ETV Bharat / sukhibhava

Orange: জেনে নিন কমলালেবুর গুণাগুণ

author img

By

Published : Nov 4, 2022, 10:28 PM IST

রোজ কমলা লেবু খান আর শরীরকে সুস্থ রাখুন ৷ জেনে নিন এর গুণাগুণ (Orange) ৷

Orange News
জেনে নিন কমলালেবুর গণাগুণ

হায়দরাবাদ: কমলালেবুর রস বা জুস পানে মরণাব্যাধি ক্যানসারকে প্রতিরোধ করা যায় (Orange)। তাই শীতকালে কমলালেবুর রস খাওয়া উপকার ৷ গবেষকরা জানান, কমলার রস শরীরে বিভিন্ন ধরনের ইতিবাচক প্রভাব ফেলে, বিশেষ করে ক্যানসারের জীবাণু প্রতিরোধ করে । কমলার রসে ভিটামিন-সি-যুক্ত ফ্লাভোনয়েড জাতীয় খাদ্যোপাদান থাকায় এতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে । কমলা সারা বছর পাওয়া গেলেও শীতকালে পাওয়া যায় বেশী এবং দামেও সস্তা । জেনে নিন কমলালেবুর উপকারিতা ৷

কমলা লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যা ক্যানসার প্রতিরোধক, স্বাস্থ্যকর, রক্ত প্রস্তুতকারক এবং ক্ষত আরোগ্যকারী হিসেবে খুবই উপকারী । এটি বি ভিটামিন ফোলেটের খুব ভালো উৎস, যা জন্মগত ত্রুটি এবং হৃদরোগ রোধে ভালো কাজ করে ৷

কমলালেবু ওজন কমাতে কার্যকর ভূমিকা পালন করে ৷ কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন কমানোর পাশাপাশি হজমশক্তিকেও শক্তিশালী করে । দ্রবণীয় ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ৷

রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের জন্য উপকারী কমলালেবু ৷ শীতকালে ত্বক, স্বাস্থ্য ও হজমশক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । কমলালেবুতে মজুত ভিটামিন সি শরীরে কিছু জীবাণু প্রতিরোধে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে । এটি ত্বককে সুস্থ ও তরুণ দেখাতে দারুণ কাজ করে ।

আরও পড়ুন: জেনে নিন কিউই ফলের গুণাগুণ

কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমায় কমলালেবু ৷ প্রস্রাবে সাইট্রেটের অভাব হলে কিডনিতে পাথর হতে পারে । ছোট পাথরের রোগীদের সাধারণত এক গ্লাস কমলালেবুর রস পান করার পরামর্শ দেওয়া হয় । এটি প্রস্রাবে সাইট্রেটের মাত্রা বাড়ায়, যা পাথর গঠনের সম্ভাবনা কমিয়ে দেয় ৷

কমলা লেবুতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে এবং ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে সাহায্য করে । এছাড়াও ডায়াবেটিস প্রতিরোধ এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ওজন কমাতেও সহায়তা করে ।

এটি ক্যানসার জীবাণু প্রতিরোধী ক্ষতিকর জীবাণুর হাত থেকে জিনোম ও কোষ রক্ষাকারী বিকারগ্রস্ত প্রতিরোধী ও হরমোন নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ।

হায়দরাবাদ: কমলালেবুর রস বা জুস পানে মরণাব্যাধি ক্যানসারকে প্রতিরোধ করা যায় (Orange)। তাই শীতকালে কমলালেবুর রস খাওয়া উপকার ৷ গবেষকরা জানান, কমলার রস শরীরে বিভিন্ন ধরনের ইতিবাচক প্রভাব ফেলে, বিশেষ করে ক্যানসারের জীবাণু প্রতিরোধ করে । কমলার রসে ভিটামিন-সি-যুক্ত ফ্লাভোনয়েড জাতীয় খাদ্যোপাদান থাকায় এতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে । কমলা সারা বছর পাওয়া গেলেও শীতকালে পাওয়া যায় বেশী এবং দামেও সস্তা । জেনে নিন কমলালেবুর উপকারিতা ৷

কমলা লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যা ক্যানসার প্রতিরোধক, স্বাস্থ্যকর, রক্ত প্রস্তুতকারক এবং ক্ষত আরোগ্যকারী হিসেবে খুবই উপকারী । এটি বি ভিটামিন ফোলেটের খুব ভালো উৎস, যা জন্মগত ত্রুটি এবং হৃদরোগ রোধে ভালো কাজ করে ৷

কমলালেবু ওজন কমাতে কার্যকর ভূমিকা পালন করে ৷ কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজন কমানোর পাশাপাশি হজমশক্তিকেও শক্তিশালী করে । দ্রবণীয় ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ৷

রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের জন্য উপকারী কমলালেবু ৷ শীতকালে ত্বক, স্বাস্থ্য ও হজমশক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । কমলালেবুতে মজুত ভিটামিন সি শরীরে কিছু জীবাণু প্রতিরোধে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে । এটি ত্বককে সুস্থ ও তরুণ দেখাতে দারুণ কাজ করে ।

আরও পড়ুন: জেনে নিন কিউই ফলের গুণাগুণ

কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমায় কমলালেবু ৷ প্রস্রাবে সাইট্রেটের অভাব হলে কিডনিতে পাথর হতে পারে । ছোট পাথরের রোগীদের সাধারণত এক গ্লাস কমলালেবুর রস পান করার পরামর্শ দেওয়া হয় । এটি প্রস্রাবে সাইট্রেটের মাত্রা বাড়ায়, যা পাথর গঠনের সম্ভাবনা কমিয়ে দেয় ৷

কমলা লেবুতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে এবং ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে সাহায্য করে । এছাড়াও ডায়াবেটিস প্রতিরোধ এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় ওজন কমাতেও সহায়তা করে ।

এটি ক্যানসার জীবাণু প্রতিরোধী ক্ষতিকর জীবাণুর হাত থেকে জিনোম ও কোষ রক্ষাকারী বিকারগ্রস্ত প্রতিরোধী ও হরমোন নিয়ন্ত্রক হিসেবে কাজ করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.