ETV Bharat / sukhibhava

Health Benefits of Calendula : ত্বকের জন্য ভীষণ উপকারী ক্যালেন্ডুলা, দেখুন এর গুণাবলী

author img

By

Published : Jun 3, 2022, 5:15 PM IST

Updated : Jun 3, 2022, 5:29 PM IST

ক্যালেন্ডুলা অফিশনালিস বা পট গাঁদা ত্বকের জন্য ভীষণ উপকারী একটি উদ্ভিদ ৷ এই ফুলের পাতা, পাপড়ি এবং বীজের নির্যাস কিন্তু দীর্ঘকাল ধরে আয়ুর্বেদিক এবং চাইনিজ ওষুধে তৈরিতেও ব্যবহার হয়েছে ৷ সংবেদনশীল, তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বক এবং অন্যান্য় বেশ কিছু সমস্যার জন্য ক্যালেন্ডুলা দারুণ উপকারী (Calendula can reduce skin redness and blemishes) ।

Calendula Health Benefits News
ত্বকের জন্য় ভীষণ উপকারী ক্যালেন্ডুলা, দেখুন এর গুণাবলী

হায়দরাবাদ : ক্যালেন্ডুলা অফিসনালিস, যা পট গাঁদা নামেও পরিচিত এটি মূলত একটি ভূমধ্যসাগরীয় উদ্ভিদ । যেকোন সখের বাগানে ক্যালেন্ডুলা ফুলের গাছ হামেশাই দেখা যায় ৷ কারণ এটি যেমন সুন্দর দেখতে তেমনই ভেষজ গুণও রয়েছে এই ফুলের ৷ এই ফুলের পাতা, পাপড়ি এবং বীজের নির্যাস কিন্তু দীর্ঘকাল ধরে আয়ুর্বেদিক এবং চাইনিজ ওষুধে তৈরিতেও ব্যবহার হয়েছে ৷ এছাড়া আলসার নিরাময়, পেশীর খিঁচুনি এবং জ্বর কমানোর বিভিন্ন ওষুধেও এই ফুল ব্যবহৃত হয় (Health Benefits of Calendula) । ভারতের একটি শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ডের ম্যানেজার রজত মাথুর ক্যালেন্ডুলার ক্ষমতা ঠিক কতখানি তা আমাদের জানিয়েছেন :

ক্যালেন্ডুলার কয়েকটি গুণাবলী :

  1. প্রদাহ রোধে উপকারী : প্রদাহ ত্বকের জন্য বেশ ক্ষতিকর হতে পারে । এক্ষেত্রে ক্যালেন্ডুলা একটি প্রাকৃতিক ওষুধ যার প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট রয়েছে ৷ এটি ব্রণ, রোদে পোড়া, রোসেসিয়া, সোরিয়াসিস, একজিমা বা এমনকি কোলাজেন ভাঙনের কারণে ত্বকের যে প্রদাহ এবং জ্বালা ভাবের সৃষ্টি হয় তাও রোধ করতে পারে ৷ ক্যালেন্ডুলাতে যে ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন এবং ট্রাইটারপেনয়েড পাওয়া যায় তারও প্রদাহ-রোধী গুণাবলী রয়েছে ৷
  2. ত্বকের বিভিন্ন দাগ থেকে মুক্তি : সংবেদনশীল, তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বকের জন্য ক্যালেন্ডুলা দারুণ উপকারী । এটি কালো দাগ, দাগ, ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করতে পারে । এটি ত্বককে মসৃণ, মখমলের মত কোমলতা প্রদান করে ।
  3. ময়েশ্চারাইজড ত্বক: ত্বককে হাইড্রেটেড না হলে চুলকানি, বলিরেখা-সহ নানান সমস্যা দেখা দেয় ৷ ত্বককে রিহাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখতেও ক্য়ালেন্ডুলা খুবই উপকারী ক্যালেন্ডুলা তেল খুব দ্রুত ত্বকে প্রবেশ করে এবং ত্বকের গভীরতম স্তর পর্যন্ত হাইড্রেট করতে সাহায্য করে ।
  4. কোলাজেন উৎপাদন বাড়ায়: কোলাজেন হল সেই প্রোটিন যার ওপর ত্বকের গঠন নির্ভর করে । ক্যালেন্ডুলা প্রসাধনী স্কিনকেয়ার পণ্যগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারণ এটি গ্লাইকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন এবং কোলাজেনের বিপাককে ত্বরান্বিত করতে পারে । এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং চামড়া ঝুলে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে ।
  5. সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা দেয়: আপনি যদি সানস্ক্রিন ব্যবহার না করেন তবে ত্বক বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় ৷ ইউভি রশ্মির কারণে ত্বক পুড়ে যেতে পারে । যা ট্যানিং নামে পরিচিত ৷ ক্যালেন্ডুলা ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ৷ এটিকে একটি সানস্ক্রিন ক্রিম হিসাবেও ব্যবহার করা যেতে পারে ৷

