ETV Bharat / sukhibhava

Skin Tips: মুখের দাগ তুলতে দেখে নিন ঘরোয়া উপায় - Check out the home remedies

মুখের দাগ তুলতে চান ? ঘরোয়া উপায়েই দেখুন দাগ নিরাময়ের কিছু উপায় (Skin Tips) ৷

Skin Tips News
মুখের দাগ তুলতে দেখে নিন ঘরোয়া উপায়
author img

By

Published : Sep 13, 2022, 9:42 PM IST

হায়দরাবাদ: পুজো প্রায় চলে এসেছে । আর পুজো মানেই নিজেকে একটু অন্যরকম করে সাজানো । বিভিন্ন সুস্বাদু পদে মজে যাওয়ার পাশাপাশি সাজগোজ এবং ত্বকের যত্ন নিতে হবে নিয়ম করে ৷ এখন থেকেও যদি ত্বকের যত্ন নিতে শুরু করেন, তাহলে পুজোর সময় কিছুটা হলেও আলাদা লুক পেতে পারেন আপনি (Check out the home remedies)। মুখের দাগ দেখা আপনার চেহারার ঔজ্জ্বল্যকেই নষ্ট করে দেয় । এর থেকে বাঁচতে মেনে চলুন এই ঘরোয়া টিপস (Skin Care Tips)৷ মিলবে ফলাফল ৷

দেখে নিন এমন কিছু উপায়:

1) দুধ: দুধ হল এমন এক উপকরণ যা হাতের কাছেই মেলে আর ত্বকের জন্য ভীষণ উপকারী । কাঁচা দুধ নিন তাতে তুলো ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন । দুধের সঙ্গে মধুও মিশিয়ে নিতে পারেন । যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে, তাঁদের জন্য এটি ভীষণ উপকারী। এতে আপনার মুখের দাগ মেলাতে সাহায্য করবে ৷

Milk
দুধ

2) মুসুর ডাল: মুসুর ডাল সারা রাত দুধে ভিজিয়ে রাখুন । এবার সকালে তা পেষ্ট করে নিয়ে সারা মুখে লাগান । 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন ৷ এবার এটা স্নানের সময় স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন । এটি আপনার মরা কোষ দূর করতে সাহায্য করবে । মুখের দাগ সরাতে সাহায্য় করবে ৷

Masoor
মুসুর ডাল

3) অ্যালোভেরা: এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের নানা সমস্যা দূর করে । অ্যালোভেরা ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে নরম ও উজ্জ্বল । অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে রাখুন । কিছুক্ষণ পর এটি ধুয়ে ফেলুন । সারা রাতও এটি লাগিয়ে রাখা যেতে পারে । এতে মুখের দাগ নিরাময় হতে সাহায্য করবে ৷

Aloevera
অ্যালোভেরা

আরও পড়ুন: ত্বকের যত্নে পাকা পেঁপের গুণাগুণ

4) আলু: এক টুকরো আলু নিন এবং তা মুখে ঘষে নিন । ত্বকে থাকা দাগছোপ দূর করতে এটি ভীষণ উপকারী । এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি এজিং উপাদান যে কোনও দাগ দূর করতে সাহায্য করে ।

Potato
আলু

5) মধু: মধু এবং লেবু একসঙ্গে মিশিয়ে সারামুখে লাগিয়ে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার মুখের দাগ নিরাময় করবে ৷

Honey
মধু

হায়দরাবাদ: পুজো প্রায় চলে এসেছে । আর পুজো মানেই নিজেকে একটু অন্যরকম করে সাজানো । বিভিন্ন সুস্বাদু পদে মজে যাওয়ার পাশাপাশি সাজগোজ এবং ত্বকের যত্ন নিতে হবে নিয়ম করে ৷ এখন থেকেও যদি ত্বকের যত্ন নিতে শুরু করেন, তাহলে পুজোর সময় কিছুটা হলেও আলাদা লুক পেতে পারেন আপনি (Check out the home remedies)। মুখের দাগ দেখা আপনার চেহারার ঔজ্জ্বল্যকেই নষ্ট করে দেয় । এর থেকে বাঁচতে মেনে চলুন এই ঘরোয়া টিপস (Skin Care Tips)৷ মিলবে ফলাফল ৷

দেখে নিন এমন কিছু উপায়:

1) দুধ: দুধ হল এমন এক উপকরণ যা হাতের কাছেই মেলে আর ত্বকের জন্য ভীষণ উপকারী । কাঁচা দুধ নিন তাতে তুলো ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন । দুধের সঙ্গে মধুও মিশিয়ে নিতে পারেন । যাদের হাইপার পিগমেন্টেশনের সমস্যা আছে, তাঁদের জন্য এটি ভীষণ উপকারী। এতে আপনার মুখের দাগ মেলাতে সাহায্য করবে ৷

Milk
দুধ

2) মুসুর ডাল: মুসুর ডাল সারা রাত দুধে ভিজিয়ে রাখুন । এবার সকালে তা পেষ্ট করে নিয়ে সারা মুখে লাগান । 30 মিনিট রেখে ধুয়ে ফেলুন ৷ এবার এটা স্নানের সময় স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন । এটি আপনার মরা কোষ দূর করতে সাহায্য করবে । মুখের দাগ সরাতে সাহায্য় করবে ৷

Masoor
মুসুর ডাল

3) অ্যালোভেরা: এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের নানা সমস্যা দূর করে । অ্যালোভেরা ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে নরম ও উজ্জ্বল । অ্যালোভেরা জেল ত্বকে লাগিয়ে রাখুন । কিছুক্ষণ পর এটি ধুয়ে ফেলুন । সারা রাতও এটি লাগিয়ে রাখা যেতে পারে । এতে মুখের দাগ নিরাময় হতে সাহায্য করবে ৷

Aloevera
অ্যালোভেরা

আরও পড়ুন: ত্বকের যত্নে পাকা পেঁপের গুণাগুণ

4) আলু: এক টুকরো আলু নিন এবং তা মুখে ঘষে নিন । ত্বকে থাকা দাগছোপ দূর করতে এটি ভীষণ উপকারী । এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি এজিং উপাদান যে কোনও দাগ দূর করতে সাহায্য করে ।

Potato
আলু

5) মধু: মধু এবং লেবু একসঙ্গে মিশিয়ে সারামুখে লাগিয়ে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার মুখের দাগ নিরাময় করবে ৷

Honey
মধু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.