ETV Bharat / sukhibhava

Tourist Spot for Siblings: রাখির দিন রঙিন করতে ভাইবোনে ঘুরে আসুন এই জায়গাগুলিতে - আগ্রা

আমাদের দেশে প্রচুর এমন পর্যটনস্থল রয়েছে যেখানে আপনি ভাইবোনকে সঙ্গে নিয়ে ঘুরতে যেতে পারেন ৷ চাইলে এই রাখিবন্ধনেই ঘুরে আসতে পারেন ৷ রাখির দিন সম্ভব না হলে ভাইফোঁটাতেও যেতে পারেন ৷ অবিস্মরণীয় স্মৃতি তৈরির পাশাপাশি ভাইবোন বা দাদাদিদির সঙ্গে অনেক মজা করার দুর্দান্ত সুযোগ পাবেন ৷ রইল জায়গাগুলির হদিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 17, 2023, 9:07 PM IST

হায়দরাবাদ: সামনেই রাখিবন্ধন ৷ উৎসব উদযাপনের পাশাপাশি এবার ভাইবোন বা দাদাদিদিকে নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন ৷ আপনাকে এমন কিছু জায়গার সন্ধান দেওয়া হচ্ছে যেখানে ভাইবোনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন ৷

জয়পুর : সংস্কৃতি, ইতিহাস ও স্থাপত্যে ভরা জয়পুর ৷ ভাইবোন মিলে গোলাপী শহর হিসেবে পরিচিত জয়পুর ঘুরে আসতে পারেন ৷ এখানকার সিটি প্যালেস, হাওয়া মহল, যন্তর মন্তর ও নাহারগড় ফোর্টের মতো অনেক সুন্দর জায়গা আছে যা আপনাকে মুগ্ধ করবে ৷ ঘোরার মাঝে ভাইবোন মিলে খাঁটি রাজস্থানী খাবারও চেটেপুটে খেতে পারবেন ৷ এখানকার 'জয়পুর কি পিয়াজ কচোরি', রাজস্থানি থালি ও ডাল বাটি চুরমা চেখে দেখতে ভুলবেন না যেন ৷

ঋষিকেশ : রোমাঞ্চকর ও আধ্যাত্মিকতার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে ঋষিকেশ হতে পারে আপনাদের ভাইবোনের সেরা গন্তব্য ৷ এখানে রিভার রাফটিং, বানজি জাম্পিং, রক ক্লাইম্বিং ও ট্রেকিং করার সুবিধা রয়েছে ৷ ঋষিকেশের বিভিন্ন মন্দির ও আশ্রম আপনাকে আধ্যাত্মিক জগতে নিয়ে যাবে ৷ সন্ধ্যায় এখানকার গঙ্গারতিও মনোমুগ্ধকর ৷

আগ্রা : ঐতিহাসিক জায়গা ও স্থাপত্যের বিষয় পছন্দ হলে আগ্রা ঘুরে আসতে পারেন ৷ তাজমহল, আগ্রা ফোর্ট ও ফতেপুর সিক্রি-সহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির সৌন্দর্যও মন ভরাবে ৷ এখানকার জিভে জল আনা মুঘলাই খাবার তো বটেই, তার পাশাপাশি আগ্রার পেঠা, বেড়াই ও জিলিপি-রাবড়ির কম্বো খেতে ভুলবেন না ৷

কেরল : ভগবানের আপনভূমি কেরল ৷ প্রকৃতি, বন্যপ্রাণী ও পাহাড়, সমুদ্র একসঙ্গে পাবেন এই রাজ্যে ৷ ভাইবোনদের জন্য সেরা গন্তব্য হবে কেরল ৷ প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত আলেপ্পির ব্যাকওয়াটারস অর্থাৎ খাল-হ্রদ ও দিঘির এক সুন্দর পরিবেশ যা চারপাশে সবুজ ও বিচিত্র গ্রাম দিয়ে ঘেরা দর্শনীয় স্থান ঘুরতে পারবেন ৷ পাশাপাশি মুন্নারের মশলার বাগান, পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য ও সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানও রয়েছে ৷ আয়ুর্বেদিক স্পা-য়ের জন্যও বিখ্যাত কেরল ৷ চাইলে এখানে আরামদায়ক স্পা করিয়ে নিতে পারেন ৷ ইডলি সাম্বার ছাড়াও এখানে আপনি স্টু, পুট্টু ও কাদালা কারি, মীন ভারুথাথু (কেরলের স্টাইলে বানানো ফিশ ফ্রাই) ট্রাই করবেন ৷

আরও পড়ুন : ফ্রেন্ডশিপ ডে'র আগে জেনে নিন বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার 5 আদর্শ জায়গা

হায়দরাবাদ: সামনেই রাখিবন্ধন ৷ উৎসব উদযাপনের পাশাপাশি এবার ভাইবোন বা দাদাদিদিকে নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন ৷ আপনাকে এমন কিছু জায়গার সন্ধান দেওয়া হচ্ছে যেখানে ভাইবোনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন ৷

জয়পুর : সংস্কৃতি, ইতিহাস ও স্থাপত্যে ভরা জয়পুর ৷ ভাইবোন মিলে গোলাপী শহর হিসেবে পরিচিত জয়পুর ঘুরে আসতে পারেন ৷ এখানকার সিটি প্যালেস, হাওয়া মহল, যন্তর মন্তর ও নাহারগড় ফোর্টের মতো অনেক সুন্দর জায়গা আছে যা আপনাকে মুগ্ধ করবে ৷ ঘোরার মাঝে ভাইবোন মিলে খাঁটি রাজস্থানী খাবারও চেটেপুটে খেতে পারবেন ৷ এখানকার 'জয়পুর কি পিয়াজ কচোরি', রাজস্থানি থালি ও ডাল বাটি চুরমা চেখে দেখতে ভুলবেন না যেন ৷

ঋষিকেশ : রোমাঞ্চকর ও আধ্যাত্মিকতার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে ঋষিকেশ হতে পারে আপনাদের ভাইবোনের সেরা গন্তব্য ৷ এখানে রিভার রাফটিং, বানজি জাম্পিং, রক ক্লাইম্বিং ও ট্রেকিং করার সুবিধা রয়েছে ৷ ঋষিকেশের বিভিন্ন মন্দির ও আশ্রম আপনাকে আধ্যাত্মিক জগতে নিয়ে যাবে ৷ সন্ধ্যায় এখানকার গঙ্গারতিও মনোমুগ্ধকর ৷

আগ্রা : ঐতিহাসিক জায়গা ও স্থাপত্যের বিষয় পছন্দ হলে আগ্রা ঘুরে আসতে পারেন ৷ তাজমহল, আগ্রা ফোর্ট ও ফতেপুর সিক্রি-সহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির সৌন্দর্যও মন ভরাবে ৷ এখানকার জিভে জল আনা মুঘলাই খাবার তো বটেই, তার পাশাপাশি আগ্রার পেঠা, বেড়াই ও জিলিপি-রাবড়ির কম্বো খেতে ভুলবেন না ৷

কেরল : ভগবানের আপনভূমি কেরল ৷ প্রকৃতি, বন্যপ্রাণী ও পাহাড়, সমুদ্র একসঙ্গে পাবেন এই রাজ্যে ৷ ভাইবোনদের জন্য সেরা গন্তব্য হবে কেরল ৷ প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত আলেপ্পির ব্যাকওয়াটারস অর্থাৎ খাল-হ্রদ ও দিঘির এক সুন্দর পরিবেশ যা চারপাশে সবুজ ও বিচিত্র গ্রাম দিয়ে ঘেরা দর্শনীয় স্থান ঘুরতে পারবেন ৷ পাশাপাশি মুন্নারের মশলার বাগান, পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য ও সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানও রয়েছে ৷ আয়ুর্বেদিক স্পা-য়ের জন্যও বিখ্যাত কেরল ৷ চাইলে এখানে আরামদায়ক স্পা করিয়ে নিতে পারেন ৷ ইডলি সাম্বার ছাড়াও এখানে আপনি স্টু, পুট্টু ও কাদালা কারি, মীন ভারুথাথু (কেরলের স্টাইলে বানানো ফিশ ফ্রাই) ট্রাই করবেন ৷

আরও পড়ুন : ফ্রেন্ডশিপ ডে'র আগে জেনে নিন বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার 5 আদর্শ জায়গা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.