ETV Bharat / sukhibhava

Rose Water For Hair: চুল পড়ার সমস্যায় জেরবার ? গোলাপ জলে মিলবে সমাধান

জানেন কি গোলাপ জল চুল পড়া রোধে সাহায্য করে ? এখন থেকে ত্বকের পাশাপাশি চুলের যত্ন নিতেও ব্যবহার করুন গোলাপ জল (Rose Water)৷ জেনে নিন ব্যবহারের নিয়ম ৷

Rose Water For Hair
এই উপায়ে গোলাপ জল ব্যবহার করে চুল পড়ার সমস্যা দূর করতে পারেন
author img

By

Published : Mar 30, 2023, 7:45 PM IST

হায়দরাবাদ: চুল পড়ার সমস্যা কম বেশি আমাদের প্রায় সবারই রয়েছে ৷ সাধারণ দূষণ, ভুলভাল খাবার খাওয়া, খাওয়া দাওয়ার অনিয়ম, মানসিক চাপ, চুলে কেমিক্যাল সমৃদ্ধ জিনিসের ব্যবহার এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাবের কারণে সাধারণত চুল পড়ার সমস্যা হয়ে থাকে । এটি একটি জেনেটিক রোগও ৷ যা প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে ।

প্রাপ্তবয়স্কদের মধ্যে চুল পড়া একটি সাধারণ ঘটনা (Rose Water Reduce Hair Fall)। একই সঙ্গে চুল পড়া তরুণদের মধ্যে উদ্বেগের বিষয় । দীর্ঘক্ষণ চুল পড়ার কারণে একজন ব্যক্তির টাক হয়ে যেতে পারে । এই জন্য খাবার ও জীবনধারাতে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন । তবে চুল পড়ার সমস্যা রোধে গোলাপ জল ব্যবহার করা যেতে পারে । জেনে নিন চুলের জন্য় গোলাপজল কতটা উপকারী ৷

গোলাপ জল এবং মধু: গোলাপ জল ত্বকের পাশাপাশি চুলের জন্যও উপকারী । মাথার ত্বকে গোলাপ জল লাগালে খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । সেই সঙ্গে চুলের গোড়াও মজবুত হয় । চকচকে চুল পাওয়ার জন্য চার চামচ গোলাপ জল এবং চার চামচ মধু মিশিয়ে চুলে লাগান । এই প্যাকটি লাগিয়ে কিছুক্ষণ চুল শুকিয়ে নিন ৷ তারপর শ্যাম্পু করে ফেলুন ৷

গোলাপ জল এবং দই: স্বাস্থ্য ও সৌন্দর্যের পাশাপাশি দই চুলের জন্যও উপকারী । এর জন্য একটি পাত্রে 2 চা চামচ দই এবং 2 চা চামচ গোলাপ জল মিশিয়ে চুলের স্ক্যাল্পে লাগান । এতে চুল পড়ার সমস্যা দূর হয় ।

গোলাপ জল এবং অ্যালোভেরা: অ্যালোভেরা ও গোলাপ জল দুইয়ে মিলে চুলের সমস্যা দূর করে ৷ সমপরিমাণে গোলাপ জল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের স্ক্যাল্পে লাগান । এটি চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয় । তবে শুধুমাত্র গোলাপ জল ব্যবহার করলেও চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ৷

আরও পড়ুন: ত্বকের যত্নে ব্যবহার করুন মধু

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: চুল পড়ার সমস্যা কম বেশি আমাদের প্রায় সবারই রয়েছে ৷ সাধারণ দূষণ, ভুলভাল খাবার খাওয়া, খাওয়া দাওয়ার অনিয়ম, মানসিক চাপ, চুলে কেমিক্যাল সমৃদ্ধ জিনিসের ব্যবহার এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাবের কারণে সাধারণত চুল পড়ার সমস্যা হয়ে থাকে । এটি একটি জেনেটিক রোগও ৷ যা প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে ।

প্রাপ্তবয়স্কদের মধ্যে চুল পড়া একটি সাধারণ ঘটনা (Rose Water Reduce Hair Fall)। একই সঙ্গে চুল পড়া তরুণদের মধ্যে উদ্বেগের বিষয় । দীর্ঘক্ষণ চুল পড়ার কারণে একজন ব্যক্তির টাক হয়ে যেতে পারে । এই জন্য খাবার ও জীবনধারাতে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন । তবে চুল পড়ার সমস্যা রোধে গোলাপ জল ব্যবহার করা যেতে পারে । জেনে নিন চুলের জন্য় গোলাপজল কতটা উপকারী ৷

গোলাপ জল এবং মধু: গোলাপ জল ত্বকের পাশাপাশি চুলের জন্যও উপকারী । মাথার ত্বকে গোলাপ জল লাগালে খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । সেই সঙ্গে চুলের গোড়াও মজবুত হয় । চকচকে চুল পাওয়ার জন্য চার চামচ গোলাপ জল এবং চার চামচ মধু মিশিয়ে চুলে লাগান । এই প্যাকটি লাগিয়ে কিছুক্ষণ চুল শুকিয়ে নিন ৷ তারপর শ্যাম্পু করে ফেলুন ৷

গোলাপ জল এবং দই: স্বাস্থ্য ও সৌন্দর্যের পাশাপাশি দই চুলের জন্যও উপকারী । এর জন্য একটি পাত্রে 2 চা চামচ দই এবং 2 চা চামচ গোলাপ জল মিশিয়ে চুলের স্ক্যাল্পে লাগান । এতে চুল পড়ার সমস্যা দূর হয় ।

গোলাপ জল এবং অ্যালোভেরা: অ্যালোভেরা ও গোলাপ জল দুইয়ে মিলে চুলের সমস্যা দূর করে ৷ সমপরিমাণে গোলাপ জল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে চুলের স্ক্যাল্পে লাগান । এটি চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয় । তবে শুধুমাত্র গোলাপ জল ব্যবহার করলেও চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ৷

আরও পড়ুন: ত্বকের যত্নে ব্যবহার করুন মধু

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.