ETV Bharat / sukhibhava

Anti Nausea Drugs on Stroke : বমির সমস্যা মেটানোর কিছু ওষুধই স্ট্রোকের ঝুঁকি তিনগুণ বাড়িয়ে দিতে পারে - বমির সমস্যা মেটানোর কিছু ওষুধই স্ট্রোকের ঝুঁকি তিনগুণ বাড়িয়ে দিতে পারে

বমি বমি ভাব এবং বমির সমস্যা মেটানোর জন্য ব্যাপকভাবে ওষুধ ব্যবহার করলে স্ট্রোকের ঝুঁকি তিনগুণ বেড়ে যায়, বলছে গবেষণা (Anti Nausea Drugs On Stroke)৷

Anti Nausea Drugs on Stroke
বমির সমস্যা মেটানোর কিছু ওষুধই স্ট্রোকের ঝুঁকি তিনগুণ বাড়িয়ে দিতে পারে
author img

By

Published : Mar 25, 2022, 12:56 PM IST

হায়দরাবাদ : মাইগ্রেনে আক্রান্ত যে সমস্ত ব্যক্তিরা কেমোথেরাপি বা রেডিওথেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁরা অনেক সময় বমি বমি ভাব এবং বমির সমস্যা মেটানোর জন্য অ্যান্টিডোপামিনার্জিক অ্যান্টিমেটিকস (ADAs) ওষুধ ব্যবহার করে থাকেন । কিন্তু দ্য বিএমজে দ্বারা প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী মস্তিস্কের রক্তপ্রবাহের ওপর এডিএ-র সম্ভাব্য ক্রিয়া স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে (Anti Nausea Drugs On Stroke) ৷ গবেষকরা জানিয়েছেন, ওষুধগুলি যখন ব্লাড-ব্রেনের বাধাগুলি অতিক্রম করে যায় তখন ঝুঁকি অনেকটা বেড়ে যায় ৷ এমনকী সেরিব্রাল রক্তপ্রবাহের ওপরও তার প্রভাব পড়তে পারে ৷

ইনসারম অ্যান্ড বোর্দো ইউনিভার্সিটি (বর্দো পপুলেশন হেলথ সেন্টার) এবং ফ্রান্সের বোর্দো সিএইচইউ-এর গবেষকদের একটি দল তিন ধরণের এডিএ- ডম্পেরিডোন, মেটোপিমাজিন এবং মেটোক্লোপ্রামাইড নিয়ে গবেষণা করেছেন ৷ দেখা গিয়েছে, সবক্ষেত্রেই ঝুঁকি যথেষ্ট ৷ তবে ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি মেটোপিমাজিন এবং মেটোক্লোপ্রামাইডের ক্ষেত্রে ৷

অ্যান্টিসাইকোটিক্সের মত এডিএগুলি অ্যান্টিডোপামিনার্জিক ওষুধ যা মস্তিস্কের ডেপোমিন কার্যকলাপকে বন্ধ করে দিয়ে নিজের কাজ করে ৷ অ্যান্টিসাইকোটিকগুলি ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে এডিএ-সহ অন্যান্য অ্যান্টিডোপামিনার্জিক এই ঝুঁকি বাড়ায় কি না তা এখনও সঠিকভাবে জানা যায়নি ৷

দলটি তাঁদের সমীক্ষায় 2012 থেকে 2016 সাল অবধি 2,612 জন ইস্কেমিক স্ট্রোকের রোগীর সঙ্গে এলোমেলো ভাবে বেছে নেওয়া 21,859 জন (কন্ট্রোল গ্রুপ) রোগীর তুলনা করেছেন এবং লিঙ্গ, বয়স অনুসারে স্ট্রোকের ঝুঁকি কতখানি তা বিশ্লেষণ করেছেন ৷ এক্ষেত্রে সকলকেই এডিএ দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন:টাইপ-2 ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় কোভিড, বলছে গবেষণা

স্ট্রোকের শিকার হওয়া রোগীদের মধ্য়ে 1250 জনকে ঝুঁকির সময়কালে অন্তত একবার করে এডিএ দেওয়া হয়েছিল ৷ বাকি 1060 জনকে এডিএ দেওয়া হয়েছিল রেফারেন্স সময়কালে ৷ কন্ট্রোল গ্রুপের মধ্যে, 5,128 এবং 13,165 যথাক্রমে ঝুঁকি এবং রেফারেন্স সময়ের মধ্যে অন্তত একবার একটি ADA পেয়েছে । গবেষকরা দেখেছেন যে, ADA-এর নতুন ব্যবহারকারীরা চিকিৎসা শুরু করার পরপরই স্ট্রোকের ঝুঁকি তিন গুণ বেড়ে যেতে পারে । আবার নারীদের তুলনায় পুরুষদের ঝুঁকি সাড়ে তিন গুণ বেশি ৷ যদিও গবেষকরা স্বীকার করে নিচ্ছেন এই গবেষণার আকার অতি ছোট, তাই এডিএ স্ট্রোকের ঝুঁকি বাড়ায় কি না তা জানতে আরও গবেষণা প্রয়োজন ৷ তবে দুইয়ের মধ্যে যে সংযোগ আছে এমনটাই মনে করছেন গবেষকরা ৷