আরও পড়ুন: উপসর্গহীন কোভিডও গর্ভবতীদের জন্য় মারাত্মক হতে পারে: গবেষণা

হায়দরাবাদ : ক্যালেন্ডুলা অফিসনালিস, যা পট গাঁদা নামেও পরিচিত এটি মূলত একটি ভূমধ্যসাগরীয় উদ্ভিদ । যেকোন সখের বাগানে ক্যালেন্ডুলা ফুলের গাছ হামেশাই দেখা যায় ৷ কারণ এটি যেমন সুন্দর দেখতে তেমনই ভেষজ গুণও রয়েছে এই ফুলের ৷ এই ফুলের পাতা, পাপড়ি এবং বীজের নির্যাস কিন্তু দীর্ঘকাল ধরে আয়ুর্বেদিক এবং চাইনিজ ওষুধে তৈরিতেও ব্যবহার হয়েছে ৷ এছাড়া আলসার নিরাময়, পেশীর খিঁচুনি এবং জ্বর কমানোর বিভিন্ন ওষুধেও এই ফুল ব্যবহৃত হয় (Health Benefits of Calendula) । ভারতের একটি শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ডের ম্যানেজার রজত মাথুর ক্যালেন্ডুলার ক্ষমতা ঠিক কতখানি তা আমাদের জানিয়েছেন :

ক্যালেন্ডুলার কয়েকটি গুণাবলী :

  1. প্রদাহ রোধে উপকারী : প্রদাহ ত্বকের জন্য বেশ ক্ষতিকর হতে পারে । এক্ষেত্রে ক্যালেন্ডুলা একটি প্রাকৃতিক ওষুধ যার প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট রয়েছে ৷ এটি ব্রণ, রোদে পোড়া, রোসেসিয়া, সোরিয়াসিস, একজিমা বা এমনকি কোলাজেন ভাঙনের কারণে ত্বকের যে প্রদাহ এবং জ্বালা ভাবের সৃষ্টি হয় তাও রোধ করতে পারে ৷ ক্যালেন্ডুলাতে যে ফ্ল্যাভোনয়েড, স্যাপোনিন এবং ট্রাইটারপেনয়েড পাওয়া যায় তারও প্রদাহ-রোধী গুণাবলী রয়েছে ৷
  2. ত্বকের বিভিন্ন দাগ থেকে মুক্তি : সংবেদনশীল, তৈলাক্ত বা ব্রণ-প্রবণ ত্বকের জন্য ক্যালেন্ডুলা দারুণ উপকারী । এটি কালো দাগ, দাগ, ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করতে পারে । এটি ত্বককে মসৃণ, মখমলের মত কোমলতা প্রদান করে ।
  3. ময়েশ্চারাইজড ত্বক: ত্বককে হাইড্রেটেড না হলে চুলকানি, বলিরেখা-সহ নানান সমস্যা দেখা দেয় ৷ ত্বককে রিহাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড রাখতেও ক্য়ালেন্ডুলা খুবই উপকারী ক্যালেন্ডুলা তেল খুব দ্রুত ত্বকে প্রবেশ করে এবং ত্বকের গভীরতম স্তর পর্যন্ত হাইড্রেট করতে সাহায্য করে ।
  4. কোলাজেন উৎপাদন বাড়ায়: কোলাজেন হল সেই প্রোটিন যার ওপর ত্বকের গঠন নির্ভর করে । ক্যালেন্ডুলা প্রসাধনী স্কিনকেয়ার পণ্যগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারণ এটি গ্লাইকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন এবং কোলাজেনের বিপাককে ত্বরান্বিত করতে পারে । এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং চামড়া ঝুলে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে ।
  5. সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা দেয়: আপনি যদি সানস্ক্রিন ব্যবহার না করেন তবে ত্বক বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় ৷ ইউভি রশ্মির কারণে ত্বক পুড়ে যেতে পারে । যা ট্যানিং নামে পরিচিত ৷ ক্যালেন্ডুলা ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ৷ এটিকে একটি সানস্ক্রিন ক্রিম হিসাবেও ব্যবহার করা যেতে পারে ৷

আরও পড়ুন: উপসর্গহীন কোভিডও গর্ভবতীদের জন্য় মারাত্মক হতে পারে: গবেষণা

Last Updated : Jun 3, 2022, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.