হায়দরাবাদ: এই বছর শীত শুধু ঠান্ডা নয়, ভীতিকরও বটে । উত্তরপ্রদেশে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে । মাত্র 5 দিনে ঠান্ডায় প্রাণ হারিয়েছে 98 জন । শুধুমাত্র কানপুরেই শৈত্যপ্রবাহ বা ঠান্ডা আবহাওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং মস্তিষ্কে আঘাতজনিত 98 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Cold Wave Shock)।
তথ্য অনুযায়ী, 98 জন মৃতের মধ্যে 44 জন হাসপাতালে মারা যান এবং 54 জন রোগী চিকিৎসার আগেই মারা যান । এলপিএস ইনস্টিটিউট অফ কার্ডিওলজি এই তথ্য প্রদান করেছে । লক্ষ্মীপত সিংহানিয়া ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি, কানপুরের প্রকাশিত তথ্য অনুসারে, গত এক সপ্তাহে 723 জন হৃদরোগী জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন ।
শনিবার প্রচণ্ড ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে 14 জন এবং কার্ডিওলজি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 6 জনের মৃত্যু হয় । চিকিৎসার জন্য এই হাসপাতালে পৌঁছানোর আগেই 8 জন মারা গিয়েছে বলে জানা যায় । গত 24 ঘণ্টায় নগরীর এসপিএস হার্ট ইনস্টিটিউটে 14 জন রোগীর মৃত্যু হয়েছে । কার্ডিওলজি ইনস্টিটিউটে মোট 604 জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে । এর মধ্যে 54 জন নতুন এবং 27 জন পুরনো রোগী ।
আরও পড়ুন: মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙ্গে যায় ? এই বিষয়গুলি মাথায় রাখুন
কার্ডিওলজি বিভাগের পরিচালক বিনয় কৃষ্ণ বলেন, "হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া ও ঠান্ডা আবহাওয়ায় রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাক এবং মস্তিষ্কে আঘাত হতে পারে ।" তাই এই আবহাওয়ায় রোগীকে ঠান্ডা থেকে রক্ষা করতে হবে । লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) একজন ফ্যাকাল্টি মেম্বার বলেন, "শুধু বৃদ্ধরাই ঠান্ডা আবহাওয়ায় হার্ট অ্যাটাকের শিকার হন না, কিশোর-কিশোরীরাও হার্ট অ্যাটাকের শিকার হয় । বয়স নির্বিশেষে সবারই সচেতন হওয়া উচিত ।" তিনি নিজেকে উষ্ণ রাখতে এবং যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেন ।