হায়দরাবাদ: শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের ওপর নজর দিতে আমরা প্রায়ই ভুলে যাই তা হল আমাদের চোখ ৷ বিশেষত চোখের নীচের ত্বকের যত্ন প্রায়শই নেওয়া হয়ে ওঠে না ৷ এমনকী স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য এক্সফোলিয়েটিং, ময়েশ্চারাইজিং এবং সানস্ক্রিন ব্যবহার করি ঠিকই কিন্তু চোখের নীচের অংশটি বেশিরভাগ ক্ষেত্রেই বাদ পড়ে যায় ৷ তবে বিশেষজ্ঞদের মতে, আমাদের চোখের চারপাশের ত্বক খুবই সূক্ষ্ম ৷ তাই এর অতিরিক্ত যত্ন নেওয়া উচিত ৷ চোখের নীচে শুষ্কতা, বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং ফোলাভাবের কারণে দুঃস্বপ্ন দেখতে শুরু করেন অনেকেই ৷ শুধু তাই নয় চোখে নীচে কালি পড়তে শুরু করাই হল বার্ধক্যের প্রথম লক্ষণ ৷
এখন প্রশ্ন হল, চোখের নীচের অংশের ত্বকের যত্ন নেবেন কীভাবে ? বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে ভালো সমাধান হল লাইফস্টাইল পরিবর্তন করা এবং প্রাকৃতিক উপায় অবলম্বন করা ৷ তবে তা সবসময় কার্যকর হয় না । এছাড়াও, চোখের জন্য় বিশেষ ক্রিম, জেল, সিরাম এবং মাস্ক প্রচুর পরিমাণে বাজারে উপলব্ধ ৷ যার জেরে কোনটি সবচেয়ে উপযুক্ত তা চয়ন করা বেশ কঠিন । নামী এক ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্লিনিকাল ডিরেক্টর অঞ্জুলা মাসুরকার আমাদের জানালেন চোখের জন্য় কোনটি সবচেয়ে ভালো ক্রিম, জেল না মাস্ক(Best Tips For Under Eye Care)?
- চোখের নিচের ক্রিম: ডার্ক সার্কেল কমানো থেকে শুরু করে ত্বককে হাইড্রেটেড রাখা এবং কোমল রাখা পর্যন্ত আন্ডার আই ক্রিমগুলি নানা কারণে প্রাধান্য পাচ্ছে । এগুলি ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেটেড এবং সুন্দর রাখতেও সাহায্য করে । সারাদিনের মানসিক চাপ এবং অসামঞ্জস্যপূর্ণ জীবনযাত্রার এই যুগে চোখের নীচের ক্রিমগুলি যে কোনও ব্যক্তির স্কিন কেয়ারের জন্য অপরিহার্য ।
- আন্ডার আই জেল: এক্ষেত্রে আরেকটি বহুল ব্যবহৃত পণ্য হল চোখের আন্ডার-আই জেল । আন্ডার-আই ক্রিম এবং জেলের মধ্যে প্রধান পার্থক্য হল তাদের টেক্সচার । চোখের নীচের ক্রিম ঘন হয়ে থাকে আর জেল হালকা, সতেজ এবং সিল্কি । উভয়ের মধ্য়েই প্রায় একই অ্যান্টি-এজিং উপাদান যেমন অ্যান্টি-অক্সিডেন্ট এবং স্কিন রিস্টোরিং উপাদান রয়েছে ৷
আরও পড়ুন: সদ্যজাত শিশুকে দেখতে যাচ্ছেন ? মনে রাখুন কয়েকটি জরুরি কথা
তাহলে, কোনটি বেছে নেবেন? আন্ডার আই জেল সকালে দারুণ কাজ করে, চোখের চারপাশের ত্বককে সতেজ করা এবং সকালের ফোলাভাব কমাতে সাহায্য করে । এটি মেকআপের উপরেও ভালো কাজ করে। যদি আপনি ক্রিমি টেক্সচার পছন্দ করেন তাহলে অবশ্য আন্ডার আই ক্রিমই ব্যবহার করা ভালো হবে ।
- চোখের মাস্ক: ফোলা চোখের জন্য আরেকটি সমাধান হল মাস্ক । ফেস মাস্ক ক্লান্তি এবং ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে । এটি ত্বকের ধরণের উপর নির্ভর করেই বেছে নেওয়া দরকার ৷ যদি একটি ডার্ক সার্কেল আপনাকে বিব্রত করে, তাহলে আপনার মাস্কে অবশ্যই নিয়াসিনামাইড, আইডেবেনোন, গ্লাইকোলিক, ভিটামিন সি এবং কালো মুক্তার নির্যাসের মতো উপাদান থাকতে হবে ৷ যদি মনে হয় ত্বক অতিরিক্ত ক্লান্ত তাহলে মাস্কে অবশ্যই হাইলুরোনিক অ্যাসিড, অ্যালো, গ্রিন টি এবং কোলাজেনের মতো হাইড্রেটিং এজেন্ট থাকতে হবে ।