হায়দরাবাদ : মাইগ্রেনে আক্রান্ত যে সমস্ত ব্যক্তিরা কেমোথেরাপি বা রেডিওথেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁরা অনেক সময় বমি বমি ভাব এবং বমির সমস্যা মেটানোর জন্য অ্যান্টিডোপামিনার্জিক অ্যান্টিমেটিকস (ADAs) ওষুধ ব্যবহার করে থাকেন । কিন্তু দ্য বিএমজে দ্বারা প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী মস্তিস্কের রক্তপ্রবাহের ওপর এডিএ-র সম্ভাব্য ক্রিয়া স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে (Anti Nausea Drugs On Stroke) ৷ গবেষকরা জানিয়েছেন, ওষুধগুলি যখন ব্লাড-ব্রেনের বাধাগুলি অতিক্রম করে যায় তখন ঝুঁকি অনেকটা বেড়ে যায় ৷ এমনকী সেরিব্রাল রক্তপ্রবাহের ওপরও তার প্রভাব পড়তে পারে ৷

ইনসারম অ্যান্ড বোর্দো ইউনিভার্সিটি (বর্দো পপুলেশন হেলথ সেন্টার) এবং ফ্রান্সের বোর্দো সিএইচইউ-এর গবেষকদের একটি দল তিন ধরণের এডিএ- ডম্পেরিডোন, মেটোপিমাজিন এবং মেটোক্লোপ্রামাইড নিয়ে গবেষণা করেছেন ৷ দেখা গিয়েছে, সবক্ষেত্রেই ঝুঁকি যথেষ্ট ৷ তবে ঝুঁকির পরিমাণ সবচেয়ে বেশি মেটোপিমাজিন এবং মেটোক্লোপ্রামাইডের ক্ষেত্রে ৷

অ্যান্টিসাইকোটিক্সের মত এডিএগুলি অ্যান্টিডোপামিনার্জিক ওষুধ যা মস্তিস্কের ডেপোমিন কার্যকলাপকে বন্ধ করে দিয়ে নিজের কাজ করে ৷ অ্যান্টিসাইকোটিকগুলি ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে এডিএ-সহ অন্যান্য অ্যান্টিডোপামিনার্জিক এই ঝুঁকি বাড়ায় কি না তা এখনও সঠিকভাবে জানা যায়নি ৷

দলটি তাঁদের সমীক্ষায় 2012 থেকে 2016 সাল অবধি 2,612 জন ইস্কেমিক স্ট্রোকের রোগীর সঙ্গে এলোমেলো ভাবে বেছে নেওয়া 21,859 জন (কন্ট্রোল গ্রুপ) রোগীর তুলনা করেছেন এবং লিঙ্গ, বয়স অনুসারে স্ট্রোকের ঝুঁকি কতখানি তা বিশ্লেষণ করেছেন ৷ এক্ষেত্রে সকলকেই এডিএ দেওয়া হয়েছিল ৷

আরও পড়ুন:টাইপ-2 ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় কোভিড, বলছে গবেষণা

স্ট্রোকের শিকার হওয়া রোগীদের মধ্য়ে 1250 জনকে ঝুঁকির সময়কালে অন্তত একবার করে এডিএ দেওয়া হয়েছিল ৷ বাকি 1060 জনকে এডিএ দেওয়া হয়েছিল রেফারেন্স সময়কালে ৷ কন্ট্রোল গ্রুপের মধ্যে, 5,128 এবং 13,165 যথাক্রমে ঝুঁকি এবং রেফারেন্স সময়ের মধ্যে অন্তত একবার একটি ADA পেয়েছে । গবেষকরা দেখেছেন যে, ADA-এর নতুন ব্যবহারকারীরা চিকিৎসা শুরু করার পরপরই স্ট্রোকের ঝুঁকি তিন গুণ বেড়ে যেতে পারে । আবার নারীদের তুলনায় পুরুষদের ঝুঁকি সাড়ে তিন গুণ বেশি ৷ যদিও গবেষকরা স্বীকার করে নিচ্ছেন এই গবেষণার আকার অতি ছোট, তাই এডিএ স্ট্রোকের ঝুঁকি বাড়ায় কি না তা জানতে আরও গবেষণা প্রয়োজন ৷ তবে দুইয়ের মধ্যে যে সংযোগ আছে এমনটাই মনে করছেন গবেষকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.