবুর রস তৈরি করুন এটি আপনি পান করতে পারেন রোজ । হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পাওয়া যায় । যা ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে । শুধুমাত্র হলুদের জল খাওয়া অনেকের পক্ষে কঠিন, তাই আপনি এতে সামান্য লেবুর রস বা এক চামচ মধু যোগ করতে পারেন । এতে স্বাদও ভালো হবে । এই জুসগুলি পান করলে ব্রণ সমস্যা থেকে শরীরের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে ৷

Pimple Problem
হলুদ এবং লেবুর রস

আরও পড়ুন: আপনি যদি ত্বক সংক্রান্ত সমস্যা এড়াতে চান, তাহলে মেনে চলুন এইগুলি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